হেলদি ও গর্জিয়াস চুলের সিক্রেট সলিউশন, “রাইস ওয়াটার”!

হেলদি ও গর্জিয়াস চুলের সিক্রেট সলিউশন, “রাইস ওয়াটার”!

তুমি নিশ্চয়ই সব সময় তোমার গর্জিয়াস হেয়ার লুক ধরে রাখতে চাও? কিন্তু হেয়ার মাস্কে অনেক রকম ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হয় বলে হেয়ার কেয়ারে অনেক সময়ের দরকার হয়। কিন্তু হাতেই কাছে পাবে এমন একটা হোম রেমিডির কথা শুনলে তুমি বেশ অবাকই হবে। আর এটা দিয়ে হেয়ার মাস্ক  তৈরিতেও অনেক সময় লাগবে না। এই হোম রেমিডি হলো রাইস ওয়াটার! রাইস ওয়াটারের বেনিফিট কিন্তু শুধুমাত্র একটা না, চুলের অনেকগুলো প্রবলেমের সলিউশন পাওয়া যাবে শুধুমাত্র রাইস ওয়াটার ইউজে।

কিন্তু চলো তার আগে হেয়ার কেয়ারে রাইস ওয়াটারের হিস্ট্রিটা একটু জেনে নেয়া যাক!  

দ্যা ইন্টান্যাশনাল জার্নাল অব কসমেটিক সাইন্সের একটা রিসার্চ বলছে হেয়ার কেয়ারে রাইস ওয়াটার ইউজ শুরু হয় জাপানে হেয়ান এরা থেকে যা ছিল ৭৯৪ থেকে ১১৮৫ সিই এর মধ্যে। এই এরা-তে মেয়েরা পায়ের নিচ পর্যন্ত চুল রাখতো এবং হেলদি চুলের জন্য তারা রাইস ওয়াটার ইউজ করতো। 
এছাড়া চায়নার ইয়াও সম্প্রদায়ের মেয়েরাও লম্বা চুলের জন্য রাইস ওয়াটার ব্যবহার করে। তাই ট্র্যাডিশনাল এই হোম রেমিডি অ্যাপ্লাই করে তুমিও পেতে পারো লম্বা আর হেলদি চুল। 

 

রাইস ওয়াটারের বেনিফিটস 

হেয়ার গ্রোথ 

রাইস ওয়াটার  চুলের গ্রোথ বাড়াতে ও চুল পড়া কমাতে দারুণ কাজ করে। এতে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, সি এবং ই  যা ফাস্ট হেয়ার গ্রোথে হেল্প করে। সপ্তাহে দুইবার অ্যাপ্লাই করলে তুমি বেস্ট রেজাল্ট পেয়ে যাবে।  

 

rice-water-secret-solution-for-healthy-and-gorgeous-hair-02

 

হেয়ার ড্যামেজ কমায়

রাইস ওয়াটারে “ ইনোসিটল “ নামের একটা কার্বোহাইড্রেট থাকে যা ড্যামেজ হেয়ার ঠিক করে। এতে থাকা ইনোসিটল তোমার চুল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে। এমন কি চুল ধুয়ে ফেলার পরও এই বেনিফিট পাওয়া যাবে।  

 

হেয়ার স্মুথ ও গোড়া শক্ত করে 

রাইস ওয়াটারের ইনোসিটল হেয়ার রুটস স্ট্রং করার পাশাপাশি হেয়ার স্মুথ, শাইনি ও সিল্কি করে।   

 

ড্যানড্রাফ কমায়

ড্যানড্রাফ কমাতে রাইস ওয়াটার ফাস্ট কাজ করে কিন্তু এর জন্য এটি নিয়মিত চুলে অ্যাপ্লাই করতে হবে। 

 

রাইস ওয়াটের বেনিফিটস তো জানলে এখন ভাবছ কীভাবে তৈরি করবে? চিন্তার কিছু নেই রাইস ওয়াটার বানানো খুবই সিম্পল! রাইস ওয়াটার বানানোর দুইটি নিয়ম আছে তুমি চাইলে যে কোনো একটি ফলো করতে পারো। 

 

rice-water-secret-solution-for-healthy-and-gorgeous-hair-03

 

রাইস ভিজিয়ে রাখা 

রাইস ওয়াটার বানানোর সব থেকে কুইক উপায় হলো রাইস ভিজিয়ে রাখা।

রাইস ওয়াটার বানাতে যা যা লাগবে 
•    ১/২ কাপ শুকনা রাইস
•    ২-৩ কাপ নরমাল পানি

রাইস পানিতে ভালো মতো ক্লিন করে ২-৩ কাপ নরমাল পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখো। তারপর পানি ছেঁকে রাইস আলাদা করে নিলেই ওয়াটার ইউজের জন্য রেডি হয়ে যাবে। 

 

রাইস বয়েল করা  

যা যা লাগবে
•    রাইস ১/২ কাপ
•    রাইসের ডাবল পানি

নরমালি ভাত রান্না করে বয়েল ওয়াটার ছেঁকে তুলে ফেলে হেয়ারে ইউজ করা যাবে।  

 

রাইস ওয়াটার কীভাবে ইউজ করবে  

প্রথমে চুলে শ্যাম্পু করে নরমাল পানি দিয়ে ধুয়ে নাও। এরপর রাইস ওয়াটার নিয়ে তোমার পুরো চুলে  অ্যাপ্লাই করো। এখন কিছু সময় চুল এভাবে রেখে স্ক্যাল্প ম্যাসাজ করে নাও। ২০ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে নাও।  

রাইস ওয়াটার শুধুমাত্র চুলের একটা নয়, অনেকগুলো প্রবলেমের খুব সহজ সলিউশন। তাই হেলদি চুলের জন্য সহজে পাওয়া যাওয়া উপাদান রাইস ওয়াটার আজই ট্রাই করে ফেলো! 


রিলেটেড পোস্ট