শীতে স্কিনের সমস্যা দূরে রাখবে মিল্ক!

শীতে স্কিনের সমস্যা দূরে রাখবে মিল্ক!

হেলদি খাবার বলতে সবার প্রথমে মাথায় কী আসে? অনেকেই বলবে দুধের কথা। কারণ, দুধের হেলথ বেনিফিটের সাথে আমরা সবাই মুটামুটি পরিচিত। তবে হেলথ ছাড়াও দুধের অসংখ্য স্কিন বেনিফিটও আছে! স্কিন হেলদি, সুন্দর আর প্রাণবন্ত রাখতে অনেক বছর ধরেই দুধ ব্যবহার হয়ে আসছে। আর খেয়াল করে দেখো, অনেক ময়েশ্চারাইজিং স্কিন কেয়ার প্রোডাক্টের আসল উপাদান হলো দুধ। তাই এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টটি তুমিও তোমার স্কিন কেয়ার রুটিনে রাখতে পারো। আর ন্যাচারালি পেতে পারো গর্জিয়াস স্কিন!

 

Secret-weapon-for-Winter-Raw-Milk-02

 

ময়েশ্চারাইজিং ফেস মাস্ক

দুধের সবচেয়ে বড় স্কিন বেনিফিট হলো এটি স্কিনকে দারুণভাবে ময়েশ্চারাইজ করে। আর ড্রাইনেস কমাতেও চমৎকার কাজ করে।  
যা যা লাগবে

  • কাঁচা দুধ ২ টেবিল চামচ
  • মধু ১ টেবল চামচ

প্রথমে কাঁচা দুধ (র-মিল্ক) একসাথে মিশিয়ে নাও। এবার কটন বল দিয়ে ফেস অ্যাপ্লাই করে ১৫-২০ মিনিট অপেক্ষা করো। এরপর হালকা গরম পানি দিয়ে ফেস ধুয়ে নাও। তোমার স্কিন যদি অনেক বেশি ড্রাই ও খসখসে থাকে, তাহলে মাস্কটি বানাতে পাকা কলা পেস্টও অ্যাড করতে পারো।

 

মিল্ক টোনার

মিল্কের আরেকটি সারপ্রাইজিং বেনিফিট হলো, এটি টোনার হিসেবেও ব্যবহার করা যায়! আর নরমাল, ড্রাই বা অয়েলি সব ধরনের স্কিনের জন্যই এটি ভালো কাজ করে। এই মিল্ক টোনার স্কিনের ইলাস্টিসিটি (টানটান ভাব) ধরে রাখতে সাহায্য করে।

যা যা লাগবে

  • কাঁচা দুধ ২ টেবিল চামচ
  • গোলাপ জল ৪-৫ ফোঁটা

প্রথমে, দুধ ও গোলাপ জল একসাথে মিশিয়ে নাও। এবার ফেস ভালোমতো ক্লিন করে কটন বল দিয়ে এটি ফেস-এ অ্যাপ্লাই করো। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে এটি সারারাত ফেস-এ রেখে দিতে পারো।

 

Secret-weapon-for-Winter-Raw-Milk-03

 

মাইল্ড স্কিন ক্লিনজার

মিল্ক ক্লিনজার হিসেবেও স্কিনের জন্য দারুণ উপকারী। এটি বন্ধ থাকা স্কিন পোরস ওপেন করে এর ভেতর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। আর এটি স্কিনের জন্য খুব মাইল্ড তাই ন্যাচারাল ময়েশ্চার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। প্রথমে একটা ছোট বাটিতে ৩-৪ চামচ কাঁচা দুধ নিয়ে নাও।   এবার এতে কটন বল ভিজিয়ে আস্তে আস্তে ফেস-এ অ্যাপ্লাই করো। কয়েক মিনিট এভাবে রেখে দাও, এরপর একটা মাইল্ড ফেসওয়াশ দিয়ে ফেস ধুয়ে ফেলো।

 

ময়েশ্চারাইজিং মিল্ক স্ক্রাব

উইন্টারে ড্রাই, রাফ ও ফ্ল্যাকি স্কিন খুব কমন। সাথে ডেড সেল তো আছেই! কিন্তু কখনও কখনও এই  ডেড সেল রিমুভ করতে গিয়ে স্কিনের ন্যাচারাল ময়েশ্চার নষ্ট হয়ে যায়, আর ড্রাইনেস আরও বেড়ে যায়।  উইন্টারে এই সমস্যার সহজ সমাধান হলো ময়েশ্চারাইজিং স্ক্রাব। দুধ দিয়ে সহজেই তুমি এই ময়েশ্চারাইজিং স্ক্রাব বানিয়ে নিতে পারো।     
যা যা লাগবে

  • ব্রাউন সুগার বা লাল চিনি ১০০ গ্রাম
  • কাঁচা দুধ ২৫ গ্রাম
  • মধু ১ টেবিল চামচ
  • অলিভ অয়েল ১ টেবিল চামচ

প্রথমে মধু, চিনি ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে নাও। এবার এর সাথে অল্প অল্প করে দুধ মেশাতে থাকো। দুধের ল্যাক্টিক এসিড ডেড স্কিন সেল রিমুভ করে, পাশাপাশি স্কিন ময়েশ্চারাইজড রাখে।

 

দুধ হেলথ-এর জন্য যেমন বেস্ট, তেমনি স্কিন কেয়ারেও বেস্ট! যারা ন্যাচারালি স্কিনের যত্ন নিতে পছন্দ করো তাদের জন্য এটি চমৎকার একটি সলিউশন।


রিলেটেড পোস্ট