জেনে নাও স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম

জেনে নাও স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম

বিউটি কেবিনেট-এ অসংখ্য স্কিন কেয়ার প্রোডাক্ট; কোনোটা হাইড্রেশনের জন্য, কোনোটা ডিপ ক্লিনজিং আবার কোনোটা অ্যান্টি-এইজিং এর জন্য। কিন্তু এসব স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম অনেকেই জানে না। যেমন; সিরাম আগে নাকি ময়েশ্চারাইজার আগে, টোনার কখন অ্যাপ্লাই করতে হয়? এসব নিয়ে কনফিউশনের শেষ নেই। 

স্কিন কেয়ার প্রোডাক্টের ম্যাক্সিমাম বেনিফিট পেতে সঠিক নিয়মে ও সঠিক স্টেপে অ্যাপ্লাই করাটা অনেক বেশি জরুরি। তাই এর সঠিক নিয়ম ও স্টেপ নিয়েই আমার আজকের লিখাটি।  

 

স্টেপ 1-ক্লিনজিং 

যেকোনো স্কিন কেয়ার রুটিনের একদম প্রথম স্টেপ হলো ক্লিনজিং। স্ক্রাব, মাস্ক যাই অ্যাপ্লাই করো না কেন তার আগে অবশ্যই ফেস ভালোমতো ক্লিন করে নিতে হবে। আর ক্লিনজিং হতে হবে ডাবল! মানে প্রথমে মেকআপ রিমুভার/মাইসেলার ওয়াটার অথবা অয়েল দিয়ে ফেস-এর মেকআপ, ধুলোবালি ও ঘাম উঠিয়ে নাও। এরপর তোমার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে ফেস ধুয়ে ফেলো। 

 

স্টেপ 2-ফেস মাস্ক 

ক্লিনজিং-এর পর তোমার স্কিন নেক্সট স্টেপের জন্য রেডি। এবার তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী ফেস মাস্ক অ্যাপ্লাই করতে পারো। 

 

স্টেপ 3-টোনার 

ফেস ক্লিনজিং এর পর প্রথমেই যে প্রোডাক্টটি ব্যবহার করতে হয় তা হলো টোনার। একটা কটন প্যাডে টোনার নিয়ে আস্তে আস্তে ফেস-এ অ্যাপ্লাই করো।   
অনেকেই আছে যারা নিয়মিত টোনার ব্যবহার করে না। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিন কেয়ার এসেন্সিয়াল। এই সিম্পল স্টেপটি তোমার স্কিন হাইড্রেটেড রাখবে, আর নেক্সট স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালোভাবে অ্যাবজর্ব করতে সাহায্য করবে।  

know-the-correct-rules-to-apply-skin-care-products-02

 

স্টেপ 4- সিরাম  

টোনারের পরের স্টেপটি হলো সিরাম। স্কিন কেয়ার প্রোডাক্টের সঠিক নিয়ম হচ্ছে প্রথমে লাইট ওয়েট প্রোডাক্ট, তারপর তুলনামূলক ভারী টেক্সচার প্রোডাক্ট অ্যাপ্লাই করা। যেহেতু ময়েশ্চারাইজারের টেক্সচার সিরাম থেকে ভারী, তাই ময়েশ্চারাইজারের আগে সিরাম অ্যাপ্লাই করতে হবে। দুই-তিন ফোঁটা সিরাম আঙুল দিয়ে আস্তে আস্তে ফেস-এ অ্যাপ্লাই করে নাও। সিরাম অ্যাপ্লাই করার পর ভালোভাবে অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করো। 

 

স্টেপ 5-ময়েশ্চারাইজার 

এবার তোমার স্কিন ময়েশ্চারাইজারের জন্য রেডি। স্কিন টাইপ অনুযায়ী একটি হাইড্রেটিং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। 

 

স্টেপ 6- ফেস ওয়েল 

ফেস ওয়েল এখনকার বিউটি ট্রেন্ডে খুবই জনপ্রিয়। আর এটি ময়েশ্চারাইজারের পর অ্যাপ্লাই করতে হয়। অনেকেই হয়তো ভাবছো কেন? কারণ ফেস-অয়েল স্কিনের প্রোটেকটর হিসেবে কাজ করে ও ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। সিল্কি ও স্মুদ স্কিনের জন্য তুমি জোজোবা অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। 

 

স্টেপ 7-সানস্ক্রিন  

স্কিন কেয়ার রুটিনের লাস্ট স্টেপ হলো সানস্ক্রিন। কারণ সানস্ক্রিন অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে কিছুটা ভারী হয়। তাই সানস্ক্রিন সবসময় সবার শেষে অ্যাপ্লাই করতে হয়। 

সবশেষে, আরেকটি ইম্পর্ট্যান্ট টিপস হলো প্রতিটা প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পর কয়েক সেকেন্ড অপেক্ষা করা, যেনো তা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। আজ থেকে তোমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সঠিক নিয়মে ও সঠিক স্টেপে অ্যাপ্লাই করো, আর পাও এর মেক্সিমাম বেনিফিট! 
 


রিলেটেড পোস্ট