হাতের স্কিন সুন্দর ও গ্লোয়িং রাখো ৫টি সহজ উপায়ে!

হাতের স্কিন সুন্দর ও গ্লোয়িং রাখো ৫টি সহজ উপায়ে!

মুখের স্কিনের যত্নে আমরা অনেক সময় ও এফোর্ট দেই। কিন্তু বডির অন্যান্য পার্ট যেমন; হাত বা পায়ের স্কিনের যত্ন খুব একটা করা হয় না। ফলে সময়ের সাথে সাথে হাতের স্কিন হয়ে যায় ডাল ও রাফ। আর এখনতো অনেক বেশি হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করা হচ্ছে। যার ফলে  হাতের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। এছাড়া শীতে তো কথাই নেই, স্কিনে হাজারটা সমস্যা শুরু হয়! তাই সব মিলিয়ে তোমার হাতের স্কিনের একটু বাড়তি যত্ন নেয়াটা এখন খুব জরুরি। চলো জেনে নেই, কীভাবে খুব সহজে হাতের স্কিন রাখা যায় সফট, হেলদি ও গ্লোয়িং।   
 

রাতে ঘুমানোর আগে অয়েল ম্যাসাজ

হাতের স্কিন সফট ও হেলদি রাখার সবচেয়ে সহজ ও ইফেক্টিভ উপায় হলো, নিয়মিত অয়েল ম্যাসাজ। অলিভ, কোকোনাট বা অন্য কোনো নারিশিং অয়েল ম্যাসাজ করলে হাতের স্কিনের ড্রাইনেস কমবে এবং  সফট ও স্মুদ থাকবে। এছাড়াও অয়েল ম্যাসাজে হাতের স্কিনে রক্ত চলাচল ঠিক থাকে। অয়েল  ম্যাসাজ রাতে ঘুমানোর আগে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ সারা দিন বিভিন্ন কাজে পানি ও সাবান ধরতে হয় যার ফলে এর উপকারিতা পাওয়া যায় না। রাতের লম্বা সময়ে, অয়েল স্কিনের ড্যামেজ হিল করতে কাজ করে। 


স্কিন গ্লোয়িং রাখতে শশার প্যাক

নিয়মিত যত্ন না নেয়া, বাইরের পলিউশন, রোদ এসব অনেক কারণেই হাতের স্কিন তার গ্লো হারিয়ে ফেলে, আর দেখতেও ডাল লাগে। শশা স্কিনের হারিয়ে যাওয়া গ্লো ফিরিয়ে আনতে দারুণ কাজ করে। প্রতি সপ্তাহে একদিন এই শশার প্যাকটি অ্যাপ্লাই করতে পারো।

যা যা লাগবে
শশার জুস ১ কাপ
লেবুর রস কয়েক ফোঁটা
হলুদ গুঁড়া সামান্য
ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে লিকুইড মিশ্রণ তৈরি করে নাও। এবার সারা হাতে অ্যাপ্লাই করো,  এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলো।


স্কিন সফট রাখতে এক্সফলিয়েশন

মুখের যত্নে যেমন এক্সফলিয়েশন জরুরি, তেমনি হাতের যত্নেও জরুরি। ড্রাইনেস কমাতে,  ডেডসেল দূর করতে এবং গ্লো আনতে সপ্তাহে ১ বার হাত এক্সফলিয়েট করতে হবে।

 

Hand-and-arms-care-02
 
যা যা লাগবে
লেবুর রস ১ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
দুইটি উপকরণ মিশিয়ে হাতে হালকা ভাবে ম্যাসাজ করতে হবে। যতক্ষণ চিনি থাকবে ঠিক ততটা সময়ই ম্যাসাজ করতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

 

নিয়মিত ময়েশ্চারাইজিং

অনেকে মনে করে, “শুধু শীতকাল এলেই হাতে ময়েশ্চারাইজার প্রয়োজন”। কিন্তু হাতের স্কিন হাইড্রেটেড ও সফট রাখতে সারা বছরই ময়েশ্চারাইজ করতে হবে। এছাড়া কিছুটা ড্রাই স্কিনকে ময়েশাচাইজ করতে Vaseline Deep Restore Lotion ট্রাই করতে পারো। এটি ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে স্কিনকে হেলদি,সফট ও স্মুদ করতে সাহায্য করে।   
 
হাতও মুখের মতো আমাদের সৌন্দর্যেরই একটা অংশ। আর অল্প  টেক কেয়ারেই হাতের স্কিন রাখা যায় সুন্দর আর গ্লোয়িং!


রিলেটেড পোস্ট