নন-স্টিকি হাইড্রেশনে গরমে স্কিন থাকুক কমফোর্টেবল!

নন-স্টিকি হাইড্রেশনে গরমে স্কিন থাকুক কমফোর্টেবল!

গরম আসলে আমাদের স্কিন প্রবলেম বাড়তেই থাকে! ড্রাই, অয়েলি অথবা নরমাল, স্কিন টাইপ যাই হোক না কেন, তা হেলদি ও প্রবলেম ফ্রি রাখতে সঠিক যত্ন দরকার। এসময় স্কিন হেলদি ও সুন্দর  রাখার সবচেয়ে ভালো ভ উপায় হচ্ছে নিয়মিত হাইড্রেশন টিং! কারণ, নিয়মিত হাইড্রেশন না পেলে আমাদের স্কিন অতিরিক্ত অয়েল রিলিজ করে। এতে স্কিন আরও অয়েলি হয়ে যায়, কখনও কখনও ব্রেকআউটও হতে পারে।

স্কিন হাইড্রেটেড রাখতে চাই একটা প্রোপার ময়েশ্চারাইজার। তবে সামারে ময়েশ্চারাইজারটি অবশ্যই ওয়েদারের সাথে স্যুটেবল হতে হবে। এসময় ভারী স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে স্কিন পোরস বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। যা থেকে ব্রেকআউট, ব্ল্যাকহেডস ও অ্যাকনের মতো প্রবলেম শুরু হয়।    

আজকের লিখাটি তোমাকে সামারে পার্ফেক্ট/স্যুটেবল ময়েশ্চারাইজার খুঁজে পেতে করতে হেল্প করবে।  

 

স্কিন কমফোর্টেবল রাখতে লাইট ময়েশ্চারাইজার !  

গরমে আমাদের স্কিন ঘেমে এমনিতেও অয়েলি হয়ে হয়ে যায়। এসময় অয়েলি/ক্রিম বেসড ময়েশ্চারাইজার স্কিন গ্রিসি ও অতিরিক্ত অয়েলি করে ফেলে। আর পোরস বন্ধের কথা তো শুরুতেই বলেছি! লাইট টেক্সচার ময়েশ্চারাইরাজ স্কিনে ভারী ফিল হয় না, তাই স্কিন কমফোর্টেবল থাকে।      

আর যাদের স্কিন ন্যাচারালি অয়েলি, তারা লাইট টেক্সারের পাশাপাশি অয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার সিলেক্ট করো। এটি স্কিনের এক্সেস অয়েল কন্ট্রোল করবে। এবং স্কিন লং টাইম ম্যাট ও ফ্রেশ থাকবে।

 

get-comfortable-skin-in-the-summer-with-non-sticky-hydration-02

 

স্কিন ফ্রেশ রাখতে ওয়াটার বা জেল বেসড ময়েশ্চারাইজার  

গরমে হ্যাপি স্কিনের জন্য ওয়াটার বা জেল বেসড ময়েশ্চারাইজার দারুণ কাজ করে! ন জেল ও ওয়াটার বেসড ময়েশ্চারাইজার স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়,  এবং একটা ওয়াটার ফ্রেশ গ্লো  নিয়ে আসে।

 

স্কিন সুদিং-এ নন-স্টিকি অ্যালোভেরা  

অ্যালোভেরায় কুলিং প্রোপারটি আছে। যা সানবার্ন কমিয়ে স্কিন ঠান্ডা ও রিলক্সাড রাখতে হেল্প করে। গরমে স্কিনের হাইড্রেশনে অ্যালোভেরার নির্যাস যুক্ত  Vaseline Aloe Fresh Body Lotion-এর  উপর ভরসা করতে পারো। এর টেক্সচারটা লাইট ও নন-স্টিকি তাই স্কিনে ভারী ভি ফিল হয় না। রিফ্রেশিং স্মেলের কারণে এটা আমার সামার ফেভারিট বডি লোশন! 

 

পেট্রোলিয়াম জেলি 

গার্লস! ভেসলিন ছাড়া তোমারা লাইফ চিন্তা করতে পারো? আমি জানি কেউ তা পারোনা! সামারেও অনেক সময় ঠোঁট ফাটা, স্কিন রাফ হয়ে যাওয়া এসব প্রবলেম হয়। ন । সলিউশন হিসেবে আমি সবসময় হাতের কাছে ভেসলিন পেট্রোলিয়াম জেলি রাখি। এছাড়াও স্কিনের কোনো পার্ট অতিরিক্ত ড্রাই ফিল হলে, সেখানে ভেসলিন অ্যাপ্লাই করি। 

সামারে ময়েশ্চারাইজার যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি ওয়েদার বুঝে স্যুটেবল ময়েশ্চারাইজার সিলেক্ট করাটাও ইম্পর্ট্যান্ট। স্কিন হাইড্রেটেড রাখতে ময়েশ্চারাইজার তো অ্যাপ্লাই করবেই, সাথে পর্যাপ্ত পানি ও ফ্লুয়িড খেতে ভুলো না!


রিলেটেড পোস্ট