১৫ মিনিটেই পাও গ্লোয়িং স্কিন!

১৫ মিনিটেই পাও গ্লোয়িং স্কিন!

লাইফে সব কিছু খুব একটা প্ল্যান করে হয় না! অনেক সময়ই অল্প সময়ের নোটিশে পার্টি বা প্রোগ্রামে যেতে হয়। আর অফিস বা ক্লাসের পর হলে তো কথাই নেই। টায়ার্ড ও মলিন চেহারা নিয়ে কোনো পার্টিতে যেতে আমরা কেউই চাই না। অথচ নিজেকে তৈরি করার মতো খুব একটা সময়ও তখন হাতে থাকে না। তাহলে সমাধান? 

তোমার লাইফের এমন ব্যাস্ত সময়ের সহজ সমাধান নিয়েই আজকের এই লিখাটি। স্কিনকে রিফ্রেশ করতে আর ন্যাচারাল গ্লো আনতে মাত্র ১৫ মিনিটই যথেষ্ট। অবাক লাগছে তাইতো? তাহলে দেখে নাও কীভাবে! 


স্টেপ ১: স্ক্রাবিং-এ দাও ২ মিনিট 

স্কিনকে রিফ্রেশ করার প্রথম শর্ত হলো ডেড সেল রিমুভ করা। কারণ, ডেড সেল থাকলে স্কিন ডাল বা মলিন দেখায়। তাই সবার প্রথমেই স্কিনটাকে ভালোমতো স্ক্রাব করে নাও। স্ক্রাবিং-এর পর স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে কফি আমার সবচেয়ে প্রিয়। কারণ, এটি স্কিন রিফ্রেশ করতে খুব ভালো কাজ করে, সাথে বন্ধ হয়ে থাকা স্কিন পোরস ওপেন করতেও সাহায্য করে। এই কফি স্ক্রাব বানানো কিন্তু একদম সহজ। ২ টেবিল চামচ কফি গুঁড়ার সাথে সমপরিমাণ অলিভ বা কোকোনাট অয়েল মিশিয়ে নাও। এবার এর ফেস-এ ২ মিনিট স্ক্রাব করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। 

 

স্টেপ ২: পেঁপে মাস্ক ১০ মিনিটে স্কিনে আনবে ন্যাচারাল গ্লো 

ন্যাচারালি স্কিনে গ্লো আনতে পেঁপে চমৎকার একটি উপাদান। পাকা পেঁপের একটা স্লাইস নিয়ে ভালোমতো পেস্ট বানিয়ে নাও। এবার ফেস-এ অ্যাপ্লাই করে ১o মিনিট অপেক্ষা করো। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলো। পেঁপে স্কিন টেক্সচার ও কমপ্লেকশন ভালো করতেও খুব সাহায্য করে।  

get-a-glowing-skin-in-just-15-minutes-02

 

স্টেপ ৩: ফেস-এ আইস কিউব ম্যাসাজ করো ২মিনিট 

একদম অল্প সময়ে এবং কোনো টাকা খরচ ছাড়া স্কিন কেয়ার করা যায়? হ্যাঁ অবশ্যই, আইস কিউব দিয়ে! এটি স্কিনে একদম ম্যাজিকের মতোই কাজ করে। একটা আইস কিউব আস্তে আস্তে স্কিনে অ্যাপ্লাই করতে থাকো ১ মিনিটের মতো। এটি স্কিনের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে, একটা হেলদি গ্লো নিয়ে আসে। এবং এর আরেকটি বেনিফিট হলো এটি স্কিনে বয়সের প্রভাব পড়া ও রিংকেলস কমাতেও অনেক সাহায্য করে।     

 

স্টেপ৪: রোজ ওয়াটার অ্যাপ্লাই করো ১ মিনিটেই!  
 
লাস্ট স্টেপ হলো ফেস-এ রোজ ওয়াটার অ্যাপ্লাই করা। আর এর জন্য মাত্র ১ মিনিট সময় লাগবে! চাইলে তুমি সরাসরি ফেস-এ রোজ ওয়াটার স্প্রে করে নিতে পারো। অথবা কটন বলে রোজ ওয়াটার নিয়ে আস্তে আস্তে ফেস-এ অ্যাপ্লাই করতে পারো। আর এটি অ্যাপ্লাইয়ের পর ফেস না ধুলেও চলবে। 

দেখলেই তো স্কিন কেয়ার মানেই অনেক এক্সপেন্সিভ বা সময়ের ব্যাপার তা কিন্তু না। মাত্র ১৫ মিনিটে এই ৪টা স্টেপ ফলো করে তোমার স্কিন করতে পারো ফ্রেশ আর গ্লোয়িং!  

get-a-glowing-skin-in-just-15-minutes-03


রিলেটেড পোস্ট