স্কিন টাইপ সেনসিটিভ কিনা বুঝবে কীভাবে?

স্কিন টাইপ সেনসিটিভ কিনা বুঝবে কীভাবে?

আমাদের অনেকের স্কিন খুব স্পর্শকাতর বা সেনসিটিভ। তাপমাত্রা বা সানলাইট সামান্য এদিক-ওদিক হলেই এ ধরনের স্কিনে র‍্যাশ হতে শুরু করে ও লাল হয়ে যায়। এছাড়া স্কিনে যদি কোনো প্রোডাক্ট সহ্য না হয়, তা হলে ত্বক লাল হওয়ার পাশাপাশি অন্য সমস্যাও বেড়ে যায়। তাই তোমার স্কিন টাইপ সেনসিটিভ হলে, এর জন্য দরকার স্পেশাল টেইক কেয়ার। এছাড়াও স্কিনে নতুন কোনো প্রোডাক্ট ইউজ করার আগে টেস্ট করে শিওর হয়ে নিতে হবে, এটি ইরিটেশন তৈরি করে কিনা।

তবে তোমার স্কিন টাইপ আসলেই সেনসিটিভ কিনা সেটা সবার আগে সিওর হতে হবে। তাই চলো জেনে নেই সেনসিটিভ স্কিনের কিছু কমন লক্ষণ।

 

রেডনেস

সেনসিটিভ স্কিনে রেডনেসের প্রবলেম খুব কমন। লাল র‍্যাশ, লাল পিম্পল, স্কিন লাল হয়ে যাওয়াই রেডনেস।

 

figure-out-if-you-have-a-sensitive-skin-or-not-02

 

প্রোডাক্টের ক্ষতিকর প্রভাব

সেনসিটিভ স্কিনে অনেক সময় নতুন কোনো প্রডাক্ট ইউজ করলে এর রিয়েকশন হয়। যেমন; সোপ, পারফিউম, যেকোনো সুগন্ধি প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনে ইরিটেশন তৈরি করতে পারে। তাই বলা যায় সেনসিটিভ স্কিন খুব রিঅ্যাক্টিভ। এছাড়া ঠান্ডা, সূর্যের তাপ ও বাতাস সেনসিটিভ স্কিনে প্রবলেম তৈরি করে।

 

ড্রাইনেস

ড্রাইনেস সেনসিটিভ স্কিনের আরেকটি কমন প্রবলেম। এই প্রবলেমের কারণে পিম্পল ও চামড়া ফেটে যায়। আর ঠান্ডার সময়ে স্কিনে ড্রাইনেস আরও বেড়ে যায়। তবে নিয়মিত ময়েশ্চারাইজার ইউজ করেই ড্রাইনেসের সাথে ফাইট করা যায়।

 

প্রায়ই র‍্যাশ হওয়া

সেনসিটিভ স্কিনে র‍্যাশ হওয়ার পরিমাণ অনেক বেশি। কোনো ক্রিম বা প্রোডাক্ট ইউজের সাথে সাথেই র‍্যাশ তৈরি হতে পারে।

 

স্কিনের পোর বড় হওয়া

সেনসিটিভ স্কিনের আরেকটা সাইন হলো স্কিন পোর বড় দেখানো। পোরগুলো অনেকটাই রেড পিম্পলের মতো মনে হয়। কিন্তু এটা আসলে স্কিনের পোর প্রবলেম অর্থাৎ স্কিনের ছোট ছোট গর্তের মতো হওয়া।

 

figure-out-if-you-have-a-sensitive-skin-or-not-03

 

সহজেই সানবার্ন হওয়া

সব স্কিনেই সানবার্নের প্রবলেম হতে পারে। কিন্তু সেনসিটিভ স্কিনে এই প্রবলেম খুব দ্রুত ও সহজেই হয়ে থাকে। তাই সেনসিটিভ স্কিনের জন্য সানস্ক্রিন ইউজ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।

 

ফেগ্রেন্স বা সুগন্ধি সহ্য না হওয়া

সুগন্ধি আছে এমন বিউটি প্রোডাক্ট সেনসিটিভ স্কিনে একেবারেই সহ্য হয় না। এমন কি অনেক এসেন্সিয়াল অয়েলেও প্রবলেম হতে পারে। দারুচিনি, লং ও গোলমরিচ আছে এমন যেকোনো প্রোডাক্ট সেনসিটিভ স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে।

স্কিনের টেক কেয়ার করার আগে তার টাইপ বুঝা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাই তোমার স্কিন সেনসিটিভ কিনা তা বুঝতে এই বিষয়গুলো অনেকটাই হেল্প করবে।


রিলেটেড পোস্ট