সামারে এভার গ্রিন স্কিন শুধুমাত্র গ্রিন টি দিয়ে!

সামারে এভার গ্রিন স্কিন শুধুমাত্র গ্রিন টি দিয়ে!

গরম এলেই বেড়ে যায় স্কিনের প্রবলেম। কিন্তু এর মধ্যে অনেকগুলোই খুব কমন কারণ প্রায় সব ধরনের স্কিনেই এই প্রবলেম হয়ে থাকে। তাই এর জন্য দরকার এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিনেন্ট যা সামার স্কিন প্রবলেমের সলিউশন। হেলদি ও ফিট থাকতে অনেকেই হয় তো গ্রিন টি রেগুলার ডায়েটে রাখো। আবার গরমে স্কিনের কমন প্রবলেম কমাতেও গ্রিন টি পারফেক্ট।  

 

সামারের স্কিন প্রবলেম ও গ্রিন টি মাস্ক

পিম্পল

সামারের সব থেকে কমন প্রবলেম হলো পিম্পল। প্রায় সব টাইপের স্কিনেই পিম্পল দেখা যায়। কিন্তু চিন্তার কিছু নেই! কারণ এর সলিউশন হতে পারে গ্রিন টি। গ্রিন টি তে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা পিম্পলের সাথে ফাইট করে। আর গ্রিন টির মাস্কটা বানানোও খুব ইজি। 

যা যা লাগবে
•    ১/৪ কাপ গ্রিন টি
•    পানি 

গ্রিন টি বানিয়ে তা একটু ঠান্ডা করে নাও। এবার একটা কটন বল গ্রিন টিতে ভিজিয়ে পিম্পলের উপর অ্যাপ্লাই করো। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে ফেস ধুয়ে করে ফেলো। বেস্ট রেজাল্টের জন্য দিনে ২ বার এটি অ্যাপ্লাই করতে পারো। 

 

evergreen-skin-in-summer-only-with-green-tea-02

 

কমপ্লেকশন হারানো

সামারের এই সময়টাতে সানলাইট, ডাস্টের কারণে স্কিনের কমপ্লেকশন কমে যায়। তাই স্কিন খুবই ডাল লাগে। কিন্তু গ্রিন টি তোমার স্কিন থেকে ক্ষতিকর উপাদান দূর করে স্কিনকে করতে পারে হেলদি, আর ফিরিয়ে আনতে পারে স্কিনের আসল কমপ্লেকশন। ভাবছো কীভাবে? এর জন্য গ্রিন টির একটা ইজি মাস্ক ট্রাই করতে পারো।  

যা যা লাগবে
•    গ্রিন টি ব্যাগ ২ টা
•    মধু ২ চা চামচ
•    লেবুর রস ২/৩ ফোঁটা
 
সব ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে মাস্ক বানিয়ে নাও। এবার মাস্কটি ফেস-এ অ্যাপ্লাই করে ১০ মিনিট অপেক্ষা করো। মাস্কটা শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ক্লিন করে নাও।  

 

স্পট ও রিংকেলস  প্রবলেম

সামারে এইজ স্পট,  রিংকেলস, ফাইনলাইন  সব থেকে বেশি দেখা দেয়। গ্রিন টি  অ্যান্টি-এইজিং ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টিতে অনেক রিচ।  

যা যা লাগবে
•    গ্রিন টি পাতা ১ টেবিল চামচ
•    টকদই ৩ টেবিল চামচ
•    সামান্য হলুদের পাউডার

সব উপাদান মিশিয়ে মাস্ক বানিয়ে ফেস ও গলায় অ্যাপ্লাই করে ২০ মিনিট পরে হালকা গরম পানিতে ধুয়ে নাও। পজিটিভ রেজাল্টের জন্য সপ্তাহে ২ বার মাস্কটি ট্রাই করতে পারো। 

 

পোর্স রিডিউস ও গ্লোয়িং স্কিন 

সামারে পোর্স ( স্কিনে ছিদ্র ভাব হওয়া) প্রবলেম খুবই কমন। যার কারণে স্কিন তার গ্লো হারায়। গ্রিন টি খুব ন্যাচারাল একটা টোনার যা পোর্স কমানোর পাশাপাশি স্কিনকে গ্লোয়িং করে তোলে।

যা যা লাগবে 
•    বানানো গ্রিন টি ২ কাপ
•    এসেন্সিয়াল অয়েল কয়েক ফোঁটা

সব ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে নাও। এবার ফেস এ স্প্রে করে কটন বল দিয়ে মুছে নাও।  দিনে দুইবার ইউজ করলে স্কিন হাইড্রেটেড থাকবে, পোরস রিডিউস হবে এবং গ্লো বাড়বে।

 

evergreen-skin-in-summer-only-with-green-tea-03

 

ডেড সেল এক্সফোলিয়েটিং

ডেড সেল কারণে স্কিনে রাফনেস দেখা দেয়। বাইরের ডার্ট ডেড সেল হওয়ার একটা বড় কারণ। তবে গ্রিন টি দিয়েই চাইলে ডেড সেল এক্সফোলিয়েটিং মাস্ক বানিয়ে নিতে পারো। 
 
যা যা লাগবে
•    গ্রি টি পাউডার ১ টেবিল চামচ
•    চিনি ১ কাপ
•    এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হাফ কাপ
•    মধু ২ টেবিল চামচ

সব ইনগ্রেডিয়েন্ট একসাথে মিশিয়ে মাস্ক বানিয়ে নাও। মাস্কটি ফেস-এ অ্যাপ্লাই করে কয়েক মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করো। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। সপ্তাহে ২ বার ইউজ করলে ডেড সেল প্রবলেম অনেকটাই কমে যাবে আর স্কিন হবে সফট ও স্মুদ। 

যদিও গরম আসলে আমাদের স্কিনে অনেক ধরনের  প্রবলেম হয়, কিন্ত শুধুমাত্র গ্রিন টি দিয়েই তুমি পেতে পারো এভার গ্রিন স্কিন! 


রিলেটেড পোস্ট