ওয়েদারের পরিবর্তন কী চুলের উপর আসলেই প্রভাব ফেলে?

ওয়েদারের পরিবর্তন কী চুলের উপর আসলেই প্রভাব ফেলে?

শীতের ঠান্ডা ও শুষ্কতা শেষে বসন্ত আমাদের মাঝে চলে এসেছে। প্রতিদিন একটু একটু করে সূর্যের তাপমাত্রা বাড়ছে। সেই সাথে ধুলোবালি তো আছেই। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে প্রচন্ড গরম। ওয়েদার পরিবর্তনের এই সময়টা আসলেই খুব কনফিউজিং। এই ওয়েদারে তুমি কি চুল নিয়েও কনফিউজড?  

যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কারণটা খুবই সিম্পল। ওয়েদারের পরিবর্তন আমাদের চুলের উপরও অনেক প্রভাব ফেলতে পারে, আর শুরু হতে পারে অনেক রকমের হেয়ার প্রবলেম।

 

বাতাস ও ধুলোবালি 

এখন বাইরের প্রচন্ড বাতাস ও ধুলোবালির কারণে চুল ম্যানেজেবল রাখাটা খুব কঠিন। বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই চুল এলোমেলো হয়ে হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাওয়া, জট লেগে যাওয়া এই প্রবলেমগুলো আমরা সবাই কমবেশি সাফার করছি। এছাড়া বাতাস আমাদের চুল ফ্রিজি করে ফেলে, আর অনেক সময় চুল অতিরিক্ত ড্রাই হয়ে ভেঙেও যায়। আর ধুলোবালি জমে স্ক্যাল্প খুব তাড়াতাড়ি ময়লা ও চিটচিটে হয়ে যায়।   

 

সান এক্সপোজার 

সান এক্সপোজার বা সূর্যের সরাসরি তাপ চুলের জন্য ভয়ংকর! কারণ সূর্যের UVA এবং UVB রশ্মি চুলের বাইরের আবরণ নষ্ট করে দেয়। এর ফলে চুলে ড্রাইনেস ও ড্যামেজ শুরু হয়। এছাড়া স্যান ড্যামেজ চুলের কালার নষ্ট করে দেওয়া, স্প্লিট এন্ডস বা আগা ফাটা, চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি করে।   

does-weather-change-really-affect-the-hair-02

 

বাতাসের আদ্রতা 

গরম বাড়ার সাথে সাথে বাতাসের আদ্রতার পরিমাণও বাড়ে। আদ্র আবহাওয়ায় ড্রাই চুল বাতাস থেকে জলীয় বাষ্প আকর্ষণ করে। মজার ব্যাপার হলো এই আদ্রতার প্রভাব একেক টাইপের চুলের উপর একেক রকম। যাদের চুলের টাইপ পাতলা, তাদের চুলের ভলিউম কমে গিয়ে আরও ফ্ল্যাট দেখায়। আর ঘন চুল জলীয় বাষ্প অ্যাবজর্ব করার কারণে অনেক ফ্রিজি হয়ে যায়।  

does-weather-change-really-affect-the-hair-03

 

দেখলেই তো ওয়েদারের পরিবর্তন আমাদের অনেক রকম হেয়ার প্রবলেমের জন্য দায়ী। কিন্তু এর সলিউশন? ওয়েদার পরিবর্তনের সময় হওয়া হেয়ার প্রবলেমের সলিউশন, সাথে আরও অনেক টিপস জানতে ক্লিক করোঃ ওয়েদার পরিবর্তনের কারণে ড্যানড্রাফ প্রবলেম? সলিউশন পাবে ন্যাচারালি!


রিলেটেড পোস্ট