ওয়েদার পরিবর্তনের কারণে ড্যানড্রাফ প্রবলেম? সলিউশন পাবে ন্যাচারালি!

ওয়েদার পরিবর্তনের কারণে ড্যানড্রাফ প্রবলেম? সলিউশন পাবে ন্যাচারালি!

মনসুন তো সবারই পছন্দ। কারণ গরমকালের সূর্যের তাপ এ সময় অনেকটাই কমে যায়। কিন্তু তুমি কি জানো সামার থেকে মনসুন ওয়েদারের এই পরিবর্তনের সময়ে তোমার হেয়ার প্রবলেম অনেক বেড়ে যেতে পারে। বিশেষ করে ড্যানড্রাফ প্রবলেম। যদিও ড্যানড্রাফ কোনো সিজনাল প্রবলেম না। সারা বছর ধরেই ড্যানড্রাফের কারণে চুল পড়া, চুল রাফ হয়ে যাওয়া, শাইন ভাব কমে যাওয়া, ড্যামেজসহ আরও অনেক প্রবলেম হতে পারে। 

 

ড্যানড্রাফ কেন হয়? 

ড্যানড্রাফের একেবারে সঠিক কারণ আসলে জানা যায়নি। সাধারণত বলা হয় স্ক্যাল্পে অয়েল প্রোডাকশন বেড়ে যাওয়ায় ড্যানড্রাফ হতে পারে। এছাড়া চুল অপরিষ্কার ও নিয়মিত শ্যাম্পু না করলে ড্যানড্রাফ আরো বেড়ে যায়। ড্যানড্রাফের কিছু কমন কারণ আছে, যেমন  অয়েলি স্কিন, অয়েলি স্ক্যাল্প, ওয়েদার পরিবর্তন, কম শ্যাম্পু করা ইত্যাদি। এছাড়াও ইমিউন সিস্টেম ভাল না হওয়া ও মেন্টাল স্ট্রেসের কারণেও ড্যানড্রাফ হতে পারে। 

 

সামার ও মনসুন ট্রানজিশনে কেন বাড়ে ড্যানড্রাফ?

গরমে সূর্যের তাপ বাড়লে ড্যানড্রাফ বেশি হওয়ার মাইক্রোবস বেড়ে যায়। এছাড়া সামারে ঘাম বেশি হয়  যা ড্যানড্রাফ বাড়ায়। এছাড়া পলিউশনের জন্যও ডার্ট ও বিভিন্ন বিষাক্ত উপাদান স্ক্যাল্পে আটকে যায়। এগুলোও ড্যানড্রাফ বাড়াতে হেল্প করে। আবার অনেক সময়ে সামারের শুকনা ও গরম ওয়েদার থেকে  মনসুন আসলে ভেজা ওয়েদারে প্রচুর ড্যানড্রাফ প্রবলেম বাড়ে। 

 

যেভাবে ম্যানেজ করবে ড্যানড্রাফ 

ড্যানড্রাফ ও হেয়ার ড্যামেজ কমাতে তিনটি টিপস ফলো করতে পারো। এতে ওয়েদার ট্রানজিশনের টাইমে প্রবলেম কমবে।

 

স্ক্যাল্প এক্সফ্লোলিয়েশন 

স্ক্যাল্প এক্সফ্লোলিয়েশন স্কিন এক্সফ্লোলিয়েশনের মতোই বেনিফিট দেবে। এটি স্ক্যাল্পের টপ লেয়ারের ড্রাই স্কিন কমায়। এছাড়াও এটি ডেড স্কিন রিমুভ করে যা ড্যানড্রাফ কমাতে হেল্প করে। 

 

অয়েল ট্রিটমেন্ট 

অয়েল ট্রিটমেন্ট স্ক্যাল্পের এক্সট্রা অয়েল প্রোডাকশন অনেকটাই ব্যালেন্স করে। কোকোনাট অয়েল হালকা গরম করে স্কাল্পে ম্যাসাজ করে অয়েল ট্রিটমেন্ট করা যায়। তবে কেয়ারফুল থাকতে হবে অয়েল যেন বেশি গরম না হয়ে যায় এতে স্ক্যাল্প পুড়ে যেতে পারে।

 

হেয়ার মাস্ক 

লেবু-টকদই 

ড্যানড্রাফের জন্য একটা ন্যাচারাল উপাদান হলো লেবু। ড্যানড্রাফের প্রবলেম কমাতে ইজি এই হেয়ার মাস্কটি ট্রাই করতে পারো।  
যা যা লাগবে
•    টকদই ২ টেবিল চামচ
•    লেবু ১ টেবিল চামচ
দুইটি ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করো। এর ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো। 

 

dandruff-problem-due-to-change-of-weather-get-the-solution-naturally02

 

নিম-কোকোনাট অয়েল 

এই হেয়ার মাস্কটা রেগুলার ইউজ করতে পারলে এটা ম্যাজিকের মতো কাজ করেবে। কারণ নিমে আছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান যা স্ক্যাল্পের অনেক রকম প্রবলেম কমায়। 

যা যা লাগবে
•    নিমপাতা ১০-২০ টা
•    কোকোনাট অয়েল প্রয়োজন মতো

নিমপাতা পেস্ট করে নিতে হবে। এরপর কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে ইউজ করো। ১৫-২০ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলো। 

 

মধু, কলা, লেবু আর অলিভ অয়েল

ড্রাই স্ক্যাল্পের ড্যানড্রাফ কমাতে এই হেয়ার মাস্কটা দারুণ কাজ করে। কলা ড্যানড্রাফ কন্ট্রোল করতে হেল্প করবে। 

যা যা লাগবে
•    পাঁকা কলা ২ টা
•    মধু ১ টেবিল চামচ
•    অলিভ অয়েল ১ টেবিল চামচ
•    লেবু ১ টেবিল চামচ

প্রথমে কলা খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে। এরপর একটা একটা ইনগ্রেডিয়েন্ট মধু, অলিভ  অয়েল ও লেবু দিয়ে পেস্টের সাথে মিশিয়ে নাও যেন স্মুদ একটা পেস্ট হয়। এবার স্ক্যাল্পে আর হেয়ারে অ্যাপ্লাই করো। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলো।  সপ্তাহে একবার ব্যবহার করতে পারো।

এই সামারের হিট আর এই মনসুনের বৃষ্টি। আর এর মাঝেই বেড়ে যায় চুলের ডানড্রাফ প্রবলেম। তাই স্ক্যাল্পকে রিফ্রেশ আর হেয়ারকে গুড লুকিং রাখতে সলিউশনগুলো ট্রাই করতে পারো। 


রিলেটেড পোস্ট