উইন্টার স্কিন প্রবলেমের সমাধান পাবে উইন্টার ইনগ্রিডিয়েন্টেই!

উইন্টার স্কিন প্রবলেমের সমাধান পাবে উইন্টার ইনগ্রিডিয়েন্টেই!

ড্রাই ও খসখসে স্কিন, ডেড সেল, গ্লো কমে যাওয়া, আর সাথে ডালনেস তো আছেই! উইন্টার মানেই স্কিনের অনেক সমস্য। কিন্তু মজার ব্যাপার হলো উইন্টারে স্কিনের সমস্যা যেমন আছে, তেমনি এর সমাধানও আছে। শীতে পাওয়া যায় এমন কিছু ফ্রুটস ও ভেজিটেবল দিয়েই তুমি এসব সমস্যার ন্যাচারাল সমাধান পাবে। কীভাবে? চলো তাহলে জেনে নেই!

 

গাজর

শীতে স্কিনের সবচেয়ে বড় সমস্যা হলো ড্রাই ও খসখসে স্কিন। আর স্কিন ড্রাই থাকলে দেখতেও ডাল লাগে। শীতে পাওয়া যায় খুব সিম্পল একটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট গাজর দিয়ে স্কিনের ড্রাইনেস কমাতে পারো। গাজর ড্রাইনেস ও খসখসে ভাব কমিয়ে স্কিন সফট রাখতে অনেক সাহায্য করে। সপ্তাহে ১-২ দিন গাজরের ফেসমাস্কটি অ্যাপ্লাই করতে ট্রাই করো। এটি স্কিন ময়েশ্চারাইজড রাখবে আর গ্লো ফিরিয়ে আনতেও সাহায্য করবে।

যা যা লাগবে

  • ১/২ গাজর 
  • ১ টেবিল চামচ মধু
  • ১ টেবিল চামচ দুধ

প্রথমে গাজর পেস্ট করে নাও। এবার এতে মধু ও দুধ দিয়ে ভালোমতো মেশাও। মাস্কটি ফেস ও গলায় অ্যাপ্লাই করে ১৫ মিনিট অপেক্ষা করো। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলো।

 

Winter-Ingreadients-for-skin-02

 

টমেটো

শীতে আমাদের সবার ফ্রিজেই টমটো থাকে। আর টমেটো দিয়ে একদম সহজেই স্কিন কেয়ার এসেনশিয়াল  টোনার বানিয়ে নিতে পারো। 
যা যা লাগবে

  • ১টি টমেটো 
  • ১টি  শসা  

প্রথমে শসা ও টমেটো জুস করে নাও। এবার বাতাস ঢুকবে না এমন একটা স্প্রে বোতলে জুসটা রেখে দাও। প্রতিদিন রাতে ফেস ক্লিন করার পর কটন বল দিয়ে এটি ফেস-এ অ্যাপ্লাই করো। এভাবে  ৪ দিন পর্যন্ত টোনারটি  ফ্রিজে রেখে ইউজ করতে পারবে।

 

Winter-Ingreadients-for-skin-03


কমলা

উইন্টার ফ্রুটস বলতেই, কালারফুল কমলা আমাদের চোখের সামনে ভেসে উঠে! কমলা স্কিনের ড্রাইনেস কমিয়ে স্কিন নারিশ করতে চমৎকার কাজ করে। এছাড়া এটি স্কিন কমপ্লেকশনও ভালো রাখে।

যা যা লাগবে 

  • ১/২ কাপ কমলার পাল্প 
  • ২ টেবিল চামচ টক দই

১/২ কাপের মতো কমলার পাল্প নিয়ে এর সাথে টকদই মেশাও। মাস্কটি ফেস-এ অ্যাপ্লাই করে ১৫-২০ মিনিট অপেক্ষা করো। এরপর পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নাও।

 

Winter-Ingreadients-for-skin-04


কলা

কলা শুধু শীতেই না, সারা বছর ধরেই আমাদের হাতের কাছে থাকে। কলা স্কিনের ড্রাইনেস কমিয়ে ময়েশ্চারাইজড রাখতে ম্যাজিকের মতো কাজ করে। ন্যাচারালি গ্লোয়িং, সফট ও হাইড্রেটিং স্কিন পেতে সপ্তাহে ১-২ দিন মাস্কটি অ্যাপ্লাই করো।

যা যা লাগবে

  • ১টি কলা
  • ১ টেবিল চামচ মধু

ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে মাস্ক বানিয়ে নাও। এবার ফেস ও গলায় অ্যাপ্লাই করে ১০-১৫ মিনিট অপেক্ষা করো। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলো।

শীতে ড্রাই ও ঠান্ডা বাতাসের কারণে স্কিনের বিভিন্ন সমস্যা হওয়াটা খুব কমন। কিন্তু এসব সমস্যার সমাধানও খুব একটা কঠিন না। এই সিম্পল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো শীতে তোমার স্কিন রাখবে প্রবলেম ফ্রি, হেলদি আর সুন্দর!


রিলেটেড পোস্ট