লিপ এসপিএফ কেন ব্যবহার করবো?

লিপ এসপিএফ কেন ব্যবহার করবো?

ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি তা আমরা সবাই জানি। বেশিরভাগ সময়ই আমরা শুধু ফেস আর বডিতে সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু ঠোঁটের কথা একদম ভুলে যাই। মুখের পাশাপাশি রেগুলার ঠোঁটেও সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি। ঠোঁটের জন্য সানস্ক্রিন প্রায়শই এসপিএফ সহ লিপবাম আকারে আসে। 
ঠোঁটের জন্য সানস্ক্রিন ব্যবহারের কেন গুরুত্বপূর্ণ, চলো জেনে নেই।
 

স্কিন ক্যান্সার থেকে রক্ষা করে

স্কিনের ক্যান্সার সম্পর্কে আমরা সবাই জানি। এই ক্যান্সারের জন্য ঠোঁটের অংশটি বেশ সেনসিটিভ।
তাই যদি এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করা হয়, তাহলে ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বজায় থাকে।

সানবার্ন থেকে সুরক্ষা দেয়

ঠোঁটের চামড়া বেশ পাতলা ও সেনসিটিভ হওয়ায় UV রশ্মির কারণে সানবার্নের পরিমাণও বেশি হয়। তাই সানবার্ন এড়াতে অবশ্যই এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করো। 

তোমার ঠোঁট হাইড্রেটেড রাখে

বাতাসের আদ্রর্তা ও সূর্যের তাপ তোমার ঠোঁটকে শুষ্ক করে তোলে। তাই এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করলে তোমার ঠোঁট থাকবে হাইড্রেটেড ও উজ্জ্বল।

why-should-we-use-lip-spf-02
 

এসপিএফ ব্যবহারের বাড়তি সুবিধা

ঠোঁটের জন্য সানস্ক্রিন ব্যবহার করার বাড়তি সুবিধা হলো এটি  ঠোঁটের লালভাব, ঠোঁট ফেটে যাওয়া ও অন্যান্য সমস্যাগুলি ঠিক করতে সাহায্য করে। সূর্যের ক্ষতি থেকে রক্ষার পাশাপাশি এটি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে।

অন্যান্য লিপ প্রোডাক্টের সাথে এসপিএফ মাস্ট

তোমরা অনেকেই মনে করো, লিপ-গ্লস ব্যবহার করলেই UV রশ্মি থেকে রক্ষা পাবে। কিন্তু তা সম্পূর্ণ ভুল। দেখতে সুন্দর লাগলেও এটা কোনো কাজের নয়। তাই অন্তত লিপ-গ্লস দেয়ার আগে ঠোঁটে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করতে হবে।

আর দেরি না করে আজ থেকেই নিয়মিত ব্যবহার শুরু করো এসপিএফ যুক্ত লিপবাম।


রিলেটেড পোস্ট