এখনকার বিউটি ট্রেন্ডে অ্যাক্টিভেটেড চারকোল কেন এতো পপুলার?

এখনকার বিউটি ট্রেন্ডে অ্যাক্টিভেটেড চারকোল কেন এতো পপুলার?

অ্যাক্টিভেটেড চারকোল! নামটার সাথে প্রায় সবাই পরিচিত। কারণ, এটি এখনকার বিউটি ওয়ার্ল্ডে পপুলার একটি ইনগ্রিডিয়েন্ট। অনেক বিউটি প্রোডাক্টে এটি মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু  অনেকেই হয়তো জানে না এটা স্কিনের জন্য কী বেনিফিট দেয়। তাই আজকে আমি তোমাদের জানাবো এই অ্যাক্টিভেটেড চারকোল কেন এতো পপুলার, আর এটি স্কিনের জন্য আসলেই কতটা উপকারী!

 

স্কিন পিউরিফাই করে

 

অ্যাক্টিভেটেড চারকোলের সবচেয়ে বড় গুণ হলো, এটি স্কিনের ভেতর থেকে ডার্ট ও ময়লা বের করে আনে। আর বন্ধ হয়ে থাকা স্কিন পোরস ওপেন করে দেয়।

 

অ্যাকনে সলিউশন দেয়

 

এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা স্কিন থেকে ব্যাকটেরিয়া রিমুভ করে এবং ক্লিয়ার ও অ্যাকনে ফ্রি রাখতে সাহায্য করে।

 

ডিপ ক্লিন করে

 

অ্যাক্টিভেটেড চারকোলের আরেকটি ভালো দিক হলো এটি আস্তে আস্তে (Gently) স্কিন ডিপ ক্লিন করে এবং স্কিনের ময়েশ্চার নষ্ট করে ফেলে না। তাই ড্রাই স্কিনের ডিপ ক্লিনজিং-এর জন্যেও এটি বেশ ভালো একটি সলিউশন।

 

স্কিন এক্সফোলিয়েট করে

 

এই ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট-এর আরেকটি বেনিফিট হলো এক্সফোলিয়েশন। এর দানাদার টেক্সচার স্কিনের ডেড সেল দূর করতেও ভালো কাজ করে।

 

অ্যাক্টভেটেড চারকোলের অসংখ্য বেনিফিটের কথা তো জানলে। এখন প্রশ্ন হলো “এটি কীভাবে ব্যবহার করতে হয়?” চলো তাহলে জেনে নেই!

 

DIY অ্যাক্টিভেটেড চারকোল মাস্ক

 

magic-ingredients-charcoal-002
 

অনেক বিউটি শপেই অ্যাক্টিভেটেড চারকোল পাউডার পাওয়া যায়। যা দিয়ে তুমি এই হোমমেড মাস্কটি বানিয়ে নিতে পারো।

 

যা যা লাগবেঃ

  • ১-২ টেবিল চামচ অ্যাক্টিভেটেড চারকোল পাউডার
  • ১টি ডিমের সাদা অংশ
  • ১/৪ চা চামচ লেবুর রস

 

ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে স্মুদ পেস্ট বানিয়ে নাও। এবার ফেস-এ অ্যাপ্লাই করে ১০ মিনিট অপেক্ষা করো। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলো।

 

এছাড়াও প্রতিদিনের ক্লিনজিং-এ অ্যাক্টিভেটেড চারকোল যুক্ত Pond’s Pure White Facial Foam-টি ব্যবহার করতে পারো। এটি স্কিনে জমে থাকা ডার্ট ও ইমপিউরিট রিমুভ করে একটা রেডিয়েন্ট গ্লো এনে দেয়।


রিলেটেড পোস্ট