দাঁতের যত্নে ফ্লসিং কেন মাস্ট!

দাঁতের যত্নে ফ্লসিং কেন মাস্ট!

ঝরানো হাসি কে না ভালোবাসে? আর এমন ভুবন ভোলানো হাসি পাওয়া যায় তখনই, যখন দাঁতও হয় সুন্দর। সুন্দর দাঁত পাওয়ার জন্য ফ্লসিং খুবই জরুরি। এটি কোনো অপশনাল কাজ না, বরং একটা মাস্ট! কারণ, প্রতিটি দাঁত আলাদা করে পরিষ্কার হয় একমাত্র ফ্লসিং-এই।
আজকের আর্টিকেলে তোমাদের জানাবো দাঁতের সুস্থতায় কেন ফ্লসিং খুবই জরুরি।
 
গাম ডিজিজ প্রতিরোধ করে

দাঁতের প্ল্যাক শুধু যে দাঁতকে স্টেইন করে তা না, এটি দাঁতের গাম ডিজিজও তৈরি করে। এতে দাঁতের ক্ষয় থেকে দাঁত পড়েও যেতে পারে। এটি থেকে বাঁচাতে পারে ফ্লসিং।

হার্ট ডিজিজ প্রতিরোধ করে

দাঁত ফ্লস না করলে দাঁতের গাম থেকে রক্তক্ষরণ হতে পারে, যা জিঞ্জিভাইটিসের লক্ষণ। কিন্তু, এটি প্রতিরোধ করা যায় নিয়মিত ফ্লসিং-এর মাধ্যমে। আর তা না হলে, দাঁতের প্ল্যাক ও ব্যাকটেরিয়া ব্লাডস্ট্রিমে প্রবেশ করে কোষে প্ল্যাক বিল্ডআপ করে, যা থেকে হার্টের অসুখ হতে পারে।
 

Why-flossing-is-a-must-for-oral-care-02
 


ব্যাড ব্রিদ কমায়

দাঁতে প্ল্যাকের বিল্ডআপ ও ব্যাকটেরিয়া থেকে মুখে বাজে গন্ধ হয়। নিয়মিত ফ্লসিং মুখের ভেতরে ফ্রেশ রাখে, তাই বাজে গন্ধ হয় না।

দাঁত ক্ষয় প্রতিরোধ করে

দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার থেকে দাঁতে ক্যাভিটি হতে পারে। যার কারণে দাঁত ক্ষয় হয়। ফ্লসিং দাঁতে আটকে থাকা খাবার সরিয়ে এটি প্রতিরোধ করে।

 

Why-flossing-is-a-must-for-oral-care-03
 


 
দাঁত উজ্জ্বল করে

ফ্লসিং-এ দাঁতের প্ল্যাক ও খাবার সরে যায়। যার কারণে দাঁত দেখায় উজ্জ্বল ও সুন্দর!


রিলেটেড পোস্ট