এই বছরের ট্রেন্ডিং নেইল আর্ট কোনগুলো?

এই বছরের ট্রেন্ডিং নেইল আর্ট কোনগুলো?

নানা রকম ইউনিক কালারে আর স্টাইলে নখ রাঙাতে ভালোবাসো? তাহলে আজকের এই আর্টিকেলটা তোমার জন্যই! সময়ের সাথে সাথে নেইল আর্টের স্টাইলও পালটায়, বিভিন্ন রং ট্রেন্ডিং থাকে। আজকে আমি তোমাদের জানাবো এখনকার কিছু ট্রেন্ডি নেই আর্টের খোঁজ!

মিনিমালিস্ট ফ্লাওয়ার

ট্রান্সপারেন্ট রং প্রথমে নখে দাও। তারপর নখের এক কোণে একটা করে ছোট্ট ফুল আঁকো! ব্যস, রেডি!

মডার্ণ ফ্রেঞ্চ ম্যানি

এই নেইল লুকটা আমার খুবই পছন্দের! ক্লাসিক ম্যানিকিউর লুক এটা, কিন্তু করা যায় একদম সহজেই! হালকা গোলাপী বা ট্রান্সপারেন্ট নেইল পলিশ দাও প্রথমে। তারপর নখের দুই সাইড থেকে দুইটি সাদা স্ট্রাইপ যোগ করো। হয়ে গেছে!

which-are-the-trending-nail-arts-of-this-year-02
 

ওয়েভি সামার নেইল

ট্রান্সপারেন্ট রং প্রথমে নখে অ্যাপ্লাই করো। তারপর পাঁচ নখের জন্য সিলেক্ট করো ৫টা ব্রাইট রঙের নেইল পলিশ। নখের সাইড থেকে একটা ঢেউ এঁকে ফেলো। 

অল অ্যাবাউট গ্রিন

এটা সবচেয়ে সহজ একটা নেইল আর্ট! আর প্লাস পয়েন্ট হচ্ছে, এটা এখন ট্রেন্ডিং। ৫ নখেই গ্রিন নেইল পলিশ দিতে পারো। আবার সাইড থেকেও উঁকি দিতে পারে সবুজ রং।

হট পিংক নেইল

হট পিংক এই বছরের ট্রেন্ডিং রং! পাঁচ নখ সাজিয়ে ফেলো জ্বলজ্বলে পিংক রঙে, আর পেয়ে যাও তোমার ট্রেন্ডি লুক।

মিনিমালিস্ট ফ্রেঞ্চ নেইল

এই লুকটা দেখতে খুবই গর্জিয়াস! কড়া লাল রঙ প্রথমে নখে অ্যাপ্লাই করো। তারপর নখের একদম আগায় খুবই চিকন করে হোয়াইট স্ট্রাইপ অ্যাড করো। ডান!


রিলেটেড পোস্ট