চুলে কালার করার আগে কী করা উচিত আর কী অ্যাভয়েড করা উচিত, জেনে নাও এখনই!

চুলে কালার করার আগে কী করা উচিত আর কী অ্যাভয়েড করা উচিত, জেনে নাও এখনই!

আমাদের লুকের অনেকটাই ডিপেন্ড করে চুলের উপর। চুলের কোনো পরিবর্তন যেমন; কাট বা কালার সম্পূর্ণ লুক পাল্টে দিতে পারে। কিন্তু অনেক সময় কালার করার পর দেখা যায় সেটা মনের মতো বা পারফেক্ট হচ্ছে না। স্পেশালিস্টদের মতে কালার করার আগে কয়েকদিন কিছু ইম্পর্ট্যান্ট টিপস মেনে চলা উচিত, আর সাথে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। তো! এই ইম্পর্ট্যান্ট বিষয়গুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো।  

ভালো কন্ডিশনার ও হেয়ার সিরামে ইনভেস্ট করো 

Article.Do's-and-don't-before-coloring-hair-002-1

 
হেয়ার কালারে থাকা কেমিক্যাল অনেক সময় চুল ড্যামেজ করে ফেলে। তবে ভালো হেয়ার কালার সিলেক্ট করে এই ড্যামেজ অনেকটা কমানো যায়। কিন্তু তোমার চুল যদি অলরেডি ড্যামেজড হয়, তাহলে নতুন কালার করার আগে তা রিপেয়ার করে নাও। নিয়মিত কন্ডিশনার ও সিরাম অ্যাপ্লাই করো। এতে চুলের ময়েশ্চার ব্যালেন্স ঠিক থাকবে এবং চুল হেলদি হবে। 

 

ট্রিমিং বা ফ্রেশ হেয়ার কাট 

Article.Do's-and-don't-before-coloring-hair-003-1

 
স্প্লিট এন্ডস থাকা অবস্থায় কালার করা, কখনই ভালো আইডিয়া না! তাই কালার করার আগে মাস্ট চুল ট্রিম করে নাও বা একটা নতুন হেয়ার কাট দাও। এতে ড্রাই-ড্যামেজড পার্ট ট্রিম হবে, আর একটা হেলদি ও ফ্রেশ লুকও আসবে। 


হিট স্টাইলিং অ্যাভয়েড করো 
ফ্রিকোয়েন্ট হিট স্টাইলিং হেয়ার ড্যামেজের বড় কারণ। তাই কালার করার আগে কয়েকদিন হিট স্টাইলিং অ্যাভয়েড করতে ট্রাই করো। এতে তোমার চুলের একটা হেলদি ব্রেকও হবে। আর এসময় তুমি অনেক হিট-ফ্রি স্টাইল এক্সপেরিমেন্ট করতে পারো। 

চুলে কালার করা আমাদের সবার জন্যেই বেশ এক্সাইটিং একটা ব্যপার। কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে কালারটা মনের মতো হয় না। তাই কালার করার আগে এই সিম্পল বিষয়গুলো মেনে চলো, আর পাও পারফেক্ট হেয়ার কালার! 


রিলেটেড পোস্ট