চুল কালার করতে চাচ্ছ? জেনে নাও তার আগের ৩টি প্রিপারেশন।

চুল কালার করতে চাচ্ছ? জেনে নাও তার আগের ৩টি প্রিপারেশন।

চুল আমাদের ফেস-এর একটা ফ্রেম-এর মতো কাজ করে। আর চুলে একটা পারফেক্ট কালার সম্পূর্ণ লুকটাকে আরও সুন্দর এবং প্রেজেন্টেবল করে দেয়। কিন্তু চুলের কালার যদি মনের মতো না হয়? সময়, টাকা আর মুড সবই নষ্ট! তাই আজকে আমি তোমাদের সাথে সিম্পল ৩টি প্রিপারেশন শেয়ার করবো, যেগুলো হেয়ার কালার পারফেক্ট করতে অনেক হেল্প করবে।

 

শ্যাম্পু করতে হবে কমপক্ষে ২৪ ঘন্টা আগে

 

অনেকে কালার করার ঠিক আগে চুলে শ্যাম্পু করে। যেটা অনেক বড় একটা ভুল। বেস্ট রুলস হলো কালার করার ২৪-৪৮ ঘন্টা আগে শ্যাম্পু করা।

 

কালারিস্টকে রেফারেন্স ছবি দেখাও

 

Article.Preparation-before-coloring-hair-002-1
 

 

অনেক সময় কালার করার পর দেখা যায় এক্সপেক্টেড কালারের সাথে তা মিলছে না। তার একটা কারণ হতে পারে, তুমি যে কালারটা চাইছো সেটা কালারিস্ট কে ঠিকভাবে বোঝাতে না পারা। এরকম ঝামেলা এড়াতে আমার এই সিম্পল টিপসটা ফলো করতে পারো। এখন থেকে একটা রেফারেন্স ছবি সিলেক্ট করো, আর কালার করার আগে কালারিস্টকে সেটা ভালোভাবে দেখিয়ে ও বুঝিয়ে দাও।

 

প্যাচ টেস্ট করে সিওর হয়ে নাও

 

কালারটা একদম পারফেক্ট হলো, কিন্তু সেটা তোমার লুক, স্কিন টোন বা পার্সোনালিটির সাথে বেমানানা লাগছে! এটাও কিন্তু আরেকটা বড় সমস্যা। তাই আমার সাজেশন হলো, সম্পূর্ণ চুলে কালার করার আগে ছোট একটা সেকশনে কালার করে সিওর হয়ে নাও।

 

Article.Preparation-before-coloring-hair-003-1
 

 

আশাকরি আজকের লিখাটি হেয়ার কালার নিয়ে তোমার অনেক কনফিউশন দূর করতে পেরেছে। এরকম আরও অনেক টিপস এবং সলিউশন পেতে বি বিউটিফুল বিডি-এর সাথে থাকো!


রিলেটেড পোস্ট