পূজায় আলাদা একটা লুক চাও? জেনে নাও ৪টি দারুণ আইডিয়া!

পূজায় আলাদা একটা লুক চাও? জেনে নাও ৪টি দারুণ আইডিয়া!

আর কিছুদিন পরেই তো পূজা। আর তোমরাও নিশ্চই পূজার লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত। কি পরবে, কেমন করে সাজবে এসব নিয়ে চলছে নানা রকম চিন্তা। এতো চিন্তা ভাবনা করার কিছু নেই, তোমার লাইফটাকে সিম্পল করতে আমি তো আছিই! তো, এবারের পূজায় একটা আলাদা রকমের লুক চাইলে এই আইডিয়াগুলো ফলো করতে পারো।

 

চোখ সাজাও কালারফুল উইং আইলাইনারে

আইলাইনার বলতে প্রথমে মাথায় কালো রঙের কথাই আসে। কিন্তু এবারের পূজায় নতুন কিছু ট্রাই করতে চাইলে কালারফুল কোনো আইলাইনার অ্যাপ্লাই করতে পারো। অথবা কালারফুল এবং ব্ল্যাক দুইটার কম্বিনেশনও ট্রাই করতে পারো! তার জন্য প্রথমে তোমার চোখের উপরের ল্যাশলাইনে ব্ল্যাক আইলাইনার দিয়ে উইং আঁকো। এরপর একটা কালারফুল আইলাইনার দিয়ে, ব্ল্যাক লাইনারের উপরে চিকন করে আরেকটা আউটলাইন আঁকো। ব্লু, গ্রিন বা তোমার পোশাকের সাথে মিলিয়ে পছন্দমতো কালার সিলেক্ট করতে পারো।

Article.Simple-puja-makeup-looks-002
 

পেস্টাল লিপস্টিকে থাকো ট্রেন্ডি

Article.Simple-puja-makeup-looks-003
 

চোখের মেকআপটা কালারফুল হলে লিপস্টিকটা একটু ন্যাচারাল টোনের রাখতে পারো। আজকাল অনেক রকমের পেস্টাল টোনের লিপস্টিক পাওয়া যায়। পেস্টাল ন্যুড, পিংক বা ব্রাউন টোনের লিপস্টিকগুলো যেকোনো ড্রেসের সাথে দারুণ মানিয়ে যাবে।

 

ফেস-এ আনো একটুখানি গ্লো!

ফেস-এ একটু গ্লোয়িং আর গ্লসি লুক আনতে প্রথমে একটা ব্লাশ অ্যাপ্লাই করে নাও। ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করলে এক্সট্রা গ্লো টাচ পাওয়া যায়। এবার হাইলাইটার দিয়ে ফেস-এর হাই পয়েন্টগুলো হাইলাইট করে নাও।

 

ট্র্যাডিশনাল টাচ আনতে ফ্লোরাল বান

Article.Simple-puja-makeup-looks-004
 

ট্র্যাডিশনাল পোশাকের সাথে একটা ফ্লোরাল বান তোমার লুকটাকে আরেকটু গর্জিয়াস করে দিবে। আর চুল বেঁধে রাখলে সারাদিন কম্ফোর্টেবলও লাগবে। সামনে থেকে টুইস্ট বা সাইড ব্রেইড করে পেছনে একটা খোঁপা করে নাও। আর পছন্দমতো ফুল যেমন গাঁজরা বা বেলি খোপায় পেঁচিয়ে নাও।

 

তো হয়ে গেলো কালারফুল পূজার লুক। আর সবশেষে আরেকটু ট্র্যাডিশনাল টাচ আনতে কপালে একটা ছোট্ট টিপ পরে নিতে পারো!


রিলেটেড পোস্ট