সুন্দর স্ট্রেট চুল চাই? বেছে নিন ২টি প্রাকৃতিক উপায়

সুন্দর স্ট্রেট চুল চাই? বেছে নিন ২টি প্রাকৃতিক উপায়

সুন্দর চুলের প্রতি আকর্ষণ মানুষের অনেক আগের থেকেই। তাই তো চুল নিয়ে রচিত হয়েছে কত শত কবিতা, গল্প ও উপন্যাস। অনেকে আবার চুলের প্রেমে পরেই বাঁধা পড়েছে সংসারের মায়ায়। এই আধুনিক যুগেও স্ট্রেট সিল্কি চুল নিয়ে আগ্রহের কমতি নেই। অনেক মেয়ে জন্মসূত্রেই স্ট্রেট চুলের অধিকারিণী। কিন্তু এমন ভাগ্যবতীদের সংখ্যা খুবই কম। তাই এখন আয়রন দিয়ে অনেকে হেয়ার ফ্যাশন করে থাকে। কিন্তু রেগুলার আয়রন করা চুলের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তাই বলে কি স্ট্রেট চুল পাওয়া সম্ভব নয়? প্রাকৃতিকভাবেই চুল স্ট্রেট করা সম্ভব। কীভাবে তা এখন জেনে নিই তাহলে!

প্রাকৃতিকভাবে চুল স্ট্রেট করার উপায়

প্রাকৃতিকভাবে চুল স্ট্রেট করার বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। কিছু প্রাকৃতিক হেয়ার প্যাক ব্যবহার করে সহজেই আপনার চুল করে তুলতে পারেন সফট, সিল্কি ও স্ট্রেট! এই হেয়ার প্যাকগুলো সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলোঃ

  • কলার হেয়ার প্যাক: স্ট্রেট চুল পেতে কলার এই প্রাকৃতিক হেয়ার প্যাকটি দারুণ কার্যকরী। এই প্যাকটি বানাতে লাগবে কলা, ডিম, মধু ও টক দই। একটা বা দুইটা বেশি পাকা কলা, একটা ডিমের সাদা অংশ, দুই চা চামচ মধু ও ২টেবিল চামচ টক দই মিশিয়ে হেয়ার প্যাকটি বানিয়ে নিন। তারপর এই প্যাকটি মাথায় চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। প্যাকটি মাথায় লাগিয়ে শাওয়ার ক্যাপ পড়ে থাকুন ৩০মিনিটের মতো। তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ভালো করে শ্যাম্পু করে নিন। দেখবেন চুল প্রাকৃতিকভাবেই ঝলমলে, উজ্জ্বল ও স্ট্রেট!

 

  • ডিম, মুলতানি মাটি ও চালের গুড়ার প্যাকঃ মুলতানি মাটি দিয়ে সবাই ফেইস প্যাক বানায়। কিন্তু এই মুলতানি মাটি দিয়ে যে হেয়ার প্যাকও বানানো যায়, তা কি জানেন? অতিরিক্ত অয়েলি চুলের জন্য এই মাস্ক দারুণ কার্যকরী। এই হেয়ার প্যাকটি বানাতে আপনার চাই ১টি ডিম, ১কাপ মুলতানি মাটি ও ২চা চামচ চালের গুড়া ও সামান্য পানি বা চায়ের লিকার। এই প্যাকটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে অপেক্ষা করুন ২০-৩০মিনিট। তারপর নরমাল নিয়মে চুল শ্যাম্পু করে ধুয়ে নিন! এভাবে সপ্তাহে ২-৩দিন এই মুলতানি মাটির প্যাক ব্যবহার করলে কোকড়া চুলও কিছুদিনের মধ্যে স্ট্রেট হয়ে যাবে।

 

নজরকাড়া স্ট্রেট লম্বা চুলের জন্য আর মন খারাপ করে থাকা নয়। উপরের এই হেয়ার প্যাক ব্যবহারে চুল হবে চোখ স্ট্রেট ও শাইনি! তাছাড়া ব্যস্ত জীবনে আপনি যদি হেয়ার প্যাক ব্যবহার করার সময় করে উঠতে না পারেন, তাহলে কুইক সলিউশনে চুলের যত্নে শুধু নারকেল তেল ও সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু ব্যবহার করতে পারেন। জীবন হবে ঝামেলাহীন আর চুল হবে স্ট্রেট! আর হ্যাঁ, উপরের প্যাকগুলো ব্যবহার করে থাকলে, কোন হেয়ার প্যাকটি বেশি ভালো লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না কিন্ত! আজ তবে এ পর্যন্তই। আবার চুলের যত্ন নিয়ে কথা হবে অন্য কোনো লেখাতে


রিলেটেড পোস্ট