সামার রিফ্রেশ গোসল হবে প্রতিদিন বডি ওয়াশ দিয়ে

সামার রিফ্রেশ গোসল হবে প্রতিদিন বডি ওয়াশ দিয়ে

প্রতিদিন নানান কাজের ব্যস্ততায় আমাদের ছোটাছুটি করতেই হয়। এই গরমে মাথার উপর সূর্যের প্রবল তাপে সবাই যেন দিশেহারা। ঘর থেকে বের হলেই দরদর করে ঘাম ঝরতে থাকে। তাছাড়া অতিরিক্ত ঘামার ফলে সহজেই শরীরে ধুলা-ময়লা আটকে যায়। আবার এই গরমে সহজেই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। রোমকূপ বন্ধ হয়ে সেখান থেকে হতে পারে বিভিন্ন চর্ম রোগ। এই গরমের সময় ফ্রেশ থাকতে হলে প্রতিদিন গোসল করা চাই-ই চাই। অনেক আগে থেকেই ফ্রেশ গোসলের জন্য সাবান ব্যবহার হয়ে এসেছে। কিন্তু দিন বদলের সাথে সাথে মানুষের প্রসাধন সামগ্রী ব্যবহার করাও বদলেছে। অনেকেই এখন বডি ওয়াশ ব্যবহার করছে। আবার অনেকের কাছেই হয়তো বডি ওয়াশ জিনিসটি এখনও নতুন। তাহলে চলুন কথা বলা যাক বডি ওয়াশ নিয়ে!

সামার রিফ্রেশ গোসলে প্রতিদিনের সঙ্গী হোক বডি ওয়াশ

অনেকেই হয়তো বলতে পারেন, বডি ওয়াশ সম্পূর্ণ নতুন একটি ধারণা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? বডি ওয়াশ অনেক আগে তৈরি হলেও তা মানুষের কাছে পরিচিতি পেয়েছে বেশ কিছু দিন আগে। আর আমাদের দেশে এখনো সম্পূর্ণ রূপে এই প্রসাধনীটির পরিচিতি হয়ে ওঠে নি। বডি ওয়াশ হলো গোসলের সময় সাবানের যে লিকুইড ফর্মটি ত্বকের যত্নে বা ত্বকের পরিচ্ছন্নতায় ব্যবহার করা হয়, সেই প্রোডাক্ট।

বডি ওয়াশ কীভাবে ব্যবহার করতে হয়?

অনেকেই হয়তো জানেন না বডি ওয়াশ কীভাবে ব্যবহার করতে হয়, তাই না? সাবানের চেয়ে বডি ওয়াশ ব্যবহার করা আরও সহজ। গোসলের সময় একটি লুফাতে কিছুটা বডি ওয়াশ নিয়ে নিন। তারপর আলতো হাতে লুফা ঘষলেই দেখবেন দুই হাত ফেনায় ভরে যাবে। এখন এই লুফা দিয়ে সারা শরীর আলতো করে ঘষে নিন। বডি ওয়াশের মোহনীয় সুঘ্রাণে আপনার গোসল শেষ করতেই মন চাইবে না। তাই বলে বেশি সময় নিয়ে তো আর গোসল করা যাবে না। তাই বডি ওয়াশের ফেনা ধুয়ে নিলেও দেখবেন কী দারুণ সুগন্ধ!

 

গোসলতো বার বার করতে ইচ্ছা করবেই। ঘামের গন্ধ দূর করে গোসলের পর দীর্ঘক্ষণ ধরে থাকবে বডি ওয়াশের ফুলেল গন্ধ ও সাথে ত্বকও হয়ে উঠবে নরম ও কোমল। এখন থেকে প্রতিদিন ফ্রেশ থাকুন বডি ওয়াশের সুবাসে!


রিলেটেড পোস্ট