রুক্ষ চুল নরম ও কোমল হোক প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার ব্যবহার করে

রুক্ষ চুল নরম ও কোমল হোক প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার ব্যবহার করে

ঘর থেকে এক পা বাহির হলেই রোদ, ধূলা-বালিতে চুল এমনিতেই নষ্ট হয়ে যায়। তার উপর নানান ব্যস্ততায় আলাদা করে চুলের যত্ন নেয়া হয়ে ওঠে না অনেকেরই। ফলে চুল হয়ে পরে রুক্ষ ও নিষ্প্রাণ। চুলের যত্নে তেল, শ্যাম্পুর সাথে কন্ডিশনারও একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুস্থ ও সুন্দর চুলের কথা চিন্তা করতে গেলে হেয়ার কন্ডিশনারের কথা বাদ দেয়া যাবে না। তাই প্রাকৃতিক উপায়ে কীভাবে রুক্ষ চুলের যত্ন নিয়ে তা নরম, কোমল ও মসৃণ করা যায়, চলুন তা জেনে নিই!

রুক্ষ চুলের যত্নে প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার যেভাবে বানাবেন

চুলের যত্নে প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার বানাতে খুব বেশি চিন্তা করতে হবে না। সবার ঘরেই রয়েছে  হেয়ার কন্ডিশনার বানানোর উপাদানসমূহ। চলুন তবে দেখি প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার তৈরিতে কী কী উপাদান প্রয়োজন!

প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার তৈরির উপাদান

রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনতে ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ঠ। নিচে তা দেয়া হলো-

১) ডিম

২) টক দই ও

৩) মধু

প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার বানানোর স্টেপ-সমূহ ও ব্যবহার

স্টেপ-১: প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ৫/৬চা চামচ টক দই ও ২চা চামচ মধু খুব ভালো ভাবে মিশিয়ে নিন।

স্টেপ-২: ডিম ও টক দই-এর এই প্রাকৃতিক হেয়ার কন্ডিশনারটি সম্পূর্ণ চুলে ভালোভাবে লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন প্রায় ৩০মিনিট।

স্টেপ-৩: সবশেষে চুল শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন!

 

ব্যস! রুক্ষ চুল নিয়ে মন খারাপের দিন শেষ! প্রাকৃতিক এই হেয়ার কন্ডিশনারটি ব্যবহারে চুল হবে ঝলমলে, সিল্কি ও কোমল প্রথম বার ব্যবহারেই! এই প্রাকৃতিক হেয়ার কন্ডিশনারটি সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। তবে ব্যস্ততার কাছে আমাদের অনেক সময়ই হার মানতে হয়। যদি ঘরোয়া উপাদান দিয়ে এই প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে আপনার কষ্ট হয়ে যায়, তাহলে বাজারে এখন যে সকল কন্ডিশনার রয়েছে, আপনি তা ব্যবহার করতে পারেন। ডাভ কন্ডিশনার বাজারে পাওয়া যায় এমন ভালো কন্ডিশনার-গুলোর মধ্যে একটি। চাইলে এটিই থাকতে পারে আপনার চুলের যত্নের তালিকায়। আর হ্যাঁ, সুস্থ চুলের যত্নে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি ও ফলমূল খান


রিলেটেড পোস্ট