নিজেই রিক্রিয়েট করো সফট গ্ল্যাম লুক!

নিজেই রিক্রিয়েট করো সফট গ্ল্যাম লুক!

গরমের দিনে কোনো অনুষ্ঠানে যেতে হলে কীভাবে মেকআপ করবো এটা বেশ চিন্তার বিষয় হয়ে উঠে। কেননা খুব হেভি মেকআপ করলেও তা ঠিক থাকে না আবার একদম মেকআপ ছাড়াও ভালো লাগে না। সলিউশন হিসেবে ট্রাই করতে পারো সফট গ্ল্যাম লুক যা এখন বেশ ট্রেন্ডি। বেশিরভাগ সময় আমরা টিভির পর্দায় নায়িকাদের এমন লুকে দেখি। এখন ভাবছো নিজে কীভাবে সফট গ্ল্যাম লুক ট্রাই করবে? সেটাই জানবো আজ।
 
১। স্কিনকে হাইড্রেটেড করা

মেকআপ শুরুর আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বককে রেডি করে নেয়া খুবই জরুরি। এতে ত্বক যেমন হাইড্রেটেড থাকে তেমনি মেকাআপও ভালো সেট হয়।

২। সঠিক শেইডের ফাউন্ডেশন

সফট গ্ল্যাম লুককে পারফেক্ট করার প্রথম ধাপই হলো ফাউন্ডেশনের সঠিক শেইড সিলেক্ট করা। স্কিন টোনের চেয়ে হালকা বা ডিপ হলে পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে। ডিউই লুক আনতে ফাউন্ডেশনের সাথে ক্রিমি ইলুমিনেটর মিক্স করে ইউজ করতে পারো। এর ফলে ফেইসে একটা গ্লো আসবে।

৩। কন্টুর নাকি ব্লাশ!

সফট গ্ল্যাম লুকে খুব শার্প কন্টুর ভালো লাগে না। এজন্য ব্লাশ ব্যবহার করেই ডিফাইন করতে পারলে ভালো হয়। দেখতেও ভালো লাগবে। কন্টুর ব্যবহার করতে হলে ক্রিম কন্টুর ব্যবহার করা উচিত। এতে ব্লেন্ড ভালো হয় আর ফেস খুব একটা শার্পও লাগে না। 

 

recreate-a-soft-glam-look-yourself-02
 

 

৪। নানা রকম আইশ্যাডো

ব্রাউন আইলাইনার ব্যবহার করে স্মাজ করে দিতে হবে। চাইলে পপ অ্যান্ড ব্রাইট কালারও ব্যবহার করতে পারো। তবে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটু গ্লিটারি শ্যাডো ব্যবহার করলে গ্ল্যাম ভাব আরো ভালো মতো ফুটে উঠে। চোখে মাসকারা দিতে ভুলো না যেন!

 ৫। লিপস্টিক

ঠোঁটের জন্য পাউডার বা ভেলভেটি ফিনিশের উজ্জ্বল কোনো রঙ ব্যবহার করতে পারো। অথবা তোমার পছন্দের কোনো নুড শেইডও ব্যবহার করতে পারো।

ব্যস! তোমার সফট গ্ল্যাম লুক রেডি।


রিলেটেড পোস্ট