প্রকৃতির ছোঁয়ায় কীভাবে পাবেন নজর কাড়া রঙিন চুল?

প্রকৃতির ছোঁয়ায় কীভাবে পাবেন নজর কাড়া রঙিন চুল?

সবাই চায় নিজেকে নিত্য নতুন রূপে সাজাতে। এ কারণেই এত মেকআপ লুক আর ট্রেন্ডি হেয়ার কাট নিয়ে মাতামাতি করে থাকে তরুণীরা। কেউ বা আবার নিজেকে আকর্ষণীয় করে তুলতে হেয়ার কালার করে থাকে। তবে হেয়ার কালার করে বেশির ভাগ মানুষই নিরাশ হয় যায়। কেননা, কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে হেয়ার কালার করার ফলে চুল অনেক বেশি রাফ হয়ে যায়। কেমন হয়, যদি প্রাকৃতিক উপায়েই পাওয়া যায় নজর কাড়া রঙিন চুল! চলুন তবে দেখে নেই প্রকৃতির ছোঁয়ায় কীভাবে চুল রঙিন করা যায়!

যেভাবে প্রাকৃতিক উপায়ে নজর কাড়া রঙিন চুল পাওয়া সম্ভব

প্রাকৃতিক উপায়ে রঙিন চুল!”-ঠিক এভাবেই অবাক হচ্ছেন অনেকে তাই না? অবাক করার মতোই ব্যাপার। কারণ, কালো চুলে অনেকেই মেহেদী লাগায় কিন্তু তা দেখতে কেমিক্যাল হেয়ার কালারের মতো হয় না। তাহলে চলুন এবার দেখে নেই কী কী উপাদানে চুল রাফ না হয়েও রঙিন হবে প্রাকৃতিক উপাদানে!

প্রাকৃতিক উপায়ে রঙিন চুল পেতে যে সকল উপাদান প্রয়োজন

প্রাকৃতিক উপায়ে চুল কালার করতে ঋষি মহারথীর কাছ থেকে দুষ্প্রাপ্য কোনো জরিবুটি সংগ্রহ করতে হবে না। হাতের কাছেই মাত্র ৩টি উপাদান দিয়েই আপনি পেতে পারেন সুন্দর ঝলমলে ও আকর্ষণীয় রঙিন চুল। ৩টি উপাদান হলো-

  • মেহেদী
  • বীট রুট ও
  • কফি

চুল প্রাকৃতিক উপায়ে কালার করতে সবার আগে মেহেদী, বীট রুট ও কফি দিয়ে একটি প্যাক বানাতে হবে। এই হেয়ার প্যাক বানাতে আপনি মেহেদী পাউডার বা মেহেদী বাটা ব্যবহার করতে পারেন।

চুল রঙ করার উপায়

স্টেপ-১: চুল প্রাকৃতিক উপায়ে কালার করতে সবার আগে মেহেদী বাটা বা পাউডার নিন। এরপর এতে হাফ কাপ বীট রুটের রস ও ১চা চামচ কফি এক সাথে মিশিয়ে নিন।

স্টেপ-২: এই হেয়ার প্যাকটি সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন ও একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন

স্টেপ-৩: সবশেষে চুল ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন।

 

ব্যস! রোদে গেলেই দেখবেন কী সুন্দর একটা ন্যাচারাল কালার আপনার চুলে খেলা করছে! কী সহজেই মাত্র ৩টি উপাদানে পাওয়া যায় রঙিন চুল! প্রকৃতির ছোঁয়ায় চুল খুলে নজর কাড়ুন আপনিও


রিলেটেড পোস্ট