যেসব ভুলের কারণে তোমার চুল হয়ে যাচ্ছে আরও ফ্ল্যাট!

যেসব ভুলের কারণে তোমার চুল হয়ে যাচ্ছে আরও ফ্ল্যাট!

চুলে সুন্দর ভলিউম ও বাউন্স আমরা সবাই চাই। কিন্তু প্রতিদিন হেয়ার কেয়ারে কিছু ভুলের কারণে চুল পাতলা ও ফ্ল্যাট হয়ে যায়। আর চুলে কোনো ভলিউম না থাকায়, দেখতে লাইফলেস লাগে। এছাড়া তেমন কোনো হেয়ারস্টাইলও করা যায় না। চলো দেখে নেই, হেয়ার কেয়ারে এই কমন ভুলগুলো তুমিও করছো কি না!

 

ভুল হেয়ার কেয়ার প্রোডাক্ট

হেয়ার কেয়ারের সবচেয়ে বড় ভুল হলো, “ভুল হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা”! আমাদের মধ্যে এমন অনেকেই আছে, যারা প্রোডাক্ট সম্পর্কে কিছু না জেনেই তা অ্যাপ্লাই করা শুরু করে! আর বেশিরভাগ সময়ই প্রোডাক্টটি তার জন্য স্যুটেবল হয় না। কোনো প্রোডাক্ট সিলেক্ট করার আগে এর সম্পর্কে জেনে নেয়াটা খুব ইম্পর্ট্যান্ট।

হেয়ার কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে চুলের টাইপ, টেক্সচার ও প্রয়োজন বুঝে। পাতলা চুলের জন্য শ্যাম্পু, কন্ডিশনার বা অন্যান্য প্রোডাক্ট কেনার আগে দেখে নাও তা মাইল্ড ও চুলে ভলিউম দেয় কি না। আর অতিরিক্ত হার্স (harsh) প্রোডাক্ট অ্যাভয়েড করতে চেষ্টা করো। কারণ এগুলো চুলের ন্যাচারাল অয়েল নষ্ট করে চুল ড্রাই ও ফ্ল্যাট করে ফেলে।

 

mistakes-that-lead-to-dull-and-flat-hair-02

 

ভুল নিয়মে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা

তুমি তোমার চুলের জন্য একদম পারফেক্ট শ্যাম্পু ও কন্ডিশনারটি খুঁজে পেয়েছো, কিন্তু তা সঠিক নিয়মে ব্যবহার করলে না! এই ভুল নিয়মে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার কারণেও চুল ফ্ল্যাট হয়ে যায়।

প্রথমত, শ্যাম্পু ও কন্ডিশনার অবশ্যই তোমার চুলের পরিমাণমতো হতে হবে। আর কন্ডিশনার অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম হলো, চুলের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করা। স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে স্ক্যাল্প অয়েলি হয়ে যায়, এবং চুল ফ্ল্যাট দেখায়।

সবশেষে, শ্যাম্পু ও কন্ডিশনার চুলে রয়ে গেলেও চুল অয়েলি আর ফ্ল্যাট দেখায়। তাই শ্যাম্পু ও কন্ডিশনার অ্যাপ্লাইয়ের পর চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে।

 

mistakes-that-lead-to-dull-and-flat-hair-03

 

অতিরিক্ত হিট স্টাইলিং

প্রতিদিন স্ট্রেইটনার, ড্রায়ার, কার্লার এসব হিট স্টাইলিং টুলস ছাড়া আমরা ভাবতেই পারি না! কিন্তু হিট স্টাইলিং টুলস অতিরিক্ত ব্যবহার করার কারণে চুলে ড্যামেজ হয়, ভেঙে যায় এবং পাতলা হয়ে যায়।

 

চুল অতিরিক্ত লম্বা রাখা

চুল যত লম্বা হয়, গ্র্যাভিটি তা তত নিচের দিকে টানে! এতে চুলের ভলিউম কমে যায়। এছাড়াও আগার দিকের চুল বেশি পাতলা ও ড্রাই থাকে। তাই স্প্লিট অ্যান্ডস অ্যাভয়েড করতে চাইলে অবশ্যই নিয়মিত ট্রিম করতে হবে।

 

প্রোপার হেয়ার কেয়ার না করা

প্রোপার কেয়ারের অভাবে চুল রাফ, ডাল ও ড্রাই হয়ে যায়। তাই চুলে ভলিউম ও বাউন্স আনতে সবার প্রথমে তা হেলদি রাখতে হবে। আর হেলদি চুলের জন্য একটা সঠিক হেয়ার কেয়ার রুটিন মেনে চলা উচিত। সপ্তাহে ১-২ দিন অয়েল ম্যাসাজ, হেয়ার মাস্ক তোমার চুল হেলদি রাখতে হেল্প করবে।

ঘরে বসেই একদম ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে, পাতলা ও ফ্ল্যাট চুলে ভলিউম আনতে এই আর্টিকেলটি ফলো করতে পারোঃ “পাতলা চুলে ভলিউম আসবে ৫টি ন্যাচারাল উপায়ে

সবশেষে, এসবের পাশাপাশি একটা হেলদি ডায়েটও অনেক ইম্পর্ট্যান্ট। ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের সাথে চুলের ডিরেক্ট রিলেশন আছে। অনেক সময় প্রয়োজনীয় ভিটামিন এবং নিউট্রিয়েন্ট-এর অভাবেও চুল পাতলা ও ফ্ল্যাট হতে পারে। তাই ডায়েটে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি আছে কি না খেয়াল রাখো। ভিটামিন বি চুল হেলদি ও সুন্দর রাখতে হেল্প করে। প্রচুর গ্রিন ভেজিটেবল, দই, ডিম তোমাকে ভিটামিন বি পেতে হেল্প করবে।


রিলেটেড পোস্ট