মেকআপ রিমুভের বেস্ট সলিউশন মাইসেলার ওয়াটার!

মেকআপ রিমুভের বেস্ট সলিউশন মাইসেলার ওয়াটার!

প্রতিদিন অনেক  সময় ও যত্ন নিয়ে আমরা মেকআপ করি। কিন্তু মেকআপ তুলতে অনেকেই খুব একটা সময় দেয় না। কিন্তু মেকআপ ঠিকমতো না তোলা অনেকটা স্কিনের সাথে ক্রাইম করা! কারণ মেকআপ ঠিকভাবে পরিষ্কার না করলে কিছুদিনের মধ্যেই স্কিনে পিম্পল, র‍্যাশ ও আরো অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে।

মার্কেটে অনেক টাইপের মেকআপ রিমুভার বা ক্লিনজার পাওয়া যায়। তেমনি একটি  মেকআপ ক্লিনজার হলো মাইসেলার ওয়াটার। যা রিসেন্ট বিউটি ওয়ার্ল্ডে অনেক জনপ্রিয়! কিন্তু যারা এখনও ঠিক জানোনা, মাইসেলার ওয়াটার কী, এটা ঠিক কী কাজ করে, তাদের জন্যই আমার এই লিখাটি।

 

Remove-Makeup-Micellar-Water-02

মাইসেলার ওয়াটার কী?
মাইসেলার হলো ওয়াটার বেইসড একটা ক্লিঞ্জার। যা মেকআপ তুলতে এবং স্কিনকে গভীরভাবে পরিষ্কার করতে অনেকটা গেইম-চেঞ্জার  হিসেবে কাজ করে। এটি স্কিন ড্রাই না করেই ম্যাট বা ওয়াটারপ্রুফ মেকআপও খুব সহজে রিমুভ করে,  পাশাপাশি স্কিন ময়েশ্চারাইজডও করে।  পানি, সামান্য গ্লিসারিন এবং আরো তৈলাক্ত কিছু উপাদান সঠিক পরিমানে মিশিয়ে এই মাইসেলার ওয়াটার তৈরি হয়।

মাইসেলার ওয়াটার কী, সেটা তো জানলে। এবার চলো জেনে নেই এর কিছু স্কিন বেনিফিট সম্পর্কে।


স্কিন হাইড্রেটেড করে
মাইসেলার ওয়াটারে গ্লিসারিন থাকে, যা স্কিন হাইড্রেটেড রাখতে চমৎকার কাজ করে। মেকআপ রেমুভের পর অনেক সময় স্কিনে ইরিটেশন হয়, মাইসেলার ওয়াটার স্কিনকে ইরিটেশন থেকে প্রোটেক্ট করে। এছাড়াও এটি খুব মাইল্ড হওয়ায় ড্রাই স্কিনের জন্য বেশ ভালো একটি সলিউশন।


ডার্ট ও অয়েল কমায়
মাইসেলার ওয়াটার ফেসিয়াল ক্লিনজার হিসেবেও চমৎকার কাজ করে। এটি মেকআপ রিমুভ করার পাশাপাশি স্কিনের ডার্ট ও অতিরিক্ত অয়েল কমায়। এটি স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত গিয়ে ভিতর থেকে স্কিনকে পরিষ্কার করে।


সব স্কিন টাইপের জন্য ভালো
ড্রাই অয়েলি বা নরমাল যে ধরনের স্কিনই হোক না কেন, মাইসেলার ওয়াটার মানিয়ে যাবে সহজেই।  এটি  স্কিনের ইনফ্ল্যামেশন ও ইরিটেশনও কমাতে সাহায্য করে।


মাইসেলার ওয়াটার কীভাবে ইউজ করতে হয়?
মাইসেলার ওয়াটার ইউজ করা খুবই ইজি। তবে এটি অবশ্যই পরিষ্কার কটন বল দিয়ে ইউজ করতে হবে। কোনো কাপড়ে দিয়ে স্কিন ক্লিন করা যাবে না। এতে স্কিনে জার্ম ও ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। প্রথমেই একটা কটন বল মাইসেলার  ওয়াটারে ভালো মতো ভিজিয়ে নাও। এরপর মুখের মেকআপের উপর হালকা করে মুছে নিলেই হবে। তবে ভারি আই মেকআপ তুলার নিয়ম একটু ভিন্ন। এর জন্য চোখের উপর কটন বল কয়েক সেকেন্ড ধরে রেখে হালকা করে মুছে নিলেই হবে।

মাইসেলার ওয়াটারের এতসব বেনিফিট শুনে এখন নিশ্চই ভাবছো, “এটি কোথায় পাওয়া যাবে!” মার্কেটে অনেক ধরনের মাইসেলার ওয়াটার আছে, এসবের মধ্যে একদম হাতের কাছের একটি হলো Dove Micellar Water, যা সব টাইপের স্কিনের জন্যই ভালো কাজ করে। অনেক সময় স্কিন টাইপ সেনসিটিভ হলে, মেকআপ রিমুভ করার সময় ইরিটেশন হয়। এই মাইসেলার ওয়াটারটি মাইল্ড হওয়ায় সেনসিটিভ স্কিনের জন্যও ভালো সলিউশন হতে পারে। এছাড়া এতে হাইড্রেটিং ও রিফ্রেশিং উপাদান আছে, যা স্কিনকে নারিশ করে।

দেখলেই তো মেকআপ হোক বা ডার্ট বা স্কিনের এক্সেস অয়েল!এসব কিছুর সলিউশন হিসেবে সলিউশন হিসেবে মাইসেলার ওয়াটার একদম বেস্ট!


রিলেটেড পোস্ট