মেকআপের সাথে ত্বকে চাই আর্দ্রতা? বিবি ক্রিমেই দূর হবে এই জটিলতা!

মেকআপের সাথে ত্বকে চাই আর্দ্রতা? বিবি ক্রিমেই দূর হবে এই জটিলতা!

সবাই নিজেকে একটু সুন্দর করে সাজাতে চায়। আর মেকআপের যাদুকরী ছোঁয়ায় নারী তার রূপের মুগ্ধতা ছড়ায়। লিপস্টিক, কাজল কালো চোখ ও কপালের টিপ ছাড়িয়ে সাজসজ্জা এখন এক অনন্য মাত্রায় চলে গিয়েছে। তবে যার স্কিন যত ভালো, তার স্কিনে মেকআপও তত ভালো করা যায়। স্কিন ময়েশ্চারাইড অর্থাৎ আর্দ্র থাকলেই ত্বক সজীব ও সতেজ দেখায়। এজন্যই ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহারের কথা বলা হয়। ত্বক ফেইস ওয়াশ দিয়ে পরিষ্কার করলেও, অনেকেই কিন্তু এরপর ত্বককে আর্দ্র করতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলে যায়। এ কারণেই শুষ্ক স্কিনে মেকআপ করলে তা গ্ল্যামারাস মনে হয় না। এই জটিল সমস্যায় বিবি ক্রিম হতে পারে সহজ সমাধান! চলুন জেনে নিই কীভাবে বিবি ক্রিম ত্বকের আর্দ্রতায় কাজ করে।

যেভাবে বিবি ক্রিম ত্বকের আর্দ্রতা ধরে রাখে

বিবি ক্রিম সম্পর্কে আপনার ধারণা কী? খুব ভালো একটি মেকআপ প্রোডাক্ট, তাই না? অথচ বিবি ক্রিম যে আমাদের স্কিন কেয়ারেও সাহায্য করে তা কি জানেন? অনেকেই জানেন না হয়তো। অবশ্য বিবি ক্রিমের “BB” মানেই অনেকে জানে না। বিবি ক্রিম মানে হলো বিউটি বাম বা বিউটি ব্লেমিশ ক্রিম। ছোট কিউট একটা টিউবে এই বিবি ক্রিম পাওয়া যায়। ফাউন্ডেশনের পরিবর্তে এই বিবি ক্রিম মেকআপ প্রোডাক্ট হিসেবে খুব জনপ্রিয়।

কী কী উপাদান রয়েছে বিবি ক্রিম-এ

মেকআপ প্রোডাক্টে কী কী উপাদান থাকে তা কি কখনো জানতে ইচ্ছা হয়েছে? বেশির ভাগের উত্তর হবে না। যুগের সাথে তাল মিলাতে আমরা প্রতিনিয়তই শিখছি নতুন কিছু। আর জানতে পারছি কত না অজানা ভুল করে নিজের অনেক ক্ষতি করে ফেলেছি। এমনভাবেই অনেকে ত্বকের ধরন না জেনে ত্বকের যত্ন নিতে ভুল করেছে।

এখন কিন্তু অনেকে স্কিন কেয়ার নিয়ে অনেক স্টাডি করছে। আর স্কিন ক্যান্সার থেকে বাঁচতে প্রোডাক্ট ব্যবহারে আগের চেয়ে আরও সচেতন হচ্ছে। এখন হয়তো বিবি ক্রিমের উপাদান নিয়ে মনে আগ্রহ জেগেছে, তাই না? বিবি ক্রিম অনেক গুরুত্বপূর্ণ উপাদানে সমৃদ্ধ।

বিবি ক্রিমে রয়েছে বিভিন্ন ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, হায়ালুরনিক এসিড, প্যান্থেনল, গ্লিসারিন, সিরামাইডস, জিংক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, নিয়াসিনামাইড, লিকোরিস রুট, পেপটাইড, হাইড্রোলাইজড কোলাজেন ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান।

বিবি ক্রিম কীভাবে ত্বককে আর্দ্র করে?

বিবি ক্রিমে যে সকল উপাদান রয়েছে তার পরিচিতি তো হয়েছেই। এখন তবে জানা যাক ত্বকের আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখতে বিবি ক্রিমের উপাদানগুলো কীভাবে কাজ করে! বিবি ক্রিমের সব গুরুত্বপূর্ণ উপাদানসমূহের মধ্যে হায়ালুরনিক এসিড, সিরামাইড, গ্লিসারিন ও প্যান্থেনল রয়েছে। এই উপাদান সমূহ ত্বককে রাখে আর্দ্র, মসৃণ ও সতেজ। তাই মেকআপ করার আগে ত্বকে আলাদা করে ময়েশ্চারাইজড করার দরকার হয় না। আজ আপনার ব্যাগে সব সময় রাখুন কিউট একটি বিবি ক্রিম টিউব। স্কিনের ভয় না করে, এখন থেকে পারফেক্ট মেকআপ লুক হবে স্মার্টলি


রিলেটেড পোস্ট