মাত্র ৬টি স্টেপে পার্লারের মতো ব্লো-ড্রাই ঘরেই!

মাত্র ৬টি স্টেপে পার্লারের মতো ব্লো-ড্রাই ঘরেই!

পার্লার থেকে মাত্র শ্যাম্পু আর ব্লো-ড্রাই করা ফুরফুরে চুল নিয়ে বের হতে আমার কী যে ভালো লাগে! কিন্তু বাসায় নিজে ব্লো-ড্রাই করলে সেটা কেন জানি কিছুতেই পার্লারের মতো হতো না! এরপর যেটা রিয়ালাইজ করলাম, ড্রায়ার ব্যবহারে ভুল করলে এমনটা হতে পারে। তারপর থেকে আমি বেশ কিছু স্টেপ ফলো করি, আর বাড়িতেই করে ফেলি পার্লারের মতো ব্লো-ড্রাই মাত্র ৬টা ইজি স্টেপে! চলো, তোমাকেও সিক্রেটটা জানাই।

ব্লো-ড্রাই এর আগের প্রিপারেশন

* শ্যাম্পুর আগে অন্তত ৫ মিনিট চুল আঁচড়ে নাও
*  গরম পানিতে চুল ধুয়ে শ্যাম্পু করো, কন্ডিশনার দিতে ভুলো না। 
* হিট প্রোটেক্টেন্ট অ্যাপ্লাই করো।

ব্লো-ড্রাই করতে যা যা লাগবে

* হেয়ার ড্রায়ার
* মিডিয়াম অথবা লার্জ রাউন্ড ব্রাশ
* ক্লিপ
* ফিনিশিং-এর জন্য হেয়ার সিরাম, ক্রিম বা স্প্রে

get-parlour-like-blow-dry-at-home-just-in-6-steps-02
 

স্টেপ বাই স্টেপ গাইড

১। ব্লো-ড্রাই শুরুর আগে মিডিয়াম হিটে চুল ৮০% শতাংশ শুকিয়ে নাও। ড্রায়ারের হাতল নিচের দিকে আর মুখ উপরের দিকে রাখতে হবে৷ নিচের দিক থেকে উপরের দিকে হাওয়া দিয়ে নিচের দিকের চুলটা শুকিয়ে নাও।
২। যেই ধরণের লুক চাচ্ছো, সেই অনু্যায়ী চুল বাঁধে নাও। যেমন, ওয়েভ চাইলে চুল টুইস্ট করে ক্লিপ দিয়ে আটকাতে হবে। আবার স্ট্রেইট করতে চাইলে নিচু করে খুবই হালকাভাবে পনিটেইল করে নাও। কার্লের জন্য রাউন্ড ব্রাশ দিয়ে চুল রোল করে হেয়ার ড্রায়ার ব্যবহার করো। এই সময় একটু হাই হিট সেটিং দিতে হবে।
৩। এবার চুলের উপরের দিকে ড্রায়ার ব্যবহার করো। ড্রায়ারের মুখ চুলের গোড়ার দিকে রাখতে হবে, এতে ভলিউম বেশি দেখাবে। 
৪। একদম শেষ ধাপে আর একবার নিচ থেকে উপরদিকে ব্লো ড্রাই করুন৷ এবার ড্রায়ারের মুখ উপরদিকে ও হাতল নিচের দিকে থাকবে৷
৫। ড্রায়ারের কুল এয়ার সেটিং-এ চুল ঠান্ডা করে নাও। এতে চুলের ফ্রিজিনেস কমে যাবে।
৬। সবার শেষে ব্রাশ বা চিরুনি দিয়ে চুল আঁচড়ে হেয়ার সিরাম অ্যাপ্লাই করো। চুলে এক্সট্রা শাইন আসবে!
 


রিলেটেড পোস্ট