কোরিয়ান গ্লাস স্কিন, কীভাবে পাওয়া যাবে?

কোরিয়ান গ্লাস স্কিন, কীভাবে পাওয়া যাবে?

বিউটি ট্রেন্ড নিয়ে যারা একটু খোঁজ খবর রাখে, “গ্লাস স্কিন”-এর সাথে তারা অলরেডি পরিচিত! কোরিয়ান এই গ্লাস স্কিন এখনকার বিউটি ওয়ার্ল্ডে বেশ পপুলার একটা ট্রেন্ড! কারণ ক্রিস্টাল ক্লিয়ার, গ্লোয়িং ও বেবি সফ্ট স্কিন অ্যাচিভ্ করা আমাদের অনেকেরই ড্রিম।    

মজার ব্যাপার হচ্ছে এই গ্লাস স্কিন ট্রেন্ড মানে হেভি বা ফ্যান্সি বিউটি প্রোডাক্ট ইউজ করা না! বরং এটি তেমন কোনো মেকআপ প্রোডাক্ট ছাড়াই একটি হেল্দি স্কিন কেয়ার হ্যাবিট মেইনটেন করতে ইন্সপায়ার্ড করে!   

চলো জেনে নেই কীভাবে কয়েকটা মাত্র স্টেপে তুমিও এই কোরিয়ান ইন্সপায়ার্ড গ্লাস স্কিন অ্যাচিভ্ করতে পারবে।   

 

স্টেপ ১ ক্লিনজিং

গ্লাস স্কিন পাওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ক্লিয়ার ও ফ্রেশ স্কিন! তাই গ্লাস স্কিন পেতে স্কিন খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তোমার স্কিনের টাইপ অনুযায়ী একটি ক্লিনজার সিলেক্ট করো যা স্কিনের অতিরিক্ত অয়েল, ডার্ট ও মেকআপ ভালোভাবে রিমুভ করবে।   

 

স্টেপ ২ এক্সফোলিয়েশন

ক্রিস্টাল ক্লিয়ার স্কিনের জন্য ডেড সেল এক্সফোলিয়েশন খুবই ইম্পর্ট্যান্ট একটি স্টেপ। কারণ ডেড সেল থাকলে স্কিন ময়েশ্চারাইজার প্রোপারলি অ্যাবজর্ব করতে পারে না। রেগুলার এক্সফোলিয়েশন ডেড সেল রিমুভ করে হেলদি ও গ্লোয়িং স্কিন পেতে হেল্প করে। তবে এক্সফোলিয়েটর সিলেক্ট করার আগে অবশ্যই খেয়াল রাখবে তা যেন তোমার স্কিন টাইপ অনুযায়ী হয়। 

 

স্টেপ ৩ হাইড্রেশন

হাইড্রেশন! গ্লাস স্কিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ। আর এই হাইড্রেশন স্টেপে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোডাক্ট সিকোয়েন্স এবং এর অ্যাপ্লিকেশন রুল্স।    

ফার্স্ট রুল্‌- লাইট টেক্সচার প্রোডাক্ট দিয়ে প্রসেস শুরু করো, এরপর তুলনামূলক হেভি টেক্সচার প্রোডাক্ট অ্যাপ্লাই করো।  

নিশ্চই মনে প্রশ্ন জাগছে –“এর কারণ কী?” কারণ হচ্ছে লাইট টেক্সচার যেমন টোনার, সিরাম ও এসেন্স এগুলোর মলিকিউলস খুব ছোট হয়। এর ফলে এগুলো খুব সহজে স্কিনের গভীরে যেতে পারে এবং স্কিন ভেতর থেকে হাইড্রেটেড রাখতে হেল্প করে।

এবার আসি হেভি টেক্সচার প্রোডাক্টে! একটু হেভি টেক্সচার প্রোডাক্ট যেমন ময়েশ্চারাইজার, ক্রিম বা নারিশিং অয়েল; আগের স্টেপে অ্যাবজর্ব হওয়া ময়েশ্চারাইজার লক ও প্রোটেক্ট করতে হেল্প করে।  

গ্লাস স্কিনের আলটিমেট ইফেক্ট আনতে POND’s Instabright Tone Up Milk Cream-টি আমার অনেক ফেভারিট! কারণ এটি আমার স্কিনে প্রোটিন ও ভিটামিন অ্যাড করতেও হেল্প করে। 
 

 

pond's-instabright-tone-up-milk-cream_optimized

 

এই প্রসেসের সবচেয়ে ইন্টারেস্টিং ও ইফেক্টিভ ট্রিক হচ্ছে প্রতিটা প্রোডাক্ট (এমনকি টোনার ও ফেসিয়াল অয়েল!) অল্প অল্প পরিমাণে কয়েকবার করে অ্যাপ্লাই করা। কারণ কোনো প্রোডাক্ট একটু একটু করে কয়েকবার স্কিনে অ্যাপ্লাই করলে তা স্কিনে অনেক ভালোভাবে অ্যাবজর্ব হয়। এছাড়াও এতে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং একটা ন্যাচারাল গ্লো আসে। 

কোনো মেকআপ টাচ্ ছাড়া গ্লোয়িং ও ফ্রেশ লুক পেতে এই স্টেপগুলো আজই ট্রাই করো! আর ফাইনাল টাচ্ হিসেবে লিপস্-এ গ্লসি শাইন অ্যাড করতে ভুলোনা। 

সবশেষে হেল্দি ও গ্লোয়িং স্কিনের জন্য প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত ফ্লুয়িড রাখতে হবে। সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুম তোমার স্কিনকে আরও হেল্দি ও গ্লোয়িং রাখবে!  


রিলেটেড পোস্ট