জেনে নাও স্প্লিট এন্ডস-এর সবচেয়ে কমন ৪টি কারণ

জেনে নাও স্প্লিট এন্ডস-এর সবচেয়ে কমন ৪টি কারণ

চুল সবসময় থাকুক সিল্কি, স্মুদ আর শাইনি! এটা আমাদের সবারই চাওয়া। কিন্তু অনেক কারণে আমাদের চুলে বিভিন্ন সমস্যা দেখা যায় আর চুল হয়ে যায় ড্রাই, রাফ আর ড্যামেজড। তেমনি একটি সমস্যা হলো স্প্লিট এন্ডস। অনেকেই এই সমস্যাটি নিয়ে সাফার করে আর অনেক কিছু ট্রাই করেও এর সমাধান পায় না। কারণ স্প্লিট এন্ডস প্রতিরোধের জন্য সবার আগে আমাদের জানতে হবে এর কারণ কী বা এটি কেন হয়।

 

শুরুতেই জেনে নাও স্প্লিট এন্ডস কী?

স্প্লিট এন্ডস নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সাধারণত চুলের নিচের দিকে হয়। আর চুলের নিচের অংশ  স্প্লিট হয়ে যায় বা ফেটে যায়। আর চুল ড্যামেজড ও আনহেলদি দেখায়।

 

স্প্লিট এন্ডস কেন হয়?

 

Causes-of-split-ends-002

 

হিট স্টাইলিং

অতিরিক্ত হিট স্টাইলিং স্প্লিট এন্ডস-এর সবচেয়ে বড় কারণ। ব্লো-ড্রাই, স্ট্রেইটনার, কার্লিং আয়রন এই হিট স্টাইলিং টুলসগুলো ব্যবহারের সময় চুলে সরাসরি তাপ লাগে। এটি চুলের প্রয়োজনীয় পানি রিমুভ করে  কিউটকল (চুলের প্রোটেক্টিভ লেয়ার) ড্যামেজড করে ফেলে। আর চুলের হাইড্রেশন কমে যায় এবং সহজেই ভেঙে ও ফেটে যেতে পারে।

 

Causes-of-split-ends-003

 

ফ্রিকশন ড্যামেজ

ফ্রিকশন বা ঘর্ষণ চুলের ক্ষতির আরেকটি বড় কারণ। চুল ভেজা থাকা অবস্থায় এই ফ্রিকশন ড্যামেজ বেশি হয়। কারণ ভেজা চুল ন্যাচারালি অনেক নরম থাকে তাই টাওয়েল দিয়ে মুছার সময়, বা চুল আঁচড়ানোর সময় সহজেই ভেঙ্গে যায়।

 

কেমিক্যাল ট্রিটমেন্ট

কৃত্রিম চুলের রঙ, কেমিক্যাল ট্রিটমেন্ট, এগুলোর কারণেও স্প্লিট এন্ডস হতে পারে। কেমিক্যাল হেয়ার ট্রিটমেন্টের মাধ্যমে যখন কার্লি চুল স্ট্রেইট বা স্ট্রেইট চুল কার্লি করা হয় তখন চুলের ন্যাচারাল স্ট্রাকচার ভেঙে যায়। আর চুল দুর্বল হয়ে পড়ে। একইভাবে হেয়ার কালারও চুলে কিউটিকল লেয়ার নষ্ট করে দেয়।

 

সূর্যের ক্ষতিকর রশ্মি

সূর্যের UV-rays শুধু স্কিনের জন্য না, একইভাবে চুলের জন্যও ক্ষতিকর। সূর্যের সরাসরি তাপে চুলের ন্যাচারাল প্রোটিন ও কেরাটিন নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে চুল দুর্বল, ড্রাই ও রাফ হয়ে ড্যামেজড হয়ে যায়। প্রোটিন ও কেরাটিন চুল শক্ত ও সাইনি রাখতে খুবই ইম্পর্ট্যান্ট।

 

 

এগুলো স্প্লিট এন্ডস-এর সবচেয়ে কমন কয়েকটি কারণ। যা এড়িয়ে চললে স্প্লিট এন্ডস অনেকটাই কন্ট্রোলে রাখা সম্ভব। এছাড়াও ফুড হ্যাবিট, সঠিক নিয়মে চুলের যত্ন না করা এসব কারনেও এই সমস্যা হতে পারে

স্প্লিট এন্ডস কন্ট্রোলের সবচেয়ে সহজ ও ন্যাচারাল উপায় জানতে ক্লিক করোঃ

https://bebeautiful.com.bd/the-easiest-and-natural-way-to-control-split-ends-bn


রিলেটেড পোস্ট