খুশকি মুক্ত চুল পাবার ২টি সহজ ও কার্যকরী উপায় জেনে নিন

খুশকি মুক্ত চুল পাবার ২টি সহজ ও কার্যকরী উপায় জেনে নিন

চুলের সৌন্দর্যতে ঘায়েল হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সুন্দর চুলের আকষর্ণ মানুষের অনেক আগে থেকেই। যাদের চুল নেই তারাই কেবল জানে চুল কম থাকলে মন কেমন চুপসে থাকে। কারণ, ঘন কালো চুলেই ফুটে ওঠে নারীর আসল সৌন্দর্য। কিন্তু প্রায়ই শোনা যায় মাথায় খুশকি হবার কারণে সুন্দর চুল নিয়েও অনেককে পরতে হয় অনেক অপ্রস্তুত ঘটনায়। তাই চুল থেকে খুশকি দূর করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় নিয়েই হবে আজকের আলোচনা।

খুশকি মুক্ত সুন্দর চুল পাবার ২টি সহজ ও কার্যকরী উপায়

সবাই এখন ব্যস্ত জীবন কাটাচ্ছে। তাই কম সময়ে কীভাবে সুন্দর ও খুশকি মুক্ত চুল পাওয়া যায়, সেভাবে চুলের যত্ন নিতে হবে। এমনই দুইটি কার্যকরী ও সহজ উপায় আপনাদের সাথে নিচে শেয়ার করছি।

১) টক দইঃ চুলের যত্নে টক দই খুবই কার্যকরী একটি উপাদান। চুল খুশকি মুক্ত করতে টক দই একাই খুব ভালো কাজ করে। আর যদি এর সাথে হাফ লেবুর রস মিশিয়ে নেয়া যায়, তাহলে চুল থেকে খুশকি দূর হয়ে যায় একদম এক সপ্তাহেই! আপনার চুলের পরিমাণ বুঝে একটি বাটিতে হাফ কাপ বা তার বেশি টক দই নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে মাথার তালু বা স্ক্যাল্পে লাগান। টক দই স্ক্যাল্পে লাগিয়ে অপেক্ষা করুন ১৫/২০ মিনিট। এরপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চুল কেমন ঝরঝরে ও স্বাস্থ্যোজ্জ্বল! টক দই-এর এই মিশ্রণটি সপ্তাহে ৩/৪ দিন নিয়মিত ব্যবহার করুন।

২) লেবুর রসঃ শুধু লেবুর রসও চুলের খুশকি দূর করার জন্য অনেক কার্যকরী। একটি বাটিতে একটি বড় সাইজের লেবুর রস নিন। এরপর এই লেবুর রস পুরো মাথার চুলে মাস্যাজ করে নিন। এভাবে লেবুর রস লাগিয়ে অপেক্ষা করুন প্রায় আধা ঘন্টা। তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন!

আশা করি উপরের ২টি সহজ ও কার্যকরী টিপস আপনাদের চুলের যত্নের জন্য বেশ উপকার হবে। খুশকি দূর করতে আপনি উপরের দুইটি টিপস থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারেন। আর দুইটি পদ্ধতিই অনুসরণ করলে, কোন পদ্ধতিটি আপনার বেশি ভালো লেগেছে তা আমাদের জানাবেন কিন্তু!

 

 

 


রিলেটেড পোস্ট