কালার করা চুলের যত্ন নিন সহজ উপায়ে মাত্র ২টি প্রাকৃতিক উপাদানে

কালার করা চুলের যত্ন নিন সহজ উপায়ে মাত্র ২টি প্রাকৃতিক উপাদানে

গতানুগতিক লুক থেকে কিছুটা আলাদা থাকতে সবাই চায়। আবার হাল ফ্যাশনের সাথে নিজেদের নতুনভাবে উপস্থাপন করতেও মানুষের অনেক আগ্রহ রয়েছে। হেয়ার কালার করে নিত্য নতুন রূপে। নিজেদের আবিষ্কার করছে অনেক তরুণ-তরুণী।তবে মেয়েদের মধ্যেই হেয়ার কালার করার প্রবণতা

বেশি। হেয়ার কালার করলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে, তেমনি চুলের কিছুটা সমস্যাও দেখা যায়। হেয়ার কালার করলে সবচেয়ে বেশি যে সমস্যা হয়, তার মধ্যে চুল রাফ হয়ে যাওয়া চুল পড়া নিয়েই সবাই ঝামেলায় পরে। এই কারণেই অনেকে চুল কালার করতে ভয় পান, তাই না? এত ভয় পেয়ে কি আর ট্রেন্ডি লুক পাওয়া যায়? বাড়িতেই প্রাকৃতিক উপাদানে কালার করা চুলের যত্ন নেয়া সম্ভব। চলুই তাই জেনে নিই!

 

কালার করা চুলের যত্ন নেয়ার উপায়

কালার করা চুলের যত্ন নিতে বাড়িতেই হাতের কাছের উপাদান দিয়ে দূর করতে পারেন চুলের রাফনেস। এই রাফনেস থেকেই মূলত চুল পড়া শুরু হয়। তাহলে চলুন কী কী দিয়ে কালার করা চুলের রাফনেস দূর করা যায়!

 চুলের যত্নে যে দুইটি প্রাকৃতিক উপাদান লাগবে:

) পাকা কলা

) টক দই

 

প্যাক ব্যবহার করার নিয়মঃ

আজ আপন

কালার করা চুলের রাফনেস দূর করতে হলে কলা টক দই দিয়ে প্যাক বানিয়ে নিন। আপনার চুলের প্রয়ােজন ১টি বা ২টি বেশি পাকা কলা অর্থাৎ মজে যাওয়া কলা হাফ কাপ টক দই। কলা টক দই খুব ভালােভাবে মিশিয়ে সম্পূর্ণ চুলে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘন্টা। তারপর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে নিন। এরপর চুলে ভালােমানের কন্ডিশনার ব্যবহার করুন!

ব্যস! চুলের রাফনেস গায়েব! কালার করা রাফ হেয়ারে টাফ স্টাইলিং-এর দিনকে ভুলে যান। সফট হেয়ারে চুলের রঙ দেখাবে আরও সুন্দর। আর আপনাকে দেখাবে আগের চেয়ে আরও স্মার্ট আরও

স্টাইলিশ!


রিলেটেড পোস্ট