মাত্র ৬ স্টেপে পার্লারের মতো পেডিকিউর বাড়িতে বসেই!

মাত্র ৬ স্টেপে পার্লারের মতো পেডিকিউর বাড়িতে বসেই!

ক্লাস বা অফিস- সারাটাদিন বাইরে বাইরে কাটে দৌড়াদৌড়ির মধ্যেই। আর এই ধকলটা অনেকখানিই যায় তোমার পায়ের উপর। তাই, পায়ের যত্ন না নিলে চলে? পার্লারে বসে পেডিকিউর করার সময় না থাকলেও- এবার বাড়িতে বসেই তুমি করতে পারবে পার্লারের মতো পেডিকিউর!
কীভাবে? সেটাই জানাবো আজ।
 
যা যা লাগবে

•    নেইল ক্লিপার
•    নখ মসৃণ করার ফাইল
•    কটন প্যাড বা পেপার টাওয়েল
•    বেস কোট নেইল পলিশ
•    টপ কোট নেইল পলিশ
•    পছন্দের যেকোনো রঙের নেইল পলিশ

স্টেপ ১- আগের নেইল পলিশ মুছে ফেলো

কটন প্যাড ও নেইল পলিশ রিমুভার দিয়ে পুরোনো নেইল পলিশ ভালোভাবে তুলে ফেলতে হবে। 

স্টেপ ২- পা ভেজাও

একটা টাব বা বালতিতে পানি নিয়ে তাতে পা ভিজিয়ে রাখতে হবে। প্রথমে গরম পানি নাও, তাতে ইপসম সল্ট বা পছন্দের যেকোনো বাথ সল্ট মিশিয়ে ৫-১০ মিনিট পা ডুবিয়ে রাখো।

just-6-steps-to-parlour-like-pedicure-at-home-02

 
স্টেপ ৩- নখ ট্রিম ও ফাইল করো

নেইল ক্লিপার দিয়ে নখ ট্রিম করো। এরপর ফাইল দিয়ে নখের আগা মসৃণ করে নাও।

স্টেপ ৪- পা ম্যাসাজ করো

পা ভালোমতো মুখে নিয়ে লোশন লাগাও, এরপর পায়ের তালু কয়েক মিনিট আলতো ম্যাসাজ করো। 

just-6-steps-to-parlour-like-pedicure-at-home-03

 
স্টেপ ৫- পায়ের পাতা মুছে নাও

একটা পেপার টাওয়েল বা কটন প্যাড দিয়ে পায়ের পাতা ও নখ ভালোভাবে মুছে নাও, যেন লোশনের অয়েলি ভাবটা চলে যায়।

স্টেপ ৬- নেইল পলিশ অ্যাপ্লাই করো

এটা পেডিকিউরের লাস্ট স্টেপ। প্রথমে একটা বেস কোট অ্যাপ্লাই করো। তারপর পছন্দের রঙের নেইল পলিশ দাও। এরপর টপ কোট দিয়ে নখ শুকাও।
ব্যস, মাত্র ৬টি স্টেপে বাড়িতেই করে ফেলো পেডিকিউর!


রিলেটেড পোস্ট