পিকচার পারফেক্ট লুক চাও? জেনে নাও কিছু সিম্পল টিপ্‌স!

পিকচার পারফেক্ট লুক চাও? জেনে নাও কিছু সিম্পল টিপ্‌স!

আমাদের ব্যস্ত জীবনের প্রিয় মুহূর্তগুলো ধরে রাখার চমৎকার উপায় হচ্ছে ফটোগ্রাফ! ফটোগ্রাফের মাধ্যমে আমরা প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে রাখি সারাজীবন। আর ফটোগ্রাফে নিজেকে দেখতে সুন্দর ও পারফেক্ট লাগুক তা সবাই চায়! কিন্তু তার মানে এই না যে, ছবি তোলার জন্য একদম স্টুডিও সেট্‌আপ বা বিশাল কোনো অ্যারেঞ্জমেন্ট লাগবে! কিছু সিম্পল ও ইজি টিপ্‌স ফলো করেই তুমি পেতে পারো পিকচার পারফেক্ট লুক!

 

how-to-look-picture-perfect-02

 

সুন্দর ছবির রহস্য সুন্দর স্কিন

ফটো ফ্রেন্ডলি মেকআপের আসল রহস্য হচ্ছে প্রতিদিন একটা হেল্‌দি স্কিন কেয়ার রুটিন মেইনটেন করা। মেকআপ অ্যাপ্লাই করার আগে ময়েশ্চারাইজার ও প্রাইমার দিয়ে স্কিন রেডি করে নাও। এতে মেকআপ ভালোভাবে ব্লেন্ড হবে, এছাড়াও অ্যাপ্লিকেশন প্রসেস অনেক স্মুদ হবে।

তোমার স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার সিলেক্ট করো। অয়েলি স্কিনের জন্য ম্যাটিফাইং প্রাইমার অনেক ভালো সলিউশন। কারণ এটি স্কিনের অতিরিক্ত অয়েল কমিয়ে একটা ম্যাট ও ফ্রেশ লুক দিতে হেল্প করে। আর যাদের স্কিন ড্রাই তারা ময়েশ্চারাইজারের সাথে কয়েক ফোঁটা নারিশিং অয়েল মিক্স করে নিতে পারো। এতে স্কিনে হেল্‌দি ও হাইড্রেটেড গ্লো আসবে।
 

ফেস্‌-এ আনো একটু রঙের আভাস

আনলিমিটেড ফিল্টার অপশনের যুগে, ছবিতে নিজেকে সুন্দর দেখানোর অনেক সহজ উপায় আছে! কিন্তু তুমি যদি অন কিংবা অফ ক্যামেরা, দুই ক্ষেত্রেই একদম পারফেক্ট লুক চাও তাহলে এই ইজি ট্রিকগুলো ফলো করতে পারো।

কিছু সিম্পল প্রোডাক্ট আর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে তুমি ইন্সট্যান্টলি ফেস্‌-এ স্ট্রাকচার্‌ড লুক আনতে পারবে। ফেস্‌-এর অয়েলি এরিয়াতে স্কিন টোনের সাথে মিলিয়ে প্রেস্‌ড পাউডার ফাউন্ডেশন একটা পাতলা লেয়ারে অ্যাপ্লাই করে নাও। একদম ন্যাচারাল ফিনিশ আনতে অ্যাপ্লাই করার সময় একটা অ্যাংগেল ফ্লাফি ব্রাশ ইউজ করো! এতে অয়েলি এরিয়াতে ম্যাট ও নন-গ্রিজি লুক আসবে।

এবার সেইম অ্যাংগেল ফ্লাফি ব্রাশ দিয়ে হালকা শিমারি ব্রোঞ্জার ফেস্‌-এর পেরিমিটার ও চিক্‌ অ্যাপেলে অ্যাপ্লাই করো। এটি তোমার ফেস্‌-এ হালকা রঙের আভাস নিয়ে আসবে এবং ফেস্‌ হাইলাইটিং-এর পাশাপাশি একটা হালকা গ্লো দিবে!

 

চুল হতে পারে ফেস্‌-এর ফ্রেম

আমাদের চুল অনেকটা ফেস্‌ ফ্রেমিং-এর মতো কাজ করে! হেয়ার স্টাইলের একটু চেঞ্জ তোমাকে পিকচার পারফেক্ট লুক পেতে হেল্প করবে! তাই ফেস্‌-এর শেপ অনুযায়ী মানানসই হেয়ার স্টাইল খুব ইম্পর্ট্যান্ট। তোমার চিক্‌বোন ও জলাইন হাইলাইট করতে আপ-ডু বা হাফ আপ-ডু হেয়ারস্টাইলগুলো ট্রাই করতে পারো। এছাড়াও ইনওয়ার্ড ব্লো ড্রাই তোমার ফেস্‌ স্লিম দেখাতে হেল্প করবে। আর আউটওয়ার্ড রোল্‌ড ব্লো ড্রাই চুলে খুব তাড়াতাড়ি একটা ভলিউম এনে দিবে।

 

how-to-look-picture-perfect-03

 

ছবিতে থাকুক আলো-ছায়ার খেলা

সবচেয়ে ইম্পর্ট্যান্ট! লাইট! একটা পারফেক্ট ছবির অনেকখানি লাইট ও শ্যাডোর উপর নির্ভর করে। তাই ছবি তোলার আগে সঠিক লাইট সোর্স খুঁজে নাও। ছবিতে যদি তুমি সফ্‌ট ইফেক্ট চাও তাহলে লাইট সোর্স-এর সামান্য অ্যাংগেলে ছবি তুলতে পারো। আর যদি ক্লিয়ার ও শার্প ইফেক্ট চাও তাহলে লাইট সোর্স-এর দিকে ডিরেক্ট ফেস্‌ করে ছবি তোলো!

সবশেষে এসব মেকআপ এবং লাইটিং টিপস্‌ ছাড়াও কমফোর্টেবল পোশাক খুবই ইম্পর্ট্যান্ট। তোমার পছন্দ অনুযায়ী কালারফুল ও কমফোর্টেবল পোশাক পরতে ট্রাই করো। কারণ তোমার পোশাকের রঙ অনেক সময় তোমাকে হ্যাপি মুড এনে দিতে পারে! আর যখন তুমি ভালো মুডে থাকবে তখন তোমাকে দেখতেও ভালো লাগবে!


রিলেটেড পোস্ট