বডি হেয়ার দূর করার ঘরোয়া সমাধান

বডি হেয়ার দূর করার ঘরোয়া সমাধান

বডি হেয়ার বা শরীরে লোম থাকা ন্যাচারাল। কারো হেয়ার গ্রোথ অনেক বেশি হয়, কারো আবার স্বাভাবিক থাকে। তোমরা অনেকেই ইদানিং বডি হেয়ার রিমুভ করো যেন ত্বক কোমল ও মসৃণ দেখায়। এক্ষেত্রে ওয়াক্সিং, হেয়ার রিমুভাল ক্রিম, ওয়াক্সিং টেপ,রেজার ইত্যাদি বডি হেয়ার দূর করার বহুল ব্যবহৃত মাধ্যম। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ঘরোয়া উপায়ে সলিউশন চাও। তোমাদের জন্যই আজকে এনেছি বডি হেয়ার দূর করার বিভিন্ন ঘরোয়া উপায়।

১। বেকিং সোডা দিয়ে

যা যা লাগবে
●    বেকিং সোডা
●    লেবুর রস
●    পানি (যদি লাগে)

যেভাবে বানাবে
সামান্য পরিমাণ বেকিং সোডার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশাও। প্রয়োজন পড়লে হালকা পানি যোগ করে পেস্টের মত বানাও। মিশ্রণটি লাগাও এবং ১৫ মিনিট অপেক্ষা করো। এবার পানি দিয়ে ধুয়ে ফেলো।
 

২। কফি দিয়ে

যা যা লাগবে
●    কফির গুড়া- ২ টেবিল চামচ
●    বেকিং সোডা- ১ চা চামচ
●    কোকোনাট অয়েল- ১ চা চামচ

যেভাবে বানাবে
কফি, বেকিং সোডা ও কোকোনাট অয়েল একসাথে মিক্স করো। মিশ্রণটি লাগাও এবং ১ মিনিট পেক্ষা করে সার্কুলার মোশনে ঘষতে থাকো। এরপর ধুয়ে ফেলো। 

 

Homemade-solution-for-body-hair-removal-02
 

 

৩। পেঁপে দিয়ে

যা যা লাগবে
●    পেঁপে
●    ১/২ টেবিল চামচ হলুদ গুড়া

যেভাবে বানাবে
ভালোমতো পেঁপেটা ব্লেন্ড করে নাও। ব্লেন্ড করার পর এর সাথে হলুদের গুড়া মিক্স করো। এবার এই পেঁপে ও হলুদের মিশ্রণটি গায়ে লাগাও এবং ২০ মিনিট অপেক্ষা করো। নির্ধারিত সময় পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলো। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করতে হবে। 
 


রিলেটেড পোস্ট