গরমে স্ক্যাল্পকে রিফ্রেশ রাখবে যে মাস্কগুলো

গরমে স্ক্যাল্পকে রিফ্রেশ রাখবে যে মাস্কগুলো

গরম মানেই রোদের তাপ, ধুলা ময়লা, ঘাম। আর এর কারণে স্ক্যাল্পে হয় অ্যালার্জি, ইচিং, ড্যানড্রাফ।  গরমের সময়ে স্ক্যাল্পের স্কিনকে যদি কুল রাখা যায় তবে সলিউশন হবে অনেক প্রবলেমই। চুলের কেয়ারে হেয়ার মাস্ক খুব জরুরি। কিন্তু স্ক্যাল্পের স্কিনকে ভালো রাখতেও কিছু মাস্ক ইউজ করা প্রয়োজন। এতে চুলও সুন্দর থাকবে আবার স্ক্যাল্পেও আসবে সুদিং একটা ফিল। 

কোকোনাট হেয়ার মাস্ক

কোকোনাট ওয়াটার ও পাল্প দুইটিতেই আছে কুলিং প্রপার্টি। এই গরমে স্ক্যাল্পকে ঠান্ডা রাখতে ইউজ করতে পারো কোকোনাট মাস্ক। এটি স্ক্যাল্প ও চুলকে ন্যারিশ ও হাইড্রেট করে। কোকোনাট কন্ডিশনারের কাজও করে। কোকোনাট পাল্প স্ক্যাল্পে অ্যাপ্লাই করে ৪০ মিনিট ওয়েট করতে হবে। এরপরে শ্যাম্পু করে ওয়াশ করে ফেলো। কোকোনাট ওয়াটারের সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে চুলে অ্যাপ্লাই করলেও পাবে সুদিং একটা ফিল।

মিন্টের মাস্ক

মিন্টের মধ্যে আছে কুলিং প্রপার্টি। পাকা কলা, মিন্ট ও মধু পরিমাণ মতো নিয়ে পেস্ট করে ফেলতে হবে। এবার স্ক্যাল্পে তৈরি করা পেস্ট অ্যাপ্লাই করে ৩০ থেকে ৪৫ মিনিট ওয়েট করতে হবে। পরে শ্যাম্পু করে ফেলো। এটি স্ক্যাল্প ন্যারিশ করে ও ঠান্ডা ফিল দেয়। মিন্টের আছে রিফ্রেশিং উপাদান। তাই গরমের এই সময়ে স্ক্যাল্পের জন্য পার্ফেক্ট এই মাস্কটি। 

hair-masks-to-keep-the-scalp-refreshed-during-summer-02
 

আমলা মাস্ক

আমলায় আছে ভিটামিন সি। যা চুল পড়া, ড্যানড্রাফ আর ড্রাইনেস কমায়। এ ছাড়া ন্যাচারালি স্ক্যাল্পকে ঠান্ডা রাখতে আমলার বিকল্প নেই। প্রথমে চুল বুঝে কয়েকটি আমলা পানিতে বয়েল করো। পরে তা ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে পেস্ট করে নাও। এখন টকদইয়ের সাথে মিক্স করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করো। এভাবে ওয়েট করো ২০ থেকে ৩০ মিনিট। 

গ্রিন টি মাস্ক

গ্রিন টি তে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা স্ক্যাল্পে দেয় সুদিং ফিল। এ ছাড়া স্ক্যাল্পকে হাইড্রেট করতেও ভালো গ্রিন টি। গরমে আরাম পাওয়া আকাবে এই মাস্ক ইউজে। ১ টেবিল চামচ কোকোনাট অয়েল, ১ টি ডিম ও ১ টেবিল চামচ গ্রিন টি পাউডার এক সাথে মিক্স করে নাও। এবার স্ক্যাল্পে অ্যাপ্লাই করে ৩০ মিনিট ওয়েট করো। পরে শ্যাম্পু করে ফেলো। 
গরমের সময়ে এই মাস্কগুলো স্ক্যাল্পে দেবে সুদিং ফিল। এ ছাড়া স্ক্যাল্প ন্যারিশ করতেও দারুণ কাজ করে সামার স্পেশাল হেয়ার মাস্কগুলো।  


রিলেটেড পোস্ট