গরমে স্কিনকে সুদিং রাখো ন্যাচারাল ফেস মাস্কে

গরমে স্কিনকে সুদিং রাখো ন্যাচারাল ফেস মাস্কে

গরমে স্কিন কেয়ার রুটিন অন্য সময়ের থেকে একেবারেই আলাদা। কারণ এ সময়ে স্কিনের ড্যামেজ হয় খুব ফাস্ট। স্কিনে পিম্পল, সানবার্ন, রেডনেস এ সব প্রবলেম খুব কমন। এ ছাড়া গরম এই ওয়েদারের কারণে স্কিনে জ্বালাপোড়াও দেখা দেয়। বাইরে বা ঘরে যেখানেই থাকো না কেন গরমে দরকার এমন কিছু  ফেস মাস্ক যা দেব কুলিং এফেক্ট। এমন অনেক ন্যাচারাল উপাদান আছে যা স্কিনে অ্যাপ্লাই করলে পাওয়া যায় সুদিং ফিলিং। তাই জেনে নিতে পারো ঘরে বসেই কিভাবে তৈরি করা যাবে এই ফেস মাস্কগুলো। 

ওটমিল 

এই গরমে ওটমিল মাস্ক দারুণ ভাবে কাজ করে। স্কিনের একজিমা, পিম্পল, ইত্যাদির প্রবলেম কমায় এই উপাদান। এ ছাড়া ওটমিলে আছে অ্যান্টিবায়োটিক এবং সুদিং প্রপার্টি। গরম দিনের এটি একটি পার্ফেক্ট ফেস মাস্ক!

যা যা লাগবে

১/৩ কাপ ওটমিল
১/২ গরম পানি  
১-২ টেবিল চামচ দই
১ চা চামচ মধু

গরম পানিতে ওটমিল মেশিয়ে নরম করে নাও। এবার এতে মধু ও দই দিয়ে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ফেলো। এবার মুখ ক্লিন করে মাস্কটি অ্যাপ্লাই করো। সুদিং ফিলিং এর জন্য এভাবে ১০ থেকে ১৫ মিনিট মুখে রাখো। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলো। 

শসা মাস্ক

গরমে স্কিনের জন্য শসা খুবই ভালো একটি উপাদান। শসার ফেস মাস্ক সব ধরনের স্কিনের জন্য পার্ফেক্ট। এ ছাড়া এই হোম মেইড মাস্কে স্কিন থাকবে কুল। 

যা যা লাগবে
১ টি শসা
১ টেবিল চামচ চিনি

শসা খোসা পিল করে নাও। এবার এটি পেস্ট করে একেবারে লিকুইড করে ফেলো। এতে নিয়ম মতো চিনি মিশিয়ে দাও। এখন ঘাড়ে এবং মুখে লাগিয়ে ওয়েট করতে হবে ১০ মিনিট। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলো। স্কিনকে আরো সুদিং রাখতে চাইলে মাস্কটি ফ্রিজে রাখেও অ্যাপ্লাই করতে পারো। 

keep-your-skin-soothing-with-natural-facemask-during-summer-02

 
চন্দন ও রোজ ওয়াটার মাস্ক

চন্দন এবং রোজ ওয়াটার দুইটিই স্কিনকে কুল রাখে। চন্দনে আছে কুলিং এজেন্ট। এ ছাড়া চন্দন ইউজে স্কিনের দাগ এবং ট্যান প্রবলেম কমে। রোজ ওয়াটারে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-এজিং উপাদান। যা তোমার স্কিনকে হাইড্রেট করে। এই মাস্কটি স্কিনের জ্বালাপোড়া কমাতে হেল্প করে। 

যা যা লাগবে 

প্রয়োজন মতো রোজ ওয়াটার
৩ চা চামচ চন্দন পাউডার 

সব উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলো। মুখ ক্লিন করে মাস্কটি অ্যাপ্লাই করো। এ ভাবে ১৫ মিনিট পর্যন্ত ওয়েট করে ঠান্ডা পানিতে মুখ ক্লিন করে ফেলো। 

গরমে স্কিনকে কুল রাখতে এই ন্যাচারাল ফেসমাস্কগুলো খুবই এফেক্টিভ। সুদিং ফিল পেতে তাই আজ থেকে চাইলে ইউজ করতে পারো ইজি টু মেইক এই ফেস মাস্কগুলো। 


রিলেটেড পোস্ট