ঘুরতে গিয়ে চুলের যত্ন নিচ্ছো তো?

ঘুরতে গিয়ে চুলের যত্ন নিচ্ছো তো?

চলে এসেছে গরমকাল! ব্যাগ গুছিয়ে, টিকেট হাতে বেড়িয়ে পড়ার সময় তো এখনই। কিন্তু “চলো না ঘুরে আসি অজানাতে”- বলে বেরিয়ে আসার আগে, নিজের চুলের যত্নের ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ, ঘুরতে গিয়ে তো সারাদিন থাকা হয় বাইরে বাইরে। ফলে চুলের খেয়াল নেওয়া হয় না। আর এই গরমে রোদ-ঘামে চুলের ক্ষতিও হয় বেশি। আর সেটা টের পাওয়া যায় ফেরার পর! জেনে নাও বেড়াতে গেলে চুলের সঠিক যত্ন নিতে কী করতে পারো।

তেল, শ্যাম্পু, কন্ডিশনার- ব্যাগে নিতে ভুলো না!

চুলের পুষ্টির জন্য তেল দেওয়ার কোনো অল্টারনেট নেই। আর বেড়াতে গেলে চুলের যত্নের জন্য, তেল দেওয়া সবচেয়ে সবচেয়ে উপকারী হেয়ার কেয়ার রুটিন। আর্গান অয়েল বা কোকোনাট অয়েল- যেকোনোটা ব্যবহার করতে পারো। বেড়াতে গেলে চুলের যেই ড্যামেজ হয়, সেটা সারাতে পারে আর্গান অয়েল। তেল দিয়ে সারারাত রাখতে পারো, কিন্তু সময় না থাকলে অন্তত ৪-৫ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলো। শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করতে একদম ভুলো না যেন! ব্যস, তাতেই হবে।

are-you-taking-care-of-your-hair-while-traveling-02
 

ফ্রিজিনেস এড়াতে, সিরাম রাখো সাথে!

ঘুরতে গিয়ে ময়েশ্চার হারিয়ে চুল ফ্রিজি হয়ে যায় তোমারও? এই সমস্যা এড়াতে হেয়ার সিরাম একদম বেস্ট! আর বেড়ানোর কয়দিন তো চুল স্ট্রেইট বা কার্ল করাই লাগে, আর সূর্যের তাপও চুলে লাগে- সেই ড্যামেজ এড়াতেও সিরামের জুড়ি নেই। তাই তোমার ট্রাভেল ব্যাগে স্ট্রেইটনার আর কার্লিং আয়রনের সাথে একটা ভালো হেয়ার সিরামও প্যাক করে নাও এখনই।

হাতে সময় নেই? ড্রাই শ্যাম্পু তো আছে!

বেড়াতে গেলে মাঝে মাঝে এমন অবস্থায় পড়তে হয়, যেখানে চুল শ্যাম্পু করার সুযোগ নেই একদম। গরমে এমন সব পরিস্থিতিতে ড্রাই শ্যাম্পু খুব কাজে দেয়। স্ক্যাল্পে স্প্রে করো, তারপর চুল একটু ভিজিয়ে বাতাসে শুকাও। এতে চুলের এক্সট্রা তেল চলে যাবে। ব্যস, পেয়ে যাও ফ্রেশ চুল! ড্রাই শ্যাম্পু সাথে না থাকলে, বেবি পাউডার দিয়েও কাজ চালাতে পারো।

are-you-taking-care-of-your-hair-while-traveling-03
 

জানলে তো, এই গরমে ঘুরতে গেলে কী কী করা লাগবে? এখন আর বেরিয়ে পড়তে বাধা কোথায়?


রিলেটেড পোস্ট