নতুন ট্রেন্ডি মেকআপে পাবে রাইট লুক

নতুন ট্রেন্ডি মেকআপে পাবে রাইট লুক

নতুন বছর আসলেই চেইঞ্জ হয় মেকআপ ট্রেন্ড। ২০২২ সালেও নতুন কিছু মেকআপ স্টাইল পপুলার হয়েছে। একেবারেই ন্যাচারাল ও গ্লোসি মেকআপ অ্যাপ্লাই হচ্ছে চেহারায় গ্লো আনতে। নতুন ট্রেন্ডে দেখা যাচ্ছে মিনিমাল বেইজের সাথে বোল্ড আই মেকআপ। এ ছাড়াও আরো কিছু ট্রেন্ড আছে যা ফলো করে ইজিলি পাওয়া যাবে রাইট মেকআপ লুক। 


ব্রাইট ব্লাশন

নতুন করে আবার ফিরেছে ব্রাইট ব্লাশন। বোল্ড কালার যেমন বোল্ড পিচ, ডার্ক পিংক ব্লাশন অ্যাপ্লাই করতে এখন ভাবতে হয় না। ব্লাশন অ্যাপ্লাইয়ের ধরনেও চেইঞ্জ এসেছে। গালের মাঝ থেকে শুরু করে পিছনের দিকে ব্লাশন অ্যাপ্লাই করা নতুন ট্রেন্ড।


নো মেকআপ-মেকআপ

এ বছরে মেকআপের এই ট্রেন্ডটি সব থেকে বেশি পপুলার হয়েছে। এই মেকআপে বেইজ রাখা হয় খুবই মিনিমাল কিন্তু স্কিনে থাকে গ্লোয়িং ফিনিশ। স্কিনের কমপ্লেকশন অনুসারে দেয়া হয় ফাউন্ডেশন। যাতে খুব বেশি মেকাআপ বোঝা না যায়। স্কিনের দাগ কমানোর জন্য বাড়তি প্রোডাক্ট না অ্যাপ্লাই করে বরং ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করাই এখনের ট্রেন্ড। 


ট্যান মেকআপ

এক সময়ে মনে করা হতো ট্যান স্কিন মানেই রোদে পোড়া। কিন্তু এ বছর নতুন এই মেকআপ স্টাইল খুব কমনলি অ্যাপ্লাই হচ্ছে। কন্টুরিং করার পর যে লুকটি আসে ট্যান মেকআপ অনেকটাই তেমন। এটি খুবই ন্যাচারাল মেকআপ স্টাইল। এই মেকআপের জন্য ময়েশ্চারাইজারের সাথে কয়েক ফোঁটা ট্যানিং সিরাম মিক্স করে কন্টুর করা জায়গায় ( নাক, চিক লাইন, জো) অ্যাপ্লাই করতে হবে। খুব সহজেই লং লাস্টিং এই মেকআপ করে ফেলা যায়। 


গ্লোসি লিপ 

এ বছরের নতুন আরেকটি ট্রেন্ড হলো গ্লোসি লিপ। নুড কালার ছাড়াও একটু কালারফুল গ্লোসও এখন খুব কমন। এতে ঠোঁটে একটা হাইড্রেট ভাব আসে। শাইনি গ্লোসের সাথে ম্যাট আই লুক খুব ট্রেন্ডি। 


ফেক ফ্রেকলস মেকআপ

এক সময়ে স্কিনের ফ্রেকলস মেকআপ করে ঢেকে দেয়া হতো। কিন্তু এখন চেইঞ্জ হয়েছে মেকআপ ট্রেন্ড। ফ্রেকলসই এখন অন্যতম বিউটি ট্রেন্ড। যাদের ফ্রেকলস নেই তারাও ফুল কাভারেজ ফাউন্ডেশনের উপর দেয় ফেক ফ্রেকলেস যা। কিছুটা কালো ছোট তিলের মতো। এর সাথে গালে গোলাপি ব্লাশন দেয়াও নতুন ট্রেন্ড। 

 

get-the-right-look-with-new-trendy-makeups-02
 


 
বোল্ড ভ্রু
খুব শেইপ করে ভ্রু আর্ট করার ফ্যাশন এখন একেবারেই নেই। আই ভ্রু যতটা পসিবল ন্যাচারাল রাখাই ট্রেন্ড। কালো ও চিকন ভ্রু না করে ব্রাউন বা কপার কালার দিয়ে আই ভ্রু ব্রাশ করা হয়। মোটা ভ্রুই এখনের ফ্যাশন। 

এ বছরের সবগুলো মেকআপ ট্রেন্ডেই ন্যাচারাল মেকআপকে বেশি গুরত্ব দিয়েছে। আর এই ট্রেন্ডগুলো যে কোন স্কিন টোনের সাথে সহজেই মানিয়ে যাবে। তাই  চাইলে তুমিও ফলো করতে পারো নতুন বিউটি ট্রেন্ড। 


রিলেটেড পোস্ট