ফাউন্ডেশন ছাড়াই হবে ফ্ললেস বেইজ মেকআপ

ফাউন্ডেশন ছাড়াই হবে ফ্ললেস বেইজ মেকআপ

গরমের এই সময়ে বাড়ে স্কিন প্রবলেম। বেশি বেশি ঘামে স্কিনে ময়লা জমে দ্রুত। যার কারণে পিম্পল বা ইচিংয়ের মতো সমস্যা বেশি হয়। তাই যতটা সম্ভব স্কিনকে রাখতে হবে ন্যাচারাল। কিন্তু মেকআপ ইউজ করলে তো স্কিনকে ন্যাচারাল রাখা সম্ভব নয়। তাই মেকআপ করলেও তা হতে হবে খুব হালকা। ফাউন্ডেশনের মতো ভারি মেকআপ গরমে ইউজ না করাই ভাল। কিন্তু অনেকেই মনে করে “ফ্ললেস মেকআপ ফাউন্ডেশন ছাড়া কি পসিবল!” তাই দেখে নিতে পারো এই গরমে ফাউন্ডেশন ছাড়াই কীভাবে পার্ফেক্ট মেকআপ করে ফেলা যায়।  

ময়েশ্চারাইজার ইউজ 

ময়েশ্চারাইজারকে স্কিনের ফুড বলা হয়। তাই যতই সুন্দর মেকআপ করো না কেন স্কিন তখনই হেলদি দেখাবে যখন ময়েশ্চারাইজার ইউজ করবে। প্রথম স্টেপ হলো বেইজ মেকআপের আগে স্কিনকে ময়েশ্চারাইজার দিয়ে সফট ও হাইড্রেট করে নেয়া। যেহেতু তুমি ফাউন্ডেশন ইউজ করছ না তাই স্কিনের ড্রাইনেস কমাতে ময়েশ্চারাইজার মাস্ট। তবে ময়েশ্চারাইজার ইউজের আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে।  

প্রাইমার ব্যবহার 

প্রাইমারকে আসলে মেকআপের হিরো বলা হয়। ফাউন্ডেশন ব্যবহার না করলে স্কিনে প্রাইমার দিতে কোন ভাবেই ভুল করা যাবে না। ন্যাচারাল ও ফ্ললেস মেকআপ পাওয়ার হাফ কাজ করে দেয় প্রাইমার। এতে স্কিনের দাগ কমে, পোর ছোট দেখায় ও অন্যান্য মেকআপ ইউজের জন্য স্কিন তৈরি হয়। ফাউন্ডেশন ছাড়া স্কিনে গ্লো আনতে গ্লো প্রাইমার বা হাইলাইটার ফ্লুয়িড ইউজ করতে পারো এতে স্কিনে খুব বেশি মেকআপ ছাড়াই একটা গ্লো ভাব থাকবে। তবে প্রাইমার কিন্তু খুব বেশি ইউজের দরকার হয় না। তোমার চেহারা বুঝে অল্প পরিমাণ প্রাইমার নিয়ে তা হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নাও। 

বিবি ক্রিম  

ভারি ফাউন্ডেশনকে তুমি বিবি ক্রিমের সঙ্গে বদলে করে নিতে পারো। তার মানে ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ইউজে আসবে ন্যাচারাল মেকাআপ লুক। তবে বিবি ক্রিম ব্যবহারের আগে ত্বকের দাগ কমাতে কালার কারেক্টর ও কনসিলার ইউজ মাস্ট। তোমার প্রয়োজন বুঝে স্কিনে মিশিয়ে নিতে পারো এই দুইটি মেকআপ। এরপরে দরকার মতো বিবি ক্রিম মুখে দিয়ে প্রথমে আঙুল দিয়ে মিশিয়ে পরে ফ্ললেস ফিনিশিং এর জন্য অবশ্যই ব্রাশ ইউজ করে মিশিয়ে নিতে হবে। 

flawless-base-makeup-without-foundation-02

 
কনসিলার

চোখের নিচের কালো দাগ, ব্রণের দাগ বা ত্বকে অন্য কোন দাগ থাকলে তা একমাত্র কমাতে পারে কনসিলার। এর জন্য প্রয়োজন বুঝে লিকুইড কনসিলার নিতে হবে। এরপরে মুখের দাগের উপর ও চোখের নিচে দিয়ে খুব হালকাভাবে ব্লেন্ড করে নিতে পারো। তবে কনসিলার অনেক সময় বসে মিশানোর প্রয়োজন নেই। 

পাউডার

সবার শেষের স্টেপটি হলো কমপ্যাক্ট বা সেটং পাউডার ব্যবহার। কনসিলার ইউজের পরে স্কিনে ন্যাচারাল ভাব আনতে ও পুরো মেকআপ সুন্দর ভাবে বসাতে দরকার সেটিং পাউডার। তবে সেটিং পাউডার অবশ্যই ব্রাশের মাধ্যমে বসাতে হবে। স্কিনে কোন ভাবেই হাত দেয়া যাবে না। তোমার স্কিন টোনের সাথে মিলিয়ে কমপ্যাক্ট বা সেটিং পাউডার ব্যবহার করতে হবে। যেন ন্যাচারাল ভাবটি চেহারায় থাকে। 
দেখলেই তো ফাউন্ডেশন ছাড়া ফ্ললেস বেইস মেকআপ পাওয়া খুব কঠিন কিছু নয়। মেকআপ শুরুর আগে শুধু জানা দরকার কয়েকটি স্টেপ। তাই গরমে ফাউন্ডেশন ছাড়া ন্যাচারাল মেকআপ করতে চাইলে কাজে আসবে এই টিপসগুলো।   


রিলেটেড পোস্ট