ভেঙে যাওয়া পাউডার মেকআপ ঠিক করে নাও মাত্র ২ মিনিটে!

ভেঙে যাওয়া পাউডার মেকআপ ঠিক করে নাও মাত্র ২ মিনিটে!

লাইফের সবচয়ে আনলাকি মোমেন্ট, যখন এক্সপেন্সিভ হাইলাইটার বা নতুন আইশ্যাডো প্যালেটটি হাত থেকে পড়ে যায়। ফেভারিট মেকআপ ভেঙে যাওয়া মানে একদম মনটাই ভেঙে যাওয়া... 

যত কেয়ারফুলই থাকি না কেন, এরকম সিচুয়েশন কখনও কখনও ফেস করতেই হয়। তবে মেকআপ ভেঙে যাওয়ার এই কষ্ট অনেকটাই কমানো সম্ভব। কারণ, ভাঙা মেকআপ ঠিক করা যাবে একদম  সহজেই। হ্যাঁ সিরিয়াসলি! আজকে আমি তোমাদের সাথে একটি সহজ ট্রিক শেয়ার করবো। এটা ফলো করে, এখন থেকে ভেঙে যাওয়া পাউডার মেকআপ ঠিক করতে পারবে মাত্র ২ মিনিটে! 

 

স্টেপ ১ - ভাঙা পাউডার মেকআপটি আরও ভালোমতে গুঁড়া করে নাও  

প্রথমে ভাঙা পাউডার মেকআপটি আরও ভালোমতো গুঁড়া করে নিতে হবে। একটা ছোট চামচ বা টুথপিক দিয়ে  গুঁড়া করে নাও, যেন কোনো আস্ত অংশ না থাকে। চাইলে কটন বাড দিয়েও গুঁড়া করতে পারো। ভালোমতো গুঁড়া হয়ে গেলে, সমানভাবে কন্টেইনারে ছড়িয়ে দাও।  

 

স্টেপ ২ - সমানভাবে সেট করে নাও 

এবার একটি মেকআপ ওয়াইপ নিয়ে এটি সমানভাবে ছড়ানো মেকআপের উপর রাখো। তবে তার আগে হাত খুব ভালোমতো ক্লিন ও ড্রাই করে নিতে হবে। যেন কোনো ব্যাকটেরিয়া হাত থেকে মেকআপে আসতে না পারে। এবার আঙুল দিয়ে মেকআপ ওয়াইপটি প্রেস করতে থাকো, যতক্ষণ না এটি আগের শেপ-এ আসে। 

 

fix-your-broken-powder-makeup-in-2-mintues-02

 

স্টেপ ৩ - সাইড ক্লিন করে নাও 

এবার আরেকটি মেকআপ ওয়াইপ নিয়ে জার-এর সাইড ক্লিন করে নাও।

 

মাত্র ৩টি স্টেপ ফলো করেই তোমার ভাঙা মেকআপ ঠিক করে নিতে পারো। যদিও এটি একদম পার্ফেক্ট শেপ হবে না, তবে তা ইউজ করা যাবে একদম আগের মতোই!   


রিলেটেড পোস্ট