জেনে নাও তোমার স্কিনের জন্য কোন প্রাইমারটি পারফেক্ট

জেনে নাও তোমার স্কিনের জন্য কোন প্রাইমারটি পারফেক্ট

প্রাইমারকে বলা যায় মেকআপের সুপারহিরো! যারা সবসময় মেকআপ করো তারা নিশ্চই জানো,  পারফেক্ট মেকআপের জন্য প্রাইমার কতোটা ইম্পর্ট্যান্ট। এটি স্কিনকে মেকআপের জন্য সুন্দর আর ফ্ললেস বেইস হিসেবে তৈরি করে দেয়। আর স্কিন অয়েল ফ্রি ও ম্যাট রেখে মেকআপ লং লস্টিং করে। কিন্তু সব প্রাইমার কি সব ধরনের স্কিনের জন্য ভালো? না! অন্য সব স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্টের মতো প্রাইমারও হতে হবে স্কিন টাইপ অনুযায়ী। কিন্তু কোন স্কিনের জন্য কোন প্রাইমার ভালো এটা অনেকেই জানে না। আমার এই লিখাটি পড়ে তুমি তোমার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট প্রাইমার সিলেক্ট করতে পারবে খুব সহজে।

 

Know-your-primer-according-to-your-skin-type-02

 

ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং প্রাইমার
যাদের স্কিন ড্রাই, তারা মেকআপ নিয়ে কতোটা সাফার করে সেটা আমরা জানি! মেকআপ করার কিছুক্ষণ পরেই ফাউন্ডেশন ছাড়া ছাড়া (patchy) হয়ে যায়। তুমিও যদি একই সমস্যা নিয়ে সাফার করে থাকো, তাহলে এর সহজ সমাধান হলো প্রাইমার! ড্রাই স্কিনের জন্য হাইড্রেটিং ও ক্রিম টেক্সচার প্রাইমার সবচেয়ে ভালো। এটি তোমার স্কিন হাইড্রেটিং ও স্মুদ রাখবে আর মেকআপ লং টাইম পর্যন্ত ভালো রাখবে।

 

Know-your-primer-according-to-your-skin-type-03

 

অয়েলি স্কিনের জন্য ম্যাটিফাইং প্রাইমার
অয়েলি স্কিনের সমস্যাটা ড্রাই স্কিনের একেবারে উল্টো! স্কিনের অতিরিক্ত অয়েলের কারণে মেকআপ করার কিছুক্ষণ পরেই তা চিটচিটে বা গ্রিসি মনে হয়। তাই অয়েলি স্কিনের জন্য দরকার একটা ম্যাটিফাইং প্রাইমার। যা স্কিনের অতিরিক্ত অয়েল কন্ট্রোলে রেখে সারাদিন ধরে ফেস অয়েল ফ্রি ও ফ্রেশ রাখে। এমনকি এটি স্কিন পোরস ছোট দেখাতেও সাহায্য করে।

 

কম্বিনেশন স্কিনের জন্য ব্যালেন্সিং প্রাইমার
একদিকে ড্রাইনেস অন্যদিকে অতিরিক্ত অয়েল, কম্বিনেশন স্কিনের সমস্যাটা সবচেয়ে জটিল! তাই এই দুইটা সমস্যা ব্যালেন্স করতে তোমার দরকার একটা ব্যালেন্সিং প্রাইমার। যা স্কিনের অরিরিক্ত অয়েল কন্ট্রোলে রাখবে, আবার ড্রাই জোনকে আরও ড্রাই করে ফেলবে না।

 

সেনসিটিভ স্কিনের জন্য গ্রিন পিগমেন্টেড প্রাইমার
রোদ, ঠান্ডা বাতাস বা আরও অনেক কারণেই তোমার স্কিন কি যখন তখন লাল হয়ে যায়? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তোমার স্কিন টাইপ সেনসিটিভ। আর সেনসিটিভ স্কিনে রেডনেস বড় একটা সমস্যা। এর  সলিউশন হিসেবে গ্রিন পিগমেন্টেড প্রাইমার সিলেক্ট করতে পারো। অনেকেই ভাবছো, “গ্রিন প্রাইমার কেন?” কারণ গ্রিন প্রাইমার স্কিনের রেডনেস ঢাকতে হেল্প করবে। আর পাশাপাশি মেকআপও লং লাস্টিং রাখবে।

আমাদের স্কিন অনেকটা খালি ক্যানভাসের মতো। পেইন্টিং শুরু করার আগে ক্যানভাসটা যেমন তৈরি করে নিতে হয়, তেমনি মেকআপের আগে স্কিনটাকেও তৈরি করে নিতে হয়। আর প্রাইমার ঠিক এই কাজটিই করে। তাই তোমার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট প্রাইমারটি সিলেক্ট করে নাও আর মেকআপ রাখো সুন্দর আর ফ্ললেস!


রিলেটেড পোস্ট