এসেনসিয়াল অয়েল 101

এসেনসিয়াল অয়েল 101

অয়েল, আমাদের সৌন্দর্য চর্চার বড় একটা জায়গা জুড়ে আছে। যদিও অয়েল বলতে আমাদের মাথায় কোকোনাট, অলিভ এসব নামই প্রথমে আসে। কিন্তু এগুলো ছাড়াও এখনকার বিউটি ট্রেন্ডে আরেকটি জনপ্রিয় নাম হলো এসেনসিয়াল অয়েল। অনেকে হয়তো বিভিন্ন বিউটি ব্লগে এসেনসেসিয়াল অয়েলের কথা শুনেছো। এসেনসিয়াল অয়েল কী, এটা স্কিনে কী কাজ করে, এবং কীভাবে ব্যবহার করতে হয় এসব নিয়েই আমার এই লিখাটি।

 

এসেনসিয়াল অয়েল কী?

এসেনসিয়াল অয়েল  তৈরি  হয়; বিভিন্ন গাছের শিকড়, ফুল, ছাল বা বাকল, পাতা এমনকি ফলের নির্যাস থেকে। আর এগুলোর ফ্রেগরেন্স অনেক শান্ত ও স্নিগ্ধ হওয়ায় অ্যারোমাথেরাপিতে এর ব্যবহার অনেক বেশি। বিভিন্ন ধরনের এসেনসিয়াল অয়েল আছে, যার মধ্যে ল্যাভেন্ডার, টি ট্রি, লেমন এগুলো বেশ কমন।

 

Essential Oil 101 - 02

 

ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল

এসেনসিয়াল অয়েগুলোর মধ্যে ল্যাভেন্ডার সবচেয়ে পরিচিত নাম। এর নারিশিং ও হিলিং উপাদান স্কিন সফট ও স্মুদ রাখে। পিম্পলের দাগসহ, স্কিনের বিভিন্ন ধরনের দাগ দূর করতেও এটি দারুণ কাজ করে।  

 

Essential Oil 101 - 03

 

টি ট্রি এসেনসিয়াল অয়েল

স্কিন টাইপ অয়েলি হলে এবং অ্যাকনে ও পিম্পলের প্রবলেম থাকলে, এই অয়েলটি হতে পারে তোমার স্কিনের বেস্ট ফ্রেন্ড! এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান অ্যাকনে ও পিম্পল কন্ট্রোলে রাখতে খুবই হেল্পফুল।

 

Essential Oil 101 - 04

 

লেমন এসেনসিয়াল অয়েল

মলিন ও নিষ্প্রাণ স্কিন সতেজ করতে ভিটামিন সি চমৎকার কাজ করে। আর ভিটামিন সি এর জন্য লেমন থেকে চমৎকার আর কী হতে পারে! কিন্ত লেমন সরাসরি অ্যাপ্লাই করলে অনেক সময় স্কিনে ইরিটেশন ও লালচে ভাব দেখা যায়। তাই আমি স্কিনে সরাসরি লেমন অ্যাপ্লাই না করে, লেমন অয়েল ব্যবহার করি। এটি অ্যাকনে ও পিম্পল কন্ট্রোল করে এবং স্কিন ব্রাইট রাখে। এছাড়া এটি সান ট্যান দূর করে, স্কিন ক্লিয়ার রাখতেও সাহায্য করে।

 

এসেনসিয়াল অয়েল কীভাবে অ্যাপ্লাই করতে হয়

এসেনসিয়াল অয়েল ব্যবহারের কিছু নিয়ম আছে। এটি সরাসরি অ্যাপ্লাই করলে, স্কিনে ইরিটেশন হতে পারে। কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল নিয়ে, তোমার পছন্দমতো ক্যারিয়ার অয়েলের (যেমন; কোকোনাট, অলিভ বা আমন্ড) সাথে মিশিয়ে নাও। এরপর স্কিনে অ্যাপ্লাই করো।  
 
অনেকেই হয়তো ভাবছো, “এসেনসিয়াল অয়েল কোথায় পাওয়া যায়?” ভালো স্কিন কেয়ার শপ বা অনেক অনলাইন শপেও এগুলো পাওয়া। যারা অর্গানিক ও ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট পছন্দ করো, তারা এই এসেনসিয়াল অয়েল ট্রাই করে দেখতে পারো।


রিলেটেড পোস্ট