মেকআপ রিমুভ করার সহজ উপায়

মেকআপ রিমুভ করার সহজ উপায়

মেকআপ করতে তো আমাদের সবারই ভালো লাগে। কিন্তু বিপত্তি বাধে বাহির থেকে ফিরে মেকআপ রিমুভ করার সময়ে। তখন যেন অলসতায় আর ইচ্ছাই করে না । আবার হাতের কাছে অনেক সময়  মেকআপ রিমুভার থাকেও না। অনেক কিছু দিয়েই কিন্তু মেকআপ রিমুভ করা পসিবল। 
 
খুব সহজেই কী কী উপায়ে মেকআপ রিমুভ করতে পারো চলো দেখে নেই-

মাইসেলার ওয়াটার

মেকআপ রিমুভ করার জন্য মাইসেলার ওয়াটার খুবই কার্যকরি জিনিস। কটন প্যাডে অল্প পরিমাণে মাইসেলার ওয়াটার নিয়ে পুরো মুখ ভালোমত মুছে ফেলো। ত্বক পরিষ্কারও হবে, ময়েশ্চারাইজডও থাকবে।

অয়েল ক্লিনজিং

অল্প পরিমাণ কোকোনাট অয়েল হাতে নিয়ে মুখে ভালোমত ঘষলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর সুতি কাপড় বা কটন প্যাড দিয়ে মুছে নাও। এবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলো।

পেট্রোলিয়াম জেলি

হাতের কাছে পেট্রোলিয়াম জেলি তো সবসময়ই থাকে। মুখে অল্প পরিমাণে লাগাও এবং ৪-৫ মিনিট অপেক্ষা করো। এবার মুছে ফেলো। ব্যস! হয়ে গেল পরিষ্কার। 

Easy-Ways-of-Makeup-Removal-02
 

কোল্ড ক্রিম

ক্লাসিক কোল্ড ক্রিম মেকআপ রিমুভার হিসেবে খুবই দারুণ কাজ করে। অল্প পরিমাণে মুখে লাগাও। একটি সুতির কাপড় বা কটন প্যাড দিয়ে আলতো করে মুছে ফেলো। এবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলো। 

বেবি অয়েল

একটি কটন প্যাডে সামান্য পরিমাণ বেবি অয়েল নাও এবং তা দিয়ে তোমার মুখটি আলতো করে মুছে ফেলো। ব্যস! মিনিটের মধ্যে একটি মেকআপ গায়েব। মেকআপ রিমুভ করার জন্য এটি খুবই ভালো উপায়। 

ক্রিম ক্লেনজার

যাদের ড্রাই স্কিন তারা মেকআপ রিমুভ করার জন্য ক্রিম ক্লেনজার ব্যবহার করতে পারো। মেকআপ ও ময়লা উভয় দূর করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে তুলবে।

এখন থেকে নিজের সুবিধামতো পদ্ধতিতে  মেকআপ রিমুভ করো আর ত্বককে রাখো সবসময় পরিষ্কার। 


রিলেটেড পোস্ট