সহজ রুটিনে ভালো রাখো কম্বিনেশন স্কিন!

সহজ রুটিনে ভালো রাখো কম্বিনেশন স্কিন!

একটু অয়েলি, আবার একটু ড্রাই! স্কিনের এমন কন্ডিশনে যদি তুমিও কনফিউজড হয়ে যাও, তাহলে তোমার স্কিন টাইপ হচ্ছে “কম্বিনেশন” ।

আজকে আমি শেয়ার করবো এমন একটি ডেইলি রুটিন যা তোমার কম্বিনেশন স্কিনের সব কনফিউশন দূর করবে খুব সহজে!

 

ব্যালেন্সিং দিয়ে শুরু করো তোমার দিন

সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রথম টাস্ক হচ্ছে স্কিনকে ব্যালেন্স করা। একটি ব্যালেন্সিং ফেসওয়াশ ব্যবহার করো যা তোমার স্কিনের অয়েলি জোনের অতিরিক্ত অয়েল দূর করবে আবার ড্রাই জোনকে ময়েশ্চার্‌ডও করবে।

 

মাল্টি-ময়েশ্চারাইজিং

তোমার ময়েশ্চারাইজার কি তোমার কনফিউজিং স্কিনকে বোঝে? যদি উত্তর হয় না, তাহলে আজই এমন একটা ব্যালেন্সিং ময়েশ্চারাইজার সিলেক্ট করো, যা তোমার স্কিনকে ভালোভাবে বুঝে স্কিনের টেক কেয়ার করবে। তবে আমার কাছে কম্বিনেশন স্কিনের সহজ সমাধান হলো মাল্টি-ময়েশ্চারাইজিং। স্কিনের অয়েলি জোনে একটা লাইট ময়েশ্চারাইজার ও ড্রাই জোন হাইড্রেটেড রাখতে অয়েল বেস্‌ড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো।

 

মিক্সড স্কিনের জন্য মিক্সড মেকআপ

যেহেতু তোমার স্কিন টাইপ কম্বিনেশন তাই মেকআপও হতে হবে মিক্সড। অয়েলি টি-জোন (কপাল, নাক, থুতনি)-এর জন্য ব্যবহার করো ম্যাট মেকআপ আর স্কিনের বাকি ড্রাই অংশের জন্য একটু অয়েল বেস্‌ড মেকআপ ব্যবহার করতে পারো।

 

ন্যাচারাল ফেস মাস্ক

তোমার কিচেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে সহজেই বানিয়ে নাও ফেস মাস্ক!

যা যা লাগবে:

  • ১টি ডিমের সাদা অংশ
  • ১ টেবিল চামচ লেবুর রস
  • ১ টেবিল চামচ মধু

ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করে লেবুর রস ও মধু অ্যাড করো। সব ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে কটন বল দিয়ে স্কিনে অ্যাপ্লাই করো। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নাও। এই ফেস মাস্কটি কম্বিনেশন স্কিনের অ্যাকনে কন্ট্রোলে খুবই হেল্পফুল।

 

easy-routine-for-care-of-combination-skin-02

 

রেগুলার এক্সফোলিয়েশন? মাস্ট!

এক্সফোলিয়েশন স্কিপ? নো ওয়ে!

তোমার টি-জোনের অতিরিক্ত অয়েল এবং ব্ল্যাক-হোয়াইট হেড্‌স রিমুভ করতে রেগুলার এক্সফোলিয়েশন খুবই ইম্পর্ট্যান্ট। কম্বিনেশন স্কিনের রেগুলার এক্সফোলিয়েশন-এর জন্য ব্যালেন্সড কোনো স্ক্রাব ইউজ করতে পারো ।

আবারো কনফিউজড? ভাবছো এমন স্ক্রাব কোথায় পাওয়া যাবে? ব্যালেন্সিং স্ক্রাব হিসেবে অ্যাপ্লাই করতে পারো Pond’s Nourishing Facial Scrub। এক্সফোলিয়েশন কখনোই সপ্তাহে ২-৩ দিনের বেশি করা উচিত না। কারণ অতিরিক্ত এক্সফোলিয়েশন স্কিনের ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয় এবং স্কিন ড্রাইনেস, অ্যাকনে এবং ইরিটেশন এর মতো প্রবলেম শুরু হতে পারে।

 

pond's-nourishing-facial-scrub_optimized

 

easy-routine-for-care-of-combination-skin-03

ঘুমানোর আগে প্রপার ক্লিনজিং

স্কিন টাইপ যাই হোক না কেন, রাতে ঘুমানোর আগে স্কিন ক্লিন করতে হবে খুব ভালোভাবে। সারাদিনের মেকআপ, ধুলোবালি, টায়ার্ডনেস সবকিছু রিমুভ করে তোমার স্কিনকে একটা রিলাক্স ফিল দিতে প্রপার ক্লিনজিং স্টেপস মেইনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট।

আমাদের খুব কমন একটি ভুল হলো বাইরে থেকে এসে সরাসরি স্কিনে ফেসওয়াশ অ্যাপ্লাই করা। কিন্তু তার আগে খুব ভালোভাবে সারাদিনের মেকআপ ও ডার্ট রিমুভ করা উচিত। কেমন হয় যদি তোমার কম্বিনেশন স্কিনের ডার্ট ও মেকআপ ক্লিনজিং-এর একদম ইজি একটা সলিউশন পাওয়া যায়? এরকম মাল্টি সলিউশন পেতে ব্যবহার করতে পারো Micellar Water. এই ক্ষেত্রে আমার অনেক ফেভারিট Dove Micellar Water। কটন প্যাড বা কটন বল দিয়ে স্কিনে অ্যাপ্লাই করলে সহজেই মেকআপ ও ডার্ট উঠে আসে। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করো। আর এভাবে তোমার স্কিন কেয়ার রুটিনটি কমপ্লিট করো।


রিলেটেড পোস্ট