মেকআপ ব্রাশ ক্লিনিংএর সঠিক ও সহজ উপায়!

মেকআপ ব্রাশ ক্লিনিংএর সঠিক ও সহজ উপায়!

তোমার মেকআপ কিটের ব্যাকবোনই হলো মেকআপ ব্রাশ।একটা ফ্ললেস মেকআপ ফিনিশিং-এর জন্য রাইট ব্রাশটাই দরকার। একটা ব্রাশে অনেকরকম মেকআপ টাচ করতে হয়, তাই মেকআপ ব্রাশ খুব দ্রুত ময়লাও হয়ে যায়। আর ময়লা ব্রাশ স্কিনে ইউজ করলে বিভিন্ন স্কিন প্রবলেম যেমন অ্যাকনে, র‍্যাশ, ইরিটেশন ইত্যাদি হতে পারে। তাই নিয়মিত মেকআপ ব্রাশ ক্লিন করার কোনো বিকল্প নেই।

মেকআপ ব্রাশ অনেক দিন পরপর নয় বরং ১০-১২ দিনের মধ্যে ক্লিন করা উচিত। কারণ ব্রাশে মেকআপ বসে গেলে পরে ময়লা তোলা কঠিন হয়ে যায়। অনেক সময়ে ব্রাশটা আর ইউজও করা যায় না। কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়মগুলো ফলো করে তোমারমেকআপ ব্রাশ ক্লিন করে নাও খুব সহজেই। 

 

স্টেপ ওয়ানঃ সোপে ওয়াশ

প্রথমেই একটা বোলে হালকা গরম পানি নিতে হবে। মেকআপ ব্রাশ অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ  বা বেবি শ্যাম্পু দিয়ে ক্লিন করা সব থেকে ভালো। এবার ভালোভাবে সোপ পানিতে মিশিয়ে, শুধুমাত্র ব্রাশের তুলি এতে ভেজাতে হবে। এবার আঙুল দিয়ে হালকা করে কয়েক মিনিট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে  তুলি থেকে মেকআপ ক্লিন করতে হবে। সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে হাতের তালুর উপর ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করলে। 

স্টেপ টুঃ পানিতে ওয়াশ

পানিতে ওয়াশের জন্য কলের রানিং ওয়াটারের নিচে ব্রাশটা কয়েক মিনিট ধরে রাখতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশে লেগে থাকা সোপ ধুয়ে ফেলতে হবে।

স্টেপ থ্রিঃ রিপিট

পানি দিয়ে ক্লিনের পর যদি মনে হয় মেকআপ সম্পূর্ণভাবে যায়নি তবে আবারও শুরুর নিয়ম থেকে ক্লিন করতে হবে। এরপর একটা টাওয়েল দিয়ে হালকাভাবে মুছে উপরের পানি সরাতে হবে। 
 

easy-hacks-for-cleaning-makeup-brushes-properly-02


লাস্ট স্টেপঃ ড্রাইং

ব্রাশ ভালোভাবে ড্রাই না হয় তবে এতে ব্যাকটেরিয়া আর গন্ধ হবে। এছাড়া ভেজা ব্রাশ মেকআপে ইউজ করলে মেকআপ কিট ও তোমার লুক দুইটাই নষ্ট হবে। তাই ব্রাশ ড্রাই করার জন্য একটা নেটের ব্যাগ নিতে হবে। এবার ব্রাশগুলো এর মধ্যে নিয়ে নরমাল টেম্পারেচারে ড্রাই করতে হবে। 

এছাড়া চাইলে ক্লিঞ্জার লিকুইড দিয়েও ব্রাশ ক্লিন করা যায় । শেষে টাওয়েল দিয়ে ব্রাশ মুছে নাও। এতে লিকুইড ক্লিঞ্জার আর ময়লা দুইটাই চলে আসবে। 

মেকআপ ব্রাশ পরিষ্কারের জন্য সাবান ছাড়াও বেশ কিছু উপকরণ সহজেই ব্যবহার করা যায়। আর এই উপকরণগুলো হাতেই কাছেই পাওয়া সম্ভব। 

 

বেকিং সোডা 

বেকিং সোডা যে শুধু খাবারেই ব্যবহার করা যায় এমন ধারণা ঠিক নয়। কারণ তোমার মেকআপে পূর্ণ ব্রাশও কিন্তু ক্লিন করতে পারবে বেকিং সোডা দিয়ে। এই পদ্ধতিতে প্রথমেই তোমাকে ব্রাশ অনুসারে হালকা গরম পানি নিতে হবে। এতে মিশিয়ে দাও ২/৩ চা চামচ বেকিং সোডা আর ভালো ভাবে মিশিয়ে নাও। ব্যাস হয়ে গেলো, এবার এতে দিয়ে দাও তোমার মেকআপে ময়লা ব্রাশগুলো আর ভালো ভাবে ক্লিন করে নাও। 

 

আপেল সিডার ভিনেগার

আপেল সিডার ভিনেগার দিয়েও খুব সুন্দর ভাবে মেকআপ ব্রাশ ক্লিন করা যায়। তার জন্য দুই ভাগ আপেল সিডার ভিনেগারে এক ভাগ হালকা গরম পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নাও। এখন এতে মেকআপ ব্রাশ কিছু সময় ভিজিয়ে রেখে পরিষ্কার করে নাও। তবে চাইলে অন্য পদ্ধতিও ফলো করতে পারো। তার জন্য একটা জারে হালকা গরম পানি নিয়ে তাতে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও ১/২ চা চামচ লিকুইড সাবান মিশিয়ে নাও। এবার ব্রাশ এতে পরিষ্কার করে নিতে পারো।

একটা পারফেক্ট মেকাআপ লুকের জন্য ব্রাশ ও মেকআপ কিট দুইটাই সমানভাবে জরুরি। তাইস্কিন ড্যামেজ এড়াতে এই স্টেপগুলো ফলো করেই ক্লিন করে ফেলো মেকআপ ব্রাশ!


রিলেটেড পোস্ট