গরমে ইজি ও কমফোর্টেবল হেয়ার স্টাইল

গরমে ইজি ও কমফোর্টেবল হেয়ার স্টাইল


গরমে ইজি ও কমফোর্টেবল হেয়ার স্টাইল 

গরমে হেয়ার স্টাইল বলতে বোঝা হয় পনিটেল বা বান। খুব বেশি ফ্যাশনাবল না হলেও শুধু মাত্র আরামের জন্যই এমন স্টাইল ফলো করা হয়। তবে কমন এই হেয়ার স্টাইলের বাইরেও চুলে করা যায় ডিফারেন্ট কিছু। গরমের সময়ে একেবারেই কমফোর্টেবল কিন্তু ফ্যাশনাবল এমন হেয়ার স্টাইল চাইলেই করা যায়। এ রকম পাঁচটি কমফোর্টেবল সামার হেয়ার স্টাইল সম্পর্কে জেনে নিতে পারো। 


টেন্ড্রিলস

আবার ফিরে এসেছে টেন্ড্রিলস হেয়ার স্টাইল। ২০০০ সালের শুরুর দিকে খুব পপুলার হয়েছিল এই হেয়ার স্টাইল। যদিও এখন এতে দেয়া হয়েছে মর্ডান টাচ। পুরো চুল মাথার উপরের দিকে উঠিয়ে মেসি বান করে ফেলতে পারো। চুল ছোট হলে কিছুটা চুলে কপালের দুই পাশে রাখতে পারো। যদিও আগে এই হেয়ার স্টাইলটি করা হতো হেয়ার স্প্রে দিয়ে পিছনে ব্রাশ করে। এই হেয়ার স্টাইলটি খুব বেশি টাইট হবে না। গরমের সময়ে খুব টাইট করে চুল বাঁধলে ভিতরে বাতাস যায় না। তাই গরমের সময় যতটা পসিবল লাইট ভাবে চুল বাঁধতে হবে। 


কালারফুল স্কার্ফ

স্কার্ফ দিয়ে হেয়ার স্টাইলও খুব ফ্যাশনাবল ছিল ৯০ এর দিকে। তবে এই  গরমে চাইলে তুমিও এমন হেয়ার স্টাইল করে ফেলতে পারো। কালারফুল স্কার্ফ দিয়ে চুল তুলে বান করে নিতে পারো। আবার বান না করতে চাইলে স্কার্ফ দিয়ে বেণিও করে ফেলতে পারো। এতে চুল আরো বেশি কালারফুল দেখাবে। সামারের সব থেকে কালারফুল ও কমফোর্টেবল হেয়ার স্টাইল এটিই। 


বেনির ক্রাউন

বেণির ক্রাউন হেয়ার স্টাইলকে ক্যাজুয়াল বা ফরমাল দুই ভাবেই প্রেজেন্ট করা যাবে। এমন হেয়ার স্টাইলের জন্য কানে দুই পাশ থেকে একটু মোটা করে বেণি করতে হবে। ব্যান্ডের মতো করে অন্য দিকের কানের পাশে ক্লিপ দিয়ে আটকে নাও। এতে হেয়ার স্টাইলে আসবে ক্লাসিক লুক। খুব ইজিলি তুমিও এভাবে চুল বেঁধে নিতে পারো। পিছনের চুল বেণি, পনিটেল বা নিচের দিকে বান করতে পারো। 
 

Easy-and-Comfortable-Hairstyles-for-Summer-02
 

 

ডাবল বেণি

বেণি বললেই মনে হয় এটি খুব নরমাল একটি হেয়ার স্টাইল। কিন্তু চাইলেই তাতে আনা যায় টুইস্ট। ডাবল বেণির জন্য চুল দুই পাশের সমান ভাবে নিয়ে নিতে হবে। এবার এক পাশের চুল উঁচু করে বেণি না ব্যান্ড দিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে বাঁধতে হবে। দুই পাশ এভাবে আঁটকানো হলে চাইলে বানও করে ফেলতে পারো। 


মোড়ানো পনিটেল

চুল ছোট হলে এই হেয়ার স্টাইলটি ইজিলি করে ফেলতে পারো। সাধারণ পনিটেল না করে চুল তিন ভাগ করে ফেলতে পারো। দুইপাশে কিছুটা কম চুল ও মাঝে বেশি চুল রেখে দুই পাশের চুল দিয়ে মাঝের চুল ব্যান্ডের মতো মুড়িয়ে ফেলো। ব্যাস হয়ে যাবে মোড়ানো পনিটেল।
গরমে চুল যতটা আটকানো থাকবে হেয়ার স্টাইল হবে ততটাই কমফোর্টেবল। তাই বাইরে গেলে ইজি এই হেয়ার স্টাইলগুলো তুমিও ট্রাই করতে পারো।  


রিলেটেড পোস্ট