ইজি স্টেপেই করে ফেলো কোরিয়ান মেকআপ 

ইজি স্টেপেই করে ফেলো কোরিয়ান মেকআপ 

ট্রেন্ড ফলো করে মেকআপ করা খুবই কমন একটা বিষয়। আর গত কয়েক বছর ধরেই কোরিয়ান মেকআপ বেশ ট্রেন্ড করছে। কোরিয়ান মেকআপ স্টাইল এত বেশি পপুলার হওয়ার অন্যতম কারণ হলো লাইট মেকআপেও তা আইক্যাচি হয়। কোরিয়ান মেকআপে এইজও অনেকটাই কম দেখায়। আর চেহায় আসে কিউট ও ডল লাইক লুক। 

কোরিয়ান মেকআপ লুক কি

কোরিয়ান মেকআপে স্কিনে আসে ফ্লোলেস কমপ্লেকশন, ভেজা লুক ও ইউথফুল ভাইব। এই মেকআপে চেহারায় আসে ন্যাচারাল বিউটি আর গর্জিয়াস লুক। 

ময়েশ্চারাইজার দিয়ে শুরু

কোরিয়ান মেকআপে স্কিনে গ্লোসি ও ভেজা একটা লুক আসে। কিন্তু এই মেকআপ হাইলাইটার বা ফুল কাভারেজ ফাউন্ডেশন দিয়ে করা হয় না। কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে মেকআপের আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই ও স্কিন হাইড্রেট করা জরুরি। সকালে ও রাতে মাস্ট স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। স্কিন হাইড্রেট করতে রেগুলার স্কিনে মিস্ট ইউজ করতে পারো।

সান কেয়ার

স্কিনকে প্রটেক্ট করতে সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। অন্য যে কোন মেকআপ প্রোডাক্ট ইউজের আগে কোন ভাবেই সানস্ক্রিন ইউজ মিস করা যাবে না। 

বিবি ক্রিম বা কমপ্যাক্ট পাউডার

কোরিয়ান মেকআপ করা যায় খুব কম সময়ে ও ইজিলি। বিবি ক্রিম খুব লাইট  ওয়েট হয়। এটি ফাউন্ডেশনের মত ভারি না। বিবি ক্রিম ইউজে স্কিনে ন্যাচারাল একটা বিউটি চলে আসে। 


কনসিলার

তোমার খুব ফ্লোলেস স্কিন হলেও কনসিলার অ্যাপ্লাই খুব ইম্পরট্যান্ট।  ডার্ক সার্কেল, পিম্পলের স্পট বা স্কিনের রেডনেস কমাতে কনসিলার ইউজ করা দরকার। চিকবোন ও নাক হাইলাইট করতে চাইলে এখানেও কনসিলার অ্যাপ্লাই করা যায়। এক শেড লাইটার কনসিলার হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। তবে খুব বেশি স্পট না থাকলে প্রয়োজন বুঝে হালকা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায়। 

do-korean-makeup-with-easy-steps-02

 
আই মেকআপ

কোরিয়ান আই মেকআপ হয় খুবই লাইট। ব্রাউন, পিংক বা কোরাল কালারের আইশ্যাডো ইউজ কোরিয়ান মেকআপে খুব কমন। চোখে মোটা করে আইলাইনার বা কাজল দেয়ার দরকার নেই। ক্যাটস আই স্টাইলে চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করা হয়। অনেক সময়ে কালো আইলাইনার হার্শ একটা লুক আনে। তাই কোরিয়ানরা ব্রাউন রঙের আইলাইনার ইউজ করে। এতে চোখে আসে সফট লুক। আইল্যাস না পড়ে ন্যাচারাল লুক আনতে মাসকারা অ্যাপ্লাই করাই ভালো। চোখের নিচের অংশে গোল্ডেন রঙের গ্লিটারি শ্যাডো ইউজ করতে পারো। 

ব্লাশন

ব্লাশন হতে হবে এমন যা ‘ফ্রুট জুস’ লুক দেয়। এর জন্য ফ্রুট কালার ব্লাশন অ্যাপ্লাই করতে হবে। ওয়াটারমেলন, পিচ, স্ট্রবেরি ফলের কালারের মত ব্লাশন স্কিনে গ্লো আনবে। 

লিপ

ঠোঁটে হাইড্রেট একটা লুক রাখতে দুই লেয়ারে লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে। প্রথমে নুড লিপস্টিক ইউজের পর ওয়াটার কালার লিপগ্লস অ্যাপ্লাই করতে পারো। 

দেখলেই তো কতটা ইজিলি করা যায় কোরিয়ান মেকআপ। আর মেকআপ করেও ন্যাচারাল থাকতে জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই যথেষ্ট। 


রিলেটেড পোস্ট