দাগহীন সুন্দর ও সতেজ ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা টোনার!

দাগহীন সুন্দর ও সতেজ ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা টোনার!

মুখে ব্রণের দাগ থাকলে সেই সময়টা কেমন যেন সংকোচের মধ্যে চলতে হয়। এই বুঝি কেউ বলে বসবে-“মুখে এত দাগ!” তখন মুখ লুকাতে চাইলেও দৌড়ে পালাবার জায়গা থাকে না। মুখের দাগ থেকে মনের উপরও অদৃশ্য চাপ সৃষ্টি হয়। আর এই গরমের সময় ঘেমে ত্বক হয়ে থাকে তেল চিটচিটে ও মলিন। চেহারার বারোটা বাজাতে বোনাস হিসেবে ব্রণের সমস্যা তো আছেই! তাহলে কীভাবে পাবেন সুন্দর দাগহীন সতেজ চেহারা? প্রাকৃতিক উপায়েই কিন্তু ত্বকের এই সমস্যা সমাধান করা সম্ভব। ঘরোয়াভাবে অ্যালোভেরা টোনার তৈরি করে, মুখের এই জেদি দাগকে সহজেই দূর করতে পারবেন। তাহলে চলুন এবার জেনে নেয়া যাক কীভাবে অ্যালোভেরা টোনার বানিয়ে ত্বকের যত্ন নেয়া যায়!

 

দাগহীন সুন্দর ও সতেজ ত্বকের যত্ন নিতে যেভাবে অ্যালোভেরা টোনার বানাবেন 

রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার বলে শেষ করা যাবে না। অ্যালোভেরা শুধু ত্বকের যত্নেই নয়, চুলের যত্নও বেশ গুরুত্বপূর্ণ একটি উপাদান। অ্যাকনি প্রন স্কিনের জন্য অ্যালোভেরা টোনার খুব ভালো কাজ করে। ঘরোয়াভাবেই আপনি অ্যালোভেরা টোনার বানিয়ে নিতে পারেন।

অ্যালোভেরা টোনার বানাতে যা যা লাগবে-

  • অ্যালোভেরা
  • লেবু ও
  • শসা

অ্যালোভেরা টোনার বানানোর ধাপ

১) অ্যালোভেরা টোনার বানাতে প্রথমেই একটি অ্যালোভেরা থেকে ২ চা চামচ অ্যালোভেরা জেল বের করে নিন।

২) তারপর এতে কয়েট ফোঁটা লেবু ও ২চা চামচ শসার রস নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন।

৩) এবার এই টোনার তুলাতে ভিজিয়ে মুখে লাগিয়ে নিন।

আপনি চাইলে একটি স্প্রে বোতলেও এই অ্যালোভেরা টোনার ৭দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন হবে জাস্ট মুখে একটু স্প্রে করে নিবেন। নিমিষেই ক্লান্তি ভুলে মলিন ত্বক হয়ে উঠবে সতেজ আর উজ্জ্বল! কারণ, এই টোনারের অ্যালোভেরা ও শসা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দিবে দ্বিগুণ গতিতে আর লেবুর শক্তিতে ত্বকের দাগ হবে একেবারেই উধাও!

 

আশা করছি আপনাদের সাথে শেয়ার করা এই ন্যাচারাল অ্যালোভেরা টোনার ব্যবহার করে আর মুখ লুকিয়ে থাকতে হবে না। আয়নায় তাকিয়ে নিজেকে লাগবে আগের চেয়ে বেশি স্মার্ট ও কনফিডেন্ট। ব্রণের দাগ নিয়ে মুখ লুকানোর দিন শেষ! এখন থেকে আপনার দিন শুরু হবে নতুন করে নতুন উদ্যোমে


রিলেটেড পোস্ট