গরমে ফ্রেশ ও ক্লিয়ার স্কিনের সিক্রেট-ক্লে!

গরমে ফ্রেশ ও ক্লিয়ার স্কিনের সিক্রেট-ক্লে!

ক্লে একটি পাওয়ারফুল ন্যাচারাল উপাদান। যা এখনকার বিউটি ট্রেন্ডে অনেক পরিচিত নাম। ক্লে মাস্ক অথবা  ক্লে বেসড স্কিন কেয়ার প্রোডাক্ট দিন দিন আরও পপুলার হয়ে উঠছে। এটি প্রায় সব ধরনের স্কিনেই চমৎকার কাজ করে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই গরমে ক্লে হতে পারে  ফ্রেশ, অয়েল ফ্রি ও ক্লিয়ার স্কিনের সিক্রেট! তাই যারা গরমে বিভিন্ন স্কিন প্রবলেম নিয়ে সাফার করছো, তাদের জন্যই আমার আজকের লিখাটি। চলো জেনে নেই কীভাবে ক্লে ব্যবহার করে পাবে ৪টি সামার বিউটি প্রবলেমের সলিউশন!

 

স্কিন ভেতর থেকে পরিষ্কার রাখতে    

গরমে  ধুলোবালি, ঘাম এসবের কারণে স্কিনে অনেক ময়লা জমে। তাই এসময় স্কিনের জন্য দরকার ডিপ ক্লিনজিং। ক্লে স্কিনের ভেতর থেকে ডার্ট ও অতিরিক্ত অয়েল পরিষ্কার করতে খুবই হেল্পফুল। তাই গরমে প্রতিদিনের ডিপ ক্লিনজিং ও ফ্রেশ লুকের জন্য Pond's White Beauty Mineral Clay Facial Cleanser ব্যবহার করতে পারো।  

 

পিম্পল ফ্রি রাখতে হেল্প করে 

আমাদের স্কিনের একটি বড় সমস্যা হলো পিম্পল। আর গরম আসলে পিম্পল, অ্যাকনে এসব আরও বেড়ে যায়। পিম্পলের প্রধান কারণ হলো অতিরিক্ত অয়েল। তাই অয়েল কন্ট্রোল করতে পারলেই, পিম্পল অনেকটা কন্ট্রোলে থাকবে। ক্লে-এর সাথে সিম্পল ২টা ইনগ্রেডিয়েন্ট মিক্স করে সহজেই অয়েল কন্ট্রোল মাস্ক বানিয়ে নাও। 

যা যা লাগবে 
-    ক্লে ১টেবিল চামচ 
-    পানি ১ টেবিল চামচ 
-    মধু ১ টেবিল চামচ 

ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে ফেস-এ অ্যাপ্লাই করো। ১০-১৫ মিনিট রেখে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলো। 

 

স্কিন ঠান্ডা ও রিলাক্সড করে 

গরম ও রোদের তাপে অনেক সময় আমাদের স্কিনে ইরিটেশন হয়। তাই স্কিন ঠান্ডা ও রিলাক্সড রাখতে এই ফেস মাস্কটি অ্যাপ্লাই করতে পারো। 

যা যা লাগবে 
-    ক্লে ১ টেবিল চামচ 
-    টক দই ১ টেবিল চামচ  

ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে স্মুদ পেস্ট বানিয়ে নাও। ফেস-এ অ্যাপ্লাই করে ১০-১৫ মিনিট অপেক্ষা করো, এরপর ধুয়ে ফেলো। 

 

পোরস সাইজ ছোট করে 

স্কিন পোরসে ডার্ট ও অয়েল জমে থাকলে তা অনেক বেশি বড় দেখায়। ক্লে পোরস-এর ভেতরে থাকা ডার্ট ও ময়লা ভেতর থেকে পরিষ্কার করে। এতে পোরস সাইজ তুলনামূলক ছোট দেখায়। 

সবশেষে, ক্লে মাস্ক বানানোর সময় একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার মাথায় রাখতে হবে। কখনই মেটাল চামচ ও বাটি ব্যবহার করা যাবে না। কারণ, মেটাল ক্লে-এর সব গুণাগুণ নষ্ট করে দেয় এবং স্কিনে অ্যাপ্লাই করার পর কোনো বেনিফিট পাওয়া যায় না। তাই মেটালের পরিবর্তে প্লাস্টিক, গ্লাস বা কাঠের তৈরি চামচ ও বাটি ব্যবহার করতে ট্রাই করো।  


রিলেটেড পোস্ট