বডি অ্যাকনের সমস্যা? জেনে নাও দূর করার ৫টি টিপস!

বডি অ্যাকনের সমস্যা? জেনে নাও দূর করার ৫টি টিপস!

সারা পৃথিবী খুঁজেও এমন একজন পাওয়া যাবে না, যে অ্যাকনে পছন্দ করে। টিনএজ বয়সে ফেস অ্যাকনে তো অনেক জ্বালিয়েছে, আর এখন বডি অ্যাকনেও যদি স্কিনে অ্যাপিয়ার করে তাহলে কেমন লাগে বলো তো? আজকে তাই তোমার জন্য নিয়ে এসেছি বডি অ্যাকনে দূর করার ৫টি অ্যামেজিং টিপস!
 
ব্যবহার করো অ্যাকনে ক্লেনজার

সাধারণ সাবান বা বডি ওয়াশ শরীরের ডার্ট ও অতিরিক্ত তেল দূর করতে পারে। কিন্তু বডি অ্যাকনে দূর করতে তোমার দরকার স্পেসিফিক প্রোডাক্ট। আর সেজন্য বেনজয়েল পেরোক্সাইড যুক্ত মাইল্ড কোনো ক্লেনজার ব্যবহার করতে পারো।

সানস্ক্রিনের কথা ভুলো না

ত্বকে যেকোনো সমস্যার অন্যতম বড় কারণ হচ্ছে, সরাসরি সূর্যের আলো। আর তাই, রোদে বের হওয়ার আগে শরীরের আনকভারড অংশগুলোতে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলো না। বেশিক্ষণ রোদে থাকে কয়েক ঘন্টা পর আবার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে।
 

body-acne-problems-here’s-5-tips-to-make-them-disappear-02


ট্রাই করো রেটিনয়েড 

ডাক্তারের সাথে কথা বলে বা ওভার-দি-কাউন্টার মেডিসিন র‍্যাক থেকে- যেভাবে তোমার জন্য সুবিধা হয় সেভাবেই ব্যবহার করতে পারো রেটিনয়েড জেল বা ক্রিম। এটি বডি অ্যাকনে ট্রিটমেন্টে খুবই কাজের একটা জিনিস। 

অ্যাকনে স্ক্রাব, পপ বা পিক করো না

অনেকেরই অ্যাকনে পপ করার অভ্যাস আছে, যা খুবই ক্ষতিকর! এছাড়াও অ্যাকনে-প্রোন স্কিন বা বডিতে কখনোই রাফ স্ক্রাব ইউজ করতে হয় না।

প্রেসক্রিপশন ট্রিটমেন্ট

যদি তোমার বডি অ্যাকনের সমস্যা অনেক বেশি থাকে, বা হোম রেমেডি ট্রাই করার পরেও না কমে, তাহলে একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বলতে পারো। সঠিক ট্রিটমেন্টে দেখবে, বডি অ্যাকনে একদম নেই হয়ে যাবে!


এমন আরও সব ইউজফুল টিপস পেতে থাকো বি বিউটিফুল বিডি’র সাথে।
 


রিলেটেড পোস্ট